ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন, 6 বছরেই ফাটল সুটুঙ্গা সেতুতে

মাথাভাঙার সুটুঙ্গা সেতুতে ফাটল । বড় বিপদের আশঙ্কা । 6 বছর আগে সেতুটি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

ফাটলের অংশ
author img

By

Published : May 18, 2019, 2:25 PM IST

Updated : May 18, 2019, 2:59 PM IST

কোচবিহার 18 মে : সুটুঙ্গা সেতুতে বড় ফাটল । উদ্বোধনের ঠিক 6 বছরের মাথায় ফাটল দেখা গেল সেতুর বিভিন্ন অংশে । কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা ।

2012 সালের 12 জুলাই মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হয় সুটুঙ্গা সেতুর । কিন্তু 6 বছরের মধ্যেই সেতুর মূল স্তম্ভের বিভিন্ন জায়গায় ফাটল ধরতে শুরু করেছে । সম্প্রতি ওই বড় বড় ফাটল এলাকার বাসিন্দাদের নজরে আসে । অনেকেই মনে করছেন, বর্ষার আগে যদি সেতু মেরামত না হয়, তাহলে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে ।

স্থানীয় বাসিন্দা স্নেহাশিস বিশ্বাস জানান, প্রথমে এখানে কাঠের ব্রিজ ছিল । পরে পাকা সেতু তৈরি হয় । এর মাধ্যমেই মাথাভাঙার সঙ্গে অন্য জায়গায় যোগাযোগ সম্পন্ন হয় । মাথাভাঙা মহকুমা পূর্ত বিভাগের ইঞ্জিনিয়র অরুণাভ দত্ত বলেন, "সেতুতে ফাটল তৈরি হয়েছে । বড় ক্ষতির সম্ভাবনা নেই । ফাটলগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে ।"

কোচবিহার 18 মে : সুটুঙ্গা সেতুতে বড় ফাটল । উদ্বোধনের ঠিক 6 বছরের মাথায় ফাটল দেখা গেল সেতুর বিভিন্ন অংশে । কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা ।

2012 সালের 12 জুলাই মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হয় সুটুঙ্গা সেতুর । কিন্তু 6 বছরের মধ্যেই সেতুর মূল স্তম্ভের বিভিন্ন জায়গায় ফাটল ধরতে শুরু করেছে । সম্প্রতি ওই বড় বড় ফাটল এলাকার বাসিন্দাদের নজরে আসে । অনেকেই মনে করছেন, বর্ষার আগে যদি সেতু মেরামত না হয়, তাহলে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে ।

স্থানীয় বাসিন্দা স্নেহাশিস বিশ্বাস জানান, প্রথমে এখানে কাঠের ব্রিজ ছিল । পরে পাকা সেতু তৈরি হয় । এর মাধ্যমেই মাথাভাঙার সঙ্গে অন্য জায়গায় যোগাযোগ সম্পন্ন হয় । মাথাভাঙা মহকুমা পূর্ত বিভাগের ইঞ্জিনিয়র অরুণাভ দত্ত বলেন, "সেতুতে ফাটল তৈরি হয়েছে । বড় ক্ষতির সম্ভাবনা নেই । ফাটলগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে ।"

Intro:মুখ্যমন্ত্রীর হাতে উদবোধনের মাত্র ছয় বছরে সেতুতে বড়ফাটল ,নিম্নমানের কাজের অভিযোগ ,বিপদের আশঙ্কা ৷

কোচবিহার :১৭মে :কোচবিহারের অন্যতম প্রান কেন্দ্র শহর মাথাভাঙ্গা,২০১২ সালের ১২ই জুলাই মুখ্যমন্ত্রী উদবোধনও করেন এখানকার সুটুঙ্গা সেতুটির ,কিন্তূ মাত্র ছয় বছরে সেতুর মূল স্তম্ভ এবং বিভিন্ন এলাকায় ফাটল ধরে ৷ঘটতে পারে বড়সর বিপদ ৷ বর্ষার মুখে মাথাভাঙা শহরের প্রাণ কেন্দ্রে থাকা সুটুঙ্গা সেতুতে ফাটল দেখা দেওয়ায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে,বিপদের আশঙ্কার গোটা শহর । সম্প্রতি ওই বড় বড় ফাটল বাসিন্দাদের নজরে আসে। সেতুতে ফাটল এসেছে জানতে পেরে সেতুর দায়িত্বে থাকা পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররাও পর্যবেক্ষণ শুরু করেছেন। বাসিন্দাদের আশঙ্কা, বর্ষার আগে যদি ওই সেতু মেরামতি না করা হয়, তাহলে বর্ষায় সেতুর ভেঙ্গে যাওয়ার আশঙ্কা থাকছে। বড় কোন অঘটন ঘটে যাওয়ারও আশঙ্কা করছেন অনেকেই। এই অবস্থায় দ্রুত সেতু মেতামতি করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

অন্যদিকে ,মাথাভাঙ্গা মহকুমা পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার অরুনাভ দত্ত জানান, “সেতুতে যে ফাটলের সৃষ্টি হয়েছে, তাতে বড় কোন ক্ষতির সম্ভবনা নেই। ফাটল গুলি দ্রুত মেরামতির ব্যবস্থা করা হচ্ছে।”

২০১২ সালের ১২ জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিমোর্টের মাধ্যমে ওই সেতুটি উদ্ধোধন করেন। মাত্র কয়েক বছরের মধ্যে সেই সেতুতে ফাটল দেখা দেওয়ায় কাজের মান নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অত্যন্ত নিম্ন মানের প্রয়োজনীয় সামগ্রীদিয়ে তৈরি করা হয়েছে ঐ সেতু,তা না হলে মাত্র কয়েক বছরে এত ফাটল কি করে ধরল ৷Body:cobConclusion:
Last Updated : May 18, 2019, 2:59 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.