ETV Bharat / state

সাংসারিক বিবাদ থেকে মারধর, স্ত্রী হাতে মৃত্যু স্বামীর - দাম্পত্য কলহ

দাম্পত্য কলহের জেরে খুন হতে হল স্বামীকে ৷ কোচবিহারের তুফানগঞ্জের ঘটনায় স্বামী রতন সূত্রধরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে স্ত্রী ফুলকুমারী মণ্ডলের বিরুদ্ধে ৷ বুধবার রাতে দু’জনের মধ্যে কথা কাটাকাটির মাঝেই, ফুলকুমারী তাঁর স্বামীকে মারতে শুরু করেন ৷ আর তার জেরেই মৃত্যু হয় রতনের ৷

a person killed by wife deu to family problem in coochbehar
সাংসারিক বিবাদ থেকে মারধর, স্ত্রী হাতে মৃত্যু স্বামীর
author img

By

Published : Feb 4, 2021, 3:47 PM IST

কোচবিহার, 4 ফেব্রুয়ারি : দাম্পত্য কলহের জেরে স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ স্ত্রী বিরুদ্ধে ৷ বুধবার রাতে কোচবিহারের তুফানগঞ্জের 1নং ব্লকের অন্দরান ফুলবাড়ি পঞ্চায়েত এলাকায় এই ঘটনাটি ঘটেছে ৷ মৃতের নাম রতন সূত্রধর, বয়স 35 বছর ৷ অভিযুক্ত ফুলকুমারী মণ্ডলকে আটক করেছে পুলিশ ৷

আরও পড়ুন : পুন্ডিবাড়িতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী

পুলিশ সূত্রে খবর, মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত ৷ সেই রকমই গতকাল রাতে রতন সূত্রধর ও ফুলকুমারী মণ্ডলের মধ্যে বিবাদ শুরু হয় ৷ অভিযোগ তর্কাতর্কির মাঝেই ফুলকুমারী, রতনকে কাঠের বাটাম দিয়ে মারতে শুরু করে ৷ আর সেই মারধরের জেরে রতনের মৃত্যু হয় ৷ আজ সকালে প্রতিবেশীরা পুলিশে খবর দেয় ৷ তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রতন সূত্রধরের দেহ উদ্ধার করেছে ৷ তাঁর স্ত্রী অভিযুক্ত ফুলকুমারী মণ্ডলকে আটক করা হয়েছে ৷ ঠিক কী কারণে এই তর্কাতর্কি থেকে বিবাদ মারধরের পর্যায়ে চলে গেল তা জানতে ফুলকুমারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

কোচবিহার, 4 ফেব্রুয়ারি : দাম্পত্য কলহের জেরে স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ স্ত্রী বিরুদ্ধে ৷ বুধবার রাতে কোচবিহারের তুফানগঞ্জের 1নং ব্লকের অন্দরান ফুলবাড়ি পঞ্চায়েত এলাকায় এই ঘটনাটি ঘটেছে ৷ মৃতের নাম রতন সূত্রধর, বয়স 35 বছর ৷ অভিযুক্ত ফুলকুমারী মণ্ডলকে আটক করেছে পুলিশ ৷

আরও পড়ুন : পুন্ডিবাড়িতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী

পুলিশ সূত্রে খবর, মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত ৷ সেই রকমই গতকাল রাতে রতন সূত্রধর ও ফুলকুমারী মণ্ডলের মধ্যে বিবাদ শুরু হয় ৷ অভিযোগ তর্কাতর্কির মাঝেই ফুলকুমারী, রতনকে কাঠের বাটাম দিয়ে মারতে শুরু করে ৷ আর সেই মারধরের জেরে রতনের মৃত্যু হয় ৷ আজ সকালে প্রতিবেশীরা পুলিশে খবর দেয় ৷ তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রতন সূত্রধরের দেহ উদ্ধার করেছে ৷ তাঁর স্ত্রী অভিযুক্ত ফুলকুমারী মণ্ডলকে আটক করা হয়েছে ৷ ঠিক কী কারণে এই তর্কাতর্কি থেকে বিবাদ মারধরের পর্যায়ে চলে গেল তা জানতে ফুলকুমারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.