ETV Bharat / state

D.El.Ed শংসাপত্র দিতে 2-3 লাখ চাইছে কলেজ কর্তৃপক্ষ, অভিযোগে বিক্ষোভ - কোচবিহার

নির্ধারিত কোর্স ফ্রি দেওয়ার পরও মিলছে না D.El.Ed শংসাপত্র ৷ অভিযোগ, পড়ুয়াদের থেকে উলটে দুই থেকে সাড়ে তিন লাখ টাকা দাবি করছে কলেজ কর্তৃপক্ষ ৷ তাই সার্টিফিকেটের দাবিতে অবস্থানে বসেন পড়ুয়ারা ৷

অবস্থানে পড়ুয়ারা
author img

By

Published : Sep 4, 2019, 10:16 AM IST

Updated : Sep 4, 2019, 10:56 AM IST

মেখলিগঞ্জ, 4 সেপ্টেম্বর : নির্ধারিত কোর্স ফ্রি দেওয়ার পরও মিলছে না D.El.Ed শংসাপত্র ৷ উলটে অতিরিক্ত টাকার দাবি করে পড়ুয়াদের শংসাপত্র আটকে রাখার অভিযোগ উঠেছে কলেজের বিরুদ্ধে ৷ তাই D.El.Ed সার্টিফিকেটের দাবিতে পড়ুয়াদের অবস্থান ৷ কোচবিহারের মেখলিগঞ্জ PTTI কলেজের ঘটনা ৷

বিক্ষোভকারী পড়ুয়াদের বক্তব্য, 2015-17 বর্ষের D.El.Ed কোর্স সম্পন্ন করেছেন তাঁরা ৷ সরকারি নিয়ম অনুযায়ী কোর্স ফি হিসেবে দিয়েছেন 96 হাজার টাকা ৷ তারপরও তাঁদের সার্টিফিকেট দিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ ৷ উলটে কোর্স ফি হিসেবে আড়াই থেকে তিন লাখ টাকা দাবি করছে কলেজ কর্তৃপক্ষ ৷ অভিযোগ, পড়ুয়াদের কারও কাছে আড়াই আবার কারও কাছে তিন থেকে সাড়ে তিন লাখ করে কোর্স ফ্রি দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ ৷ বিষয়টি নিয়ে পড়ুয়ারা আলোচনা করতে চাইলেও কলেজ কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেনি ৷ তাই অবিলম্বে সার্টিফিকেট দেওয়ার দাবিতে অবস্থানে বসেছেন পড়ুয়ারা ৷ তাঁদের দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন পড়ুয়ারা ৷

ভিডিয়োয় শুনুন পড়ুয়াদের অভিযোগ

আরও পড়ুন : মিড ডে মিলে ডিম পায়নি অনেকেই, অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

সার্টিফিকেটের দাবিতে সোমবার দুপুর থেকেই অবস্থানে বসেন পড়ুয়ারা ৷ অবস্থান এখনও অব্যাহত ৷ কলেজের টিচার ইন-চার্জ সন্দীপ সরকার জানান, পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে যে চুক্তি-প্যাকেজের কথা হয়েছিল, সেটা পড়ুয়াদের দিতে হবে ৷ তবে শীঘ্রই পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসা হবে ৷

মেখলিগঞ্জ, 4 সেপ্টেম্বর : নির্ধারিত কোর্স ফ্রি দেওয়ার পরও মিলছে না D.El.Ed শংসাপত্র ৷ উলটে অতিরিক্ত টাকার দাবি করে পড়ুয়াদের শংসাপত্র আটকে রাখার অভিযোগ উঠেছে কলেজের বিরুদ্ধে ৷ তাই D.El.Ed সার্টিফিকেটের দাবিতে পড়ুয়াদের অবস্থান ৷ কোচবিহারের মেখলিগঞ্জ PTTI কলেজের ঘটনা ৷

বিক্ষোভকারী পড়ুয়াদের বক্তব্য, 2015-17 বর্ষের D.El.Ed কোর্স সম্পন্ন করেছেন তাঁরা ৷ সরকারি নিয়ম অনুযায়ী কোর্স ফি হিসেবে দিয়েছেন 96 হাজার টাকা ৷ তারপরও তাঁদের সার্টিফিকেট দিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ ৷ উলটে কোর্স ফি হিসেবে আড়াই থেকে তিন লাখ টাকা দাবি করছে কলেজ কর্তৃপক্ষ ৷ অভিযোগ, পড়ুয়াদের কারও কাছে আড়াই আবার কারও কাছে তিন থেকে সাড়ে তিন লাখ করে কোর্স ফ্রি দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ ৷ বিষয়টি নিয়ে পড়ুয়ারা আলোচনা করতে চাইলেও কলেজ কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেনি ৷ তাই অবিলম্বে সার্টিফিকেট দেওয়ার দাবিতে অবস্থানে বসেছেন পড়ুয়ারা ৷ তাঁদের দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন পড়ুয়ারা ৷

ভিডিয়োয় শুনুন পড়ুয়াদের অভিযোগ

আরও পড়ুন : মিড ডে মিলে ডিম পায়নি অনেকেই, অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

সার্টিফিকেটের দাবিতে সোমবার দুপুর থেকেই অবস্থানে বসেন পড়ুয়ারা ৷ অবস্থান এখনও অব্যাহত ৷ কলেজের টিচার ইন-চার্জ সন্দীপ সরকার জানান, পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে যে চুক্তি-প্যাকেজের কথা হয়েছিল, সেটা পড়ুয়াদের দিতে হবে ৷ তবে শীঘ্রই পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসা হবে ৷

Intro:কোর্স ফ্রির অতিরিক্ত 2-3 লক্ষ ! নির্ধারিত ফ্রী দিয়েও মিলছেনা D.ED সার্টিফিকেট ,কলেজেই অবস্থান বিক্ষোভ পড়ুয়ায়া ৷


কোচবিহার:০৩ সেপ্টেম্বর :


কোর্স ফ্রি দেওয়ায় পরেও কলেজ কর্তৃপক্ষ দিচ্ছে না সার্টিফিকেট ৷অভিযোগ পড়ুয়াদের কাছে অতিরিক্ত আড়াই থেকে তিন লক্ষ বা সাড়ে তিন লক্ষ করে কোর্স ফ্রি হিসাবে টাকার দাবি কলেজ কর্তৃপক্ষের ৷ অভিযোগ ,সেই মোটা অংকের টাকা দিতে না পাড়ায় পড়ুয়াদের সার্টিফিকেট আটকে রাখে কলেজ কর্তৃপক্ষ ৷ সার্টিফিকেট এর দাবিতে অবস্থান বিক্ষোভে বসেন পড়ুয়ারা ৷ কোচবিহারের মেখলিগঞ্জ পিটিটিআই কলেজের ঘটনা ৷গতকাল দুপুর থেকে কলেজের ভিতরে অবস্থান বিক্ষোভে বসেন পড়ুয়ারা ৷আজ রাত পর্যন্ত বিক্ষোভ অব্যাহত ৷

বিক্ষোভ কারী ছাত্র ছাত্রীদের মধ্যে সৌমিক মিত্র,বিকাশ রায় ,মহেন্দ্র বর্মন ,লতিকা রায় ,দীপিকা সাহা ,চয়নিতা রায় ,সায়রা খাঁতুনরা অভিযোগ করে জানান "তারা ঐ কলেজে টিচার্স ট্রেনিং এর কোর্স করছেন ৷ কোর্সএর মেয়াদ শেষ হয়েছে ৷কিন্তূ তাঁদের সার্টিফিকেট দিচ্ছেন না কলেজ কর্তৃপক্ষ ৷ তারা সরকারি নিয়ম মাফিক 96 হাজার টাকা কোর্স ফ্রী দিয়েছেন ৷ কেউ আবার কলেজের চাপে অতিরিক্ত কোর্স ফ্রি হিসাবে দেড় থেকে দুই লক্ষ করে দিয়েছেন অতিরিক্ত ৷ইতিমধ্যে ,এভাবে নির্ধারিত কোর্স ফ্রির থেকে বেশি দিয়েও তাঁদের সার্টিফিকেট আটকে রাখে কলেজ কর্তৃপক্ষ ৷ অভিযোগ ,পড়ুয়াদের কারও কাছে আড়াই লক্ষ ,কারও কাছে তিন এবং সাড়ে তিন লক্ষ করে কোর্স ফ্রি দাবি করেন কলেজ কতৃপক্ষ বলে অভিযোগ ৷কোর্স ফ্রির বেশি দিয়েও যখন সার্টিফিকেট মিলছে না তখন অবস্থান বিক্ষোভে বসেন পড়ুয়ারা ৷তাঁদের দাবি তারা আর অতিরিক্ত কোর্স ফ্রির টাকা দিতে পারবেন না ৷ অভিযোগ ,কলেজ কর্তৃপক্ষকে একাধিকবার বলার পরেও তাঁদের কথা শুনছেন না ৷যতক্ষণ তাঁদের দাবি কলেজ মানবেন না ততদিন অবস্থান বিক্ষোভ চলবে "৷


অন্যদিকে ,কলেজ কর্তৃপক্ষ থেকে কলেজের টিচার্স ইনচার্জ সন্দীপ সরকার জানান "পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে যে চুক্তি- প্যাকেজ হয়েছে সেটাই দিতে হবে ,পড়ুয়াদের সঙ্গে আলোচনা করা হবে "৷Body:COB Conclusion:
Last Updated : Sep 4, 2019, 10:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.