ETV Bharat / state

রাজনৈতিক সংঘর্ষ ঠেকাতে পুলিশের অতিরিক্ত বাহিনী চাইল কোচবিহার প্রশাসন - রাজনৈতিক সংঘর্ষ

কোচবিহারে রাজনৈতিক সংঘর্ষ রুখতে রাজ্যের কাছে আরও বাহিনী চাইলেন পুলিশ সুপার ৷ পুলিশ সুপার নিজে সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন ৷

administration-wanted-additional-police-force-to-prevent-political-clashes-in-coochbehar
রাজনৈতিক সংঘর্ষ ঠেকাতে পুলিশের অতিরিক্ত বাহিনী চাইল কোচবিহার প্রশাসন
author img

By

Published : May 5, 2021, 7:37 PM IST

কোচবিহার, 5 মে : কোচবিহারে রাজনৈতিক সংঘর্ষ রুখতে রাজ্যের কাছে অতিরিক্ত পুলিশ বাহিনী চাইল জেলা প্রশাসন। বুধবার দুপুরে কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধর সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছে । পাশাপাশি তিনি জানান, বিধানসভা নির্বাচনের পর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো হচ্ছে । যার ফলে বিভিন্ন এলাকা অশান্ত হয়ে উঠছে । এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আরও বাহিনী প্রয়োজন বলে জানিয়েছেন পুলিশ সুপার ।

আরও পড়ুন : রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ধরনা বিজেপির

বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম । ইতিমধ্যেই পাঁচশোর বেশি বাড়িঘর ভাঙচুর হয়েছে । তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে । এদের মধ্যে দু’জন বিজেপি কর্মী এবং একজন তৃণমূল কর্মী রয়েছেন । আক্রান্ত হয়েছেন বহু মানুষ ৷ বাড়িছাড়া হয়ে বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছে বহু কর্মী । প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটছে । সেই সংঘর্ষ রোধে আরও বেশি করে পুলিশ দরকার বলে জানান কোচবিহারের পুলিশ সুপার । তাই রাজ্যের কাছে আরও বেশি করে পুলিশের বাহিনী চাইল জেলা প্রশাসন । এদিন পুলিশ সুপার জানিয়েছেন, রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল পর্যন্ত 34 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

কোচবিহার, 5 মে : কোচবিহারে রাজনৈতিক সংঘর্ষ রুখতে রাজ্যের কাছে অতিরিক্ত পুলিশ বাহিনী চাইল জেলা প্রশাসন। বুধবার দুপুরে কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধর সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছে । পাশাপাশি তিনি জানান, বিধানসভা নির্বাচনের পর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো হচ্ছে । যার ফলে বিভিন্ন এলাকা অশান্ত হয়ে উঠছে । এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আরও বাহিনী প্রয়োজন বলে জানিয়েছেন পুলিশ সুপার ।

আরও পড়ুন : রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ধরনা বিজেপির

বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম । ইতিমধ্যেই পাঁচশোর বেশি বাড়িঘর ভাঙচুর হয়েছে । তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে । এদের মধ্যে দু’জন বিজেপি কর্মী এবং একজন তৃণমূল কর্মী রয়েছেন । আক্রান্ত হয়েছেন বহু মানুষ ৷ বাড়িছাড়া হয়ে বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছে বহু কর্মী । প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটছে । সেই সংঘর্ষ রোধে আরও বেশি করে পুলিশ দরকার বলে জানান কোচবিহারের পুলিশ সুপার । তাই রাজ্যের কাছে আরও বেশি করে পুলিশের বাহিনী চাইল জেলা প্রশাসন । এদিন পুলিশ সুপার জানিয়েছেন, রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল পর্যন্ত 34 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.