ETV Bharat / state

Panchayat Polls 2023: পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ে সাধারণের মধ্যে ব্যালট ও ফোন নম্বর বিলি অভিষেকের - Mamata Banerjee

মঙ্গলবার কোচবিহার থেকে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচির সূচনা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই কর্মসূচি থেকেই পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্য সাধারণ মানুষকে ব্যালট পেপারও দিলেন তিনি ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee
author img

By

Published : Apr 25, 2023, 2:23 PM IST

Updated : Apr 25, 2023, 4:36 PM IST

দিনহাটা (কোচবিহার), 25 এপ্রিল: আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবেন, তা নির্ধারণের জন্য সাধারণ মানুষের হাতে ব্যালট পেপার তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ মঙ্গলবার কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জ ফুটবল গ্রাউন্ডে এক জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেই সভা থেকেই তিনি এই ব্যালট পেপারের বিষয়টি উপস্থিত জনতাকে বুঝিয়ে দেন ৷

তিনি জানান, কে কোন পঞ্চায়েতে কাকে প্রার্থী হিসেবে দেখতে চান, সেই ব্যক্তির নাম ওই ব্যালটে লিখে নির্দিষ্ট বক্সে জমা দিয়ে দিতে হবে ৷ তাঁর সভাস্থলের কাছেই এর জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে বলেও তিনি জানিয়ে দেন ৷ পাশাপাশি যাঁরা ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন না, তাঁদের জন্য 7887778877 ফোন নম্বরটি মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন ৷ সেই নম্বরে ফোন করেও পছন্দের প্রার্থীর নাম বেছে নেওয়া যাবে বলে তিনি জানান ৷

প্রসঙ্গত, মঙ্গলবার থেকে শুরু হল তৃণমূলের নবজোয়ার কর্মসূচি ৷ এই কর্মসূচির মাধ্যমে আগামী দু’মাস রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কোচবিহার থেকে শুরু হওয়া কর্মসূচি শেষ হবে সাগরে ৷ অভিষেকের কথায়, মানুষ যাতে তাঁর পছন্দের ব্যক্তিকে প্রার্থী হিসেবে বেছে নিতে পারেন, সেই বিষয়টি সুনিশ্চিত করতেই তিনি টানা দু’মাস কলকাতায় আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব ছেড়ে বেরিয়ে পড়েছেন ৷ এই নিয়ে তিনি বিরোধীদের উদ্দেশ্যেও চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ৷ তিনি টানা 60 দিন মানুষের জন্য বাড়ি-ঘর ছেড়ে বাংলাজুড়ে ঘুরবেন ৷ বিরোধীরা অন্তত ছ’দিনের জন্য হলেও এমন কর্মসূচি নিয়ে দেখান ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত ডিসেম্বর থেকে যে ক’টি সভা অভিষেক করেছেন, প্রত্যেক জায়গাতেই সাধারণ মানুষের উদ্দেশ্যে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার বার্তা দিয়েছেন ৷ মানুষের কথা শুনে সৎ ব্যক্তিকে প্রার্থী করার কথা বলেছেন ৷ তাঁর সেই বক্তব্যগুলি যে কথার কথা ছিল না, তাই এই নবজোয়ার কর্মসূচি থেকে প্রমাণ মিলছে বলেই অভিষেকের দাবি ৷ আগেও অভিষেক একাধিকবার জানিয়েছেন যে এবার মানুষই তাঁদের পঞ্চায়েতের প্রার্থী ঠিক করবেন ৷ তৃণমূলের কোনও নেতা প্রার্থী বাছাই করবেন না ৷ এদিনও সেই কথা আবার শোনা যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের গলায় ৷

তিনি বলেন, ‘‘আপনার প্রার্থী কোনও উদয়ন গুহ, অভিজিৎ ভৌমিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অঞ্চল সভাপতি ঠিক করবেন না । প্রার্থী ঠিক করবে এলাকার মানুষ । গোপন ব্যালটে পঞ্চায়েতের প্রার্থী নির্বাচন হবে । মানুষ যাঁকে চাইবেন, তাঁকেই প্রার্থী করা হবে । 3343টি পঞ্চায়েতে এইভাবে প্রার্থী বাছাই করা হবে । মানুষ যাঁকে সার্টিফিকেট দেবেন, তিনিই প্রার্থী হবেন । মানুষের পঞ্চায়েত গড়ব ।’’

আরও পড়ুন: অহঙ্কার নেই বলেই শাসক দল হয়েও তৃণমূল রাস্তায় নেমেছে, মন্তব্য অভিষেকের

দিনহাটা (কোচবিহার), 25 এপ্রিল: আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবেন, তা নির্ধারণের জন্য সাধারণ মানুষের হাতে ব্যালট পেপার তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ মঙ্গলবার কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জ ফুটবল গ্রাউন্ডে এক জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেই সভা থেকেই তিনি এই ব্যালট পেপারের বিষয়টি উপস্থিত জনতাকে বুঝিয়ে দেন ৷

তিনি জানান, কে কোন পঞ্চায়েতে কাকে প্রার্থী হিসেবে দেখতে চান, সেই ব্যক্তির নাম ওই ব্যালটে লিখে নির্দিষ্ট বক্সে জমা দিয়ে দিতে হবে ৷ তাঁর সভাস্থলের কাছেই এর জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে বলেও তিনি জানিয়ে দেন ৷ পাশাপাশি যাঁরা ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন না, তাঁদের জন্য 7887778877 ফোন নম্বরটি মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন ৷ সেই নম্বরে ফোন করেও পছন্দের প্রার্থীর নাম বেছে নেওয়া যাবে বলে তিনি জানান ৷

প্রসঙ্গত, মঙ্গলবার থেকে শুরু হল তৃণমূলের নবজোয়ার কর্মসূচি ৷ এই কর্মসূচির মাধ্যমে আগামী দু’মাস রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কোচবিহার থেকে শুরু হওয়া কর্মসূচি শেষ হবে সাগরে ৷ অভিষেকের কথায়, মানুষ যাতে তাঁর পছন্দের ব্যক্তিকে প্রার্থী হিসেবে বেছে নিতে পারেন, সেই বিষয়টি সুনিশ্চিত করতেই তিনি টানা দু’মাস কলকাতায় আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব ছেড়ে বেরিয়ে পড়েছেন ৷ এই নিয়ে তিনি বিরোধীদের উদ্দেশ্যেও চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ৷ তিনি টানা 60 দিন মানুষের জন্য বাড়ি-ঘর ছেড়ে বাংলাজুড়ে ঘুরবেন ৷ বিরোধীরা অন্তত ছ’দিনের জন্য হলেও এমন কর্মসূচি নিয়ে দেখান ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত ডিসেম্বর থেকে যে ক’টি সভা অভিষেক করেছেন, প্রত্যেক জায়গাতেই সাধারণ মানুষের উদ্দেশ্যে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার বার্তা দিয়েছেন ৷ মানুষের কথা শুনে সৎ ব্যক্তিকে প্রার্থী করার কথা বলেছেন ৷ তাঁর সেই বক্তব্যগুলি যে কথার কথা ছিল না, তাই এই নবজোয়ার কর্মসূচি থেকে প্রমাণ মিলছে বলেই অভিষেকের দাবি ৷ আগেও অভিষেক একাধিকবার জানিয়েছেন যে এবার মানুষই তাঁদের পঞ্চায়েতের প্রার্থী ঠিক করবেন ৷ তৃণমূলের কোনও নেতা প্রার্থী বাছাই করবেন না ৷ এদিনও সেই কথা আবার শোনা যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের গলায় ৷

তিনি বলেন, ‘‘আপনার প্রার্থী কোনও উদয়ন গুহ, অভিজিৎ ভৌমিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অঞ্চল সভাপতি ঠিক করবেন না । প্রার্থী ঠিক করবে এলাকার মানুষ । গোপন ব্যালটে পঞ্চায়েতের প্রার্থী নির্বাচন হবে । মানুষ যাঁকে চাইবেন, তাঁকেই প্রার্থী করা হবে । 3343টি পঞ্চায়েতে এইভাবে প্রার্থী বাছাই করা হবে । মানুষ যাঁকে সার্টিফিকেট দেবেন, তিনিই প্রার্থী হবেন । মানুষের পঞ্চায়েত গড়ব ।’’

আরও পড়ুন: অহঙ্কার নেই বলেই শাসক দল হয়েও তৃণমূল রাস্তায় নেমেছে, মন্তব্য অভিষেকের

Last Updated : Apr 25, 2023, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.