ETV Bharat / state

লকডাউনের মাঝেই কোচবিহারে মদের দোকানে লম্বা লাইন - corona infection

এতদিন লুকিয়ে চুরিয়ে মদ সংগ্রহ করছিলেন অনেকে ৷ এবার মদের দোকান খোলা হল কোচবিহারের দিনহাটায় ৷ মাত্র এক ঘণ্টা মদের দোকান খোলা হবে, জানতে পেরে ভোররাত থেকেই দোকানের সামনে লাইন দিতে থাকেন অনেকে ৷ লকডাউনের মাঝে কী করে কেউ মদের দোকান খুলল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক ৷

মদের দোকানে লম্বা লাইন
মদের দোকানে লম্বা লাইন
author img

By

Published : Apr 15, 2020, 4:05 PM IST

কোচবিহার, 15 এপ্রিল : লকডাউনে খোলা থাকবে শুধু জরুরি পরিষেবা ও অত্যাবশ্যকীয় সামগ্রীর জন্য বাজার-হাট ৷ তার আওতার মধ্যে কি মদের দোকানও পড়ছে? এই প্রশ্নই ঘুরছে কোচবিহারের দিনহাটা শহরের বাসিন্দাদের একাংশের মনে ৷ ভোরের আলো ফোটার আগেই দিনহাটার একটি মদের দোকানের বাইরে লম্বা লাইন দেখা গেল ৷ লাইন দিয়ে মদ কিনছেন অনেকে ৷

কোরোনা মোকাবিলায় গোটা দেশে চলছে লকডাউন ৷ স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ সবই ৷ নিত্যপ্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় সামগ্রীর জন্য মুদি দোকান, সবজি বাজার ও ওষুধ দোকানকে ছাড় দেওয়া হয়েছে ৷ তবে, লকডাউনে মদ না পেয়ে অনেককেই হাহুতাশ করতে দেখা যায় ৷ গোপনে চলছিল মদ সংগ্রহের কাজ ৷ এত অবধি সব ঠিকই ছিল ৷ কিন্তু আজ ভোররাতে দিনহাটা শহরের গোসানি রোডে দেখা গেল এক অন্য ছবি ৷ রাস্তার ধারে লম্বা লাইন ৷ ওই এলাকার একটি মদের দোকান এক ঘণ্টার জন্য খোলা হয়েছে ৷ মদ কেনার জন্যই এই লম্বা লাইন ৷

ঘটনাটি নিয়ে ওই মদের দোকানের মালিক কোনও মন্তব্য করতে চাননি ৷ তবে, এই বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ৷ এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্নধার সঞ্জিত কর্মকার সোশাল মিডিয়ায় পোস্ট করেন, যেখানে মানুষ ভাত খেতে পারছে না, সেখানে অনেকে মদ কিনে খাচ্ছে ৷ এটা ভাবাই যায় না ৷ অন্যদিকে বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা শাসক শেখ আনসার আহমেদ বলেন, "মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়নি ৷ কারা খুলছে, কেন খুলছে তা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷"

কোচবিহার, 15 এপ্রিল : লকডাউনে খোলা থাকবে শুধু জরুরি পরিষেবা ও অত্যাবশ্যকীয় সামগ্রীর জন্য বাজার-হাট ৷ তার আওতার মধ্যে কি মদের দোকানও পড়ছে? এই প্রশ্নই ঘুরছে কোচবিহারের দিনহাটা শহরের বাসিন্দাদের একাংশের মনে ৷ ভোরের আলো ফোটার আগেই দিনহাটার একটি মদের দোকানের বাইরে লম্বা লাইন দেখা গেল ৷ লাইন দিয়ে মদ কিনছেন অনেকে ৷

কোরোনা মোকাবিলায় গোটা দেশে চলছে লকডাউন ৷ স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ সবই ৷ নিত্যপ্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় সামগ্রীর জন্য মুদি দোকান, সবজি বাজার ও ওষুধ দোকানকে ছাড় দেওয়া হয়েছে ৷ তবে, লকডাউনে মদ না পেয়ে অনেককেই হাহুতাশ করতে দেখা যায় ৷ গোপনে চলছিল মদ সংগ্রহের কাজ ৷ এত অবধি সব ঠিকই ছিল ৷ কিন্তু আজ ভোররাতে দিনহাটা শহরের গোসানি রোডে দেখা গেল এক অন্য ছবি ৷ রাস্তার ধারে লম্বা লাইন ৷ ওই এলাকার একটি মদের দোকান এক ঘণ্টার জন্য খোলা হয়েছে ৷ মদ কেনার জন্যই এই লম্বা লাইন ৷

ঘটনাটি নিয়ে ওই মদের দোকানের মালিক কোনও মন্তব্য করতে চাননি ৷ তবে, এই বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ৷ এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্নধার সঞ্জিত কর্মকার সোশাল মিডিয়ায় পোস্ট করেন, যেখানে মানুষ ভাত খেতে পারছে না, সেখানে অনেকে মদ কিনে খাচ্ছে ৷ এটা ভাবাই যায় না ৷ অন্যদিকে বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা শাসক শেখ আনসার আহমেদ বলেন, "মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়নি ৷ কারা খুলছে, কেন খুলছে তা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.