কোচবিহার 18 মে : সুটুঙ্গা সেতুতে বড় ফাটল । উদ্বোধনের ঠিক 6 বছরের মাথায় ফাটল দেখা গেল সেতুর বিভিন্ন অংশে । কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা ।
2012 সালের 12 জুলাই মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হয় সুটুঙ্গা সেতুর । কিন্তু 6 বছরের মধ্যেই সেতুর মূল স্তম্ভের বিভিন্ন জায়গায় ফাটল ধরতে শুরু করেছে । সম্প্রতি ওই বড় বড় ফাটল এলাকার বাসিন্দাদের নজরে আসে । অনেকেই মনে করছেন, বর্ষার আগে যদি সেতু মেরামত না হয়, তাহলে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে ।
স্থানীয় বাসিন্দা স্নেহাশিস বিশ্বাস জানান, প্রথমে এখানে কাঠের ব্রিজ ছিল । পরে পাকা সেতু তৈরি হয় । এর মাধ্যমেই মাথাভাঙার সঙ্গে অন্য জায়গায় যোগাযোগ সম্পন্ন হয় । মাথাভাঙা মহকুমা পূর্ত বিভাগের ইঞ্জিনিয়র অরুণাভ দত্ত বলেন, "সেতুতে ফাটল তৈরি হয়েছে । বড় ক্ষতির সম্ভাবনা নেই । ফাটলগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে ।"