ETV Bharat / state

করোনা উপসর্গ নিয়ে মেখলিগঞ্জ হাসপাতালে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের - জওয়ান

বৃহস্পতিবার রাত প্রায় 9 টায় পুনরায় শ্বাসকষ্টের সমস্যা হয় নরেন্দ্রর সিংহয়ের৷ এরপর তাকে মেখলিগঞ্জ হাসপাতালে নিয়ে আসার আগেই জওয়ানের মৃত্যু হয় ।

করোনা উপসর্গ নিয়ে মেখলিগঞ্জ হাসপাতালে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের
করোনা উপসর্গ নিয়ে মেখলিগঞ্জ হাসপাতালে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের
author img

By

Published : May 8, 2021, 7:27 AM IST

কোচবিহার,8 মে: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের ৷ কিছুদিন আগে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থও হয়ে উঠেছিলেন তিনি । মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা সীমান্তের 148 নম্বর ব্যাটেলিয়নে ওই বিএসএফ জওয়ান কর্মরত । মৃত জওয়ানের নাম নরেন্দ্রর সিংহ (৫৪) ৷ বাড়ি পঞ্জাবে ৷

বৃহস্পতিবার রাত প্রায় 9 টায় পুনরায় শ্বাসকষ্টের সমস্যা হয় নরেন্দ্রর সিংহয়ের ৷ এরপর তাকে মেখলিগঞ্জ হাসপাতালে নিয়ে আসার আগেই জওয়ানের মৃত্যু হয় । মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয়েছিল ওই জওয়ানের । বিএসএফের 148 নম্বর ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন তিনি । বেশ কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন । তবে, গতকাল রাতে শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাঁর সহকর্মী এক জওয়ান মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন । মেখলিগঞ্জের কর্তব্যরত চিকিৎসকরা ওই জওয়ানকে মৃত ঘোষণা করেন ।

বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি সঞ্জয় পন্থ জানিয়েছেন, "148 ব্যাটেলিয়ন এক জওয়ান মারা গেছেন । তাঁর পরিবারের পাশে আছি ।" উল্লেখ্য যে, গত কাল বৃহস্পতিবার মেখলিগঞ্জ সীমান্তের কুচলিবাড়ি সীমান্ত পরিদর্শন করেন জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি সঞ্জয় পন্থ । কোরানা পরিস্থিতি সহ সীমান্তের বিভিন্ন বিষয়ে পরিদর্শনে করেন তিনি ।

মেখলিগঞ্জ পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী করোনার উপসর্গ থাকায় মৃত ওই জওয়ানের ব়্যাপিড এন্টিজেনের টেস্ট করা হয় ৷ যদিও রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ অন্যান্য পরীক্ষা রিপোর্ট পর মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে ৷
আরও পড়ুন : দিনহাটার আইসির মদতে পালিয়েছে দুষ্কৃতীরা, মন্তব্য উদয়ন পুত্র সায়ন্তনের

কোচবিহার,8 মে: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের ৷ কিছুদিন আগে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থও হয়ে উঠেছিলেন তিনি । মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা সীমান্তের 148 নম্বর ব্যাটেলিয়নে ওই বিএসএফ জওয়ান কর্মরত । মৃত জওয়ানের নাম নরেন্দ্রর সিংহ (৫৪) ৷ বাড়ি পঞ্জাবে ৷

বৃহস্পতিবার রাত প্রায় 9 টায় পুনরায় শ্বাসকষ্টের সমস্যা হয় নরেন্দ্রর সিংহয়ের ৷ এরপর তাকে মেখলিগঞ্জ হাসপাতালে নিয়ে আসার আগেই জওয়ানের মৃত্যু হয় । মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয়েছিল ওই জওয়ানের । বিএসএফের 148 নম্বর ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন তিনি । বেশ কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন । তবে, গতকাল রাতে শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাঁর সহকর্মী এক জওয়ান মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন । মেখলিগঞ্জের কর্তব্যরত চিকিৎসকরা ওই জওয়ানকে মৃত ঘোষণা করেন ।

বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি সঞ্জয় পন্থ জানিয়েছেন, "148 ব্যাটেলিয়ন এক জওয়ান মারা গেছেন । তাঁর পরিবারের পাশে আছি ।" উল্লেখ্য যে, গত কাল বৃহস্পতিবার মেখলিগঞ্জ সীমান্তের কুচলিবাড়ি সীমান্ত পরিদর্শন করেন জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি সঞ্জয় পন্থ । কোরানা পরিস্থিতি সহ সীমান্তের বিভিন্ন বিষয়ে পরিদর্শনে করেন তিনি ।

মেখলিগঞ্জ পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী করোনার উপসর্গ থাকায় মৃত ওই জওয়ানের ব়্যাপিড এন্টিজেনের টেস্ট করা হয় ৷ যদিও রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ অন্যান্য পরীক্ষা রিপোর্ট পর মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে ৷
আরও পড়ুন : দিনহাটার আইসির মদতে পালিয়েছে দুষ্কৃতীরা, মন্তব্য উদয়ন পুত্র সায়ন্তনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.