ETV Bharat / state

তৃণমূলের পথসভা ঘিরে উত্তপ্ত মাথাভাঙা, চলল বোমাবাজি - উত্তপ্ত মাথাভাঙা

তৃণমূলের সভামঞ্চের 100 মিটার দুরে পরপর দু'টি বিস্ফোরণ হয় ৷ ঘটনায় তৃণমূল-BJP একে অপরকে দোষারোপ করেছে ।

bombing at mathabhanga
উত্তপ্ত মাথাভাঙা, চলল বোমাবাজি
author img

By

Published : Nov 24, 2020, 8:44 PM IST

কোচবিহার, 24 নভেম্বর : মাথাভাঙায় তৃণমূলের পথসভা ঘিরে বোমাবাজি । উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামল বিশাল পুলিশ বাহিনী ৷ মাথাভাঙার নয়ারহাটে একাধিক জায়গায় বোমা বিস্ফোরণের অভিযোগ ওঠে । পথসভা চলাকালীন সভামঞ্চ থেকে 100 মিটার দুরে পরপর দু'টি বিস্ফোরণ হয় ৷

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে আজ দুপুরে তৃণমূল কংগ্রেসের পথসভা ছিল নয়ারহাট বাজারে ৷ সেই পথসভাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে নয়ারহাট । BJP অশান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতৃত্ব ৷ সভা চলাকালীন মোট পাঁচবার বিস্ফোরণ হয় এলাকায় ৷ ঘটনায় কোনও হতাহতের খবর নেই । যদিও আতঙ্কে নয়ারহাট বাজার সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ৷ এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মাথাভাঙা এক নম্বর ব্লকের সভাপতি মহেন্দ্র বর্মন অভিযোগ করেন, "পথসভা ভঙ্গ করতে BJP বোমাবাজি করে ।" যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ।

স্থানীয় BJP নেতা তথা মাথাভাঙা 10 নম্বর মণ্ডল সম্পাদক আশুতোষ সরকার জানান, "তৃণমূল নিজেরা এলাকা উত্তপ্ত করেছে । নিজেরা বোমাবাজি করে BJP-র নামে মিথ্যে অভিযোগ আনছে ৷" পরিস্থিতি সামাল দিতে এলাকায় প্রায় 300 পুলিশ মোতায়েন করা হয় ৷

উত্তপ্ত মাথাভাঙা, চলল বোমাবাজি

কোচবিহার, 24 নভেম্বর : মাথাভাঙায় তৃণমূলের পথসভা ঘিরে বোমাবাজি । উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামল বিশাল পুলিশ বাহিনী ৷ মাথাভাঙার নয়ারহাটে একাধিক জায়গায় বোমা বিস্ফোরণের অভিযোগ ওঠে । পথসভা চলাকালীন সভামঞ্চ থেকে 100 মিটার দুরে পরপর দু'টি বিস্ফোরণ হয় ৷

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে আজ দুপুরে তৃণমূল কংগ্রেসের পথসভা ছিল নয়ারহাট বাজারে ৷ সেই পথসভাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে নয়ারহাট । BJP অশান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতৃত্ব ৷ সভা চলাকালীন মোট পাঁচবার বিস্ফোরণ হয় এলাকায় ৷ ঘটনায় কোনও হতাহতের খবর নেই । যদিও আতঙ্কে নয়ারহাট বাজার সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ৷ এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মাথাভাঙা এক নম্বর ব্লকের সভাপতি মহেন্দ্র বর্মন অভিযোগ করেন, "পথসভা ভঙ্গ করতে BJP বোমাবাজি করে ।" যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ।

স্থানীয় BJP নেতা তথা মাথাভাঙা 10 নম্বর মণ্ডল সম্পাদক আশুতোষ সরকার জানান, "তৃণমূল নিজেরা এলাকা উত্তপ্ত করেছে । নিজেরা বোমাবাজি করে BJP-র নামে মিথ্যে অভিযোগ আনছে ৷" পরিস্থিতি সামাল দিতে এলাকায় প্রায় 300 পুলিশ মোতায়েন করা হয় ৷

উত্তপ্ত মাথাভাঙা, চলল বোমাবাজি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.