ETV Bharat / state

শওহরের সঙ্গে অশান্তি, 8 মাসের শিশুকে খুন করে আত্মঘাতী যুবতি ? - after murdering of child mother attempted suicide and dies

লকডাউনে কর্মহীন শওহর ৷ ব্যাঙ্কের ঋণ মেটানো নিয়ে অশান্তির জেরে আট মাসের শিশুকে খুন করে আত্মঘাতী যুবতি ৷

শিশুকে খুন করে আত্মঘাতী মা
শিশুকে খুন করে আত্মঘাতী মা
author img

By

Published : Aug 11, 2020, 8:34 PM IST

কোচবিহার, 11 অগাস্ট : আটমাসের পুত্রসন্তানসহ এক যুবতির মৃতদেহ উদ্ধার হল কোচবিহারের ছাট গোকুলের কুঠি গ্রামে। মৃতার নাম জেসমিন পারভিন (22) ৷ আট মাসের মৃত শিশুর নাম জিসান ইসলাম ৷ বেসরকারি ব্যাঙ্কের ঋণ মেটানো নিয়ে শওহরের সঙ্গে অশান্তির জেরে এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।


ছাট গোকুলের কুঠি গ্রামের বাসিন্দা আলিয়ার রহমানের সঙ্গে দু'বছর আগে নিকাহ হয় জেসমিনের ৷ কোরোনা পরিস্থিতির কারণে সম্প্রতি কর্মহীন হয়ে পড়েন আলিয়ার ৷ ফলে, বেসরকারি ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের টাকা মেটানো নিয়ে সমস্যায় পড়ে ওই পরিবার ।

প্রতিবেশীরা জানান, এনিয়ে মাঝেমধ্যেই শওহর-বিবির মধ্যে ঝগড়া হত । মঙ্গলবার সকালেও তাঁদের মধ্যে ঝগড়া হয় । এরপর বাড়ি ছেড়ে বেরিয়ে যান জেসমিনের শওহর । দুপুরে ঘর থেকে জেসমিন ও তাঁর আট মাসের ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ মৃতদেহ দু'টিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই শিশুকে খুন করে আত্মঘাতী হয়েছেন জেসমিন ৷ ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন জেসমিনের শওহর ৷ কোচবিহার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খোকন মিঞা বলেন, "দুঃখজনক ঘটনা । অভাবের তাড়নায় আত্মঘাতী ৷ "

কোচবিহার, 11 অগাস্ট : আটমাসের পুত্রসন্তানসহ এক যুবতির মৃতদেহ উদ্ধার হল কোচবিহারের ছাট গোকুলের কুঠি গ্রামে। মৃতার নাম জেসমিন পারভিন (22) ৷ আট মাসের মৃত শিশুর নাম জিসান ইসলাম ৷ বেসরকারি ব্যাঙ্কের ঋণ মেটানো নিয়ে শওহরের সঙ্গে অশান্তির জেরে এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।


ছাট গোকুলের কুঠি গ্রামের বাসিন্দা আলিয়ার রহমানের সঙ্গে দু'বছর আগে নিকাহ হয় জেসমিনের ৷ কোরোনা পরিস্থিতির কারণে সম্প্রতি কর্মহীন হয়ে পড়েন আলিয়ার ৷ ফলে, বেসরকারি ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের টাকা মেটানো নিয়ে সমস্যায় পড়ে ওই পরিবার ।

প্রতিবেশীরা জানান, এনিয়ে মাঝেমধ্যেই শওহর-বিবির মধ্যে ঝগড়া হত । মঙ্গলবার সকালেও তাঁদের মধ্যে ঝগড়া হয় । এরপর বাড়ি ছেড়ে বেরিয়ে যান জেসমিনের শওহর । দুপুরে ঘর থেকে জেসমিন ও তাঁর আট মাসের ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ মৃতদেহ দু'টিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই শিশুকে খুন করে আত্মঘাতী হয়েছেন জেসমিন ৷ ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন জেসমিনের শওহর ৷ কোচবিহার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খোকন মিঞা বলেন, "দুঃখজনক ঘটনা । অভাবের তাড়নায় আত্মঘাতী ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.