ETV Bharat / state

নিশীথের বাড়ির কাছে রবীন্দ্রনাথ ঘোষের সভামঞ্চে ভাঙচুর - TMC

তৃণমূলের সভামঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে

সভাস্থানের ছবি
author img

By

Published : Mar 31, 2019, 11:35 PM IST

কোচবিহার, ৩১ মার্চ : তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের সভামঞ্চে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে BJP। তাদের পালটা দাবি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি দিনহাটার ভেটাগুড়ির।

আজ ভেটাগুড়ির ফুটবল মাঠে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীর সমর্থনে সভা করেন রবীন্দ্রনাথ ঘোষ। সভার জন্য গতকাল মঞ্চ তৈরি করা হয়েছিল। সভাস্থান থেকে ঢিল ছোড়া দূরত্বে সদ্য তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়া নিশীথ প্রামাণিকের বাড়ি। আজ সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা সভাস্থানে গিয়ে দেখে, মঞ্চে ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থানে যায়।

দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর অভিযোগ, "BJP আশ্রিত দুষ্কৃতীরা সভা ভণ্ডুল করতে ভাঙচুর চালায়।" যদিও BJP-র তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। BJP-র কোচবিহার জেলা সহ সভাপতি ব্রজগোবিন্দ বর্মণ বলেন, "তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে সভামঞ্চে ভাঙচুর চালানো হয়েছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।"

কোচবিহার, ৩১ মার্চ : তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের সভামঞ্চে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে BJP। তাদের পালটা দাবি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি দিনহাটার ভেটাগুড়ির।

আজ ভেটাগুড়ির ফুটবল মাঠে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীর সমর্থনে সভা করেন রবীন্দ্রনাথ ঘোষ। সভার জন্য গতকাল মঞ্চ তৈরি করা হয়েছিল। সভাস্থান থেকে ঢিল ছোড়া দূরত্বে সদ্য তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়া নিশীথ প্রামাণিকের বাড়ি। আজ সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা সভাস্থানে গিয়ে দেখে, মঞ্চে ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থানে যায়।

দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর অভিযোগ, "BJP আশ্রিত দুষ্কৃতীরা সভা ভণ্ডুল করতে ভাঙচুর চালায়।" যদিও BJP-র তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। BJP-র কোচবিহার জেলা সহ সভাপতি ব্রজগোবিন্দ বর্মণ বলেন, "তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে সভামঞ্চে ভাঙচুর চালানো হয়েছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।"

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.