কোচবিহার, 20 এপ্রিল : লকডাউনের মাঝেই সরকারি মদের গোডাউন থেকে বাইরে পাচার হচ্ছে মদ। ট্রাকে করে তা চলে যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। এই অভিযোগ তুলে গোডাউন এর সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুরের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে কোচবিহার -2 ব্লকের সোনারি কাকড়ি বাড়ি এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই সেখানে মদের গোডাউন থেকে বাইরের গাড়ি এসে মদ নিয়ে যাচ্ছে। একদিকে সরকার বলছে লকডাউন। অপরদিকে ট্রাকে ট্রাকে মদ যাচ্ছে । এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই সোমবার দুপুরে গোডাউনের গেট বন্ধ করে দিয়ে তার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। যদিও গোটা বিষয়টি নিয়ে আবগারি দপ্তর কোনও মন্তব্য করতে চায়নি।
কোরোনা মোকাবিলায় গোটা দেশ লকডাউন। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সবকিছু বন্ধ রয়েছে। কোচবিহার-2 ব্লকের সোনারি কাকড়িবাড়ি এলাকায় রয়েছে সরকারি মদের গোডাউন। সেখান থেকেই কোচবিহার জেলার বিভিন্ন মদের দোকানে মদ যাচ্ছিল বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে লোক এনে এখান থেকে মদ নিয়ে যাচ্ছে । এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।