ETV Bharat / state

Gopalnagar School : মাধ্যমিকে স্কুলের 6 কৃতি পড়ুয়াকে নিয়ে খুশিকে মাতল পড়ুয়া থেকে শিক্ষক - 6 student of Gopalnagar School in the merit list madhyamik

মাধ্যমিকের মেধাতালিকায় গোপালনগর স্কুলের 6 কৃতি । স্কুলের এই সাফল্যে খুশির হওয়া দিনহাটা ৷ পঠন-পাঠনে কোচবিহারের অন্যতম সেরা স্কুল গোপালনগর এমএসএস হাইস্কুল । অতীতেও এই স্কুলের বহু ছাত্র-ছাত্রী রাজ্যে মেধা তালিকায় স্থান করেছিল (Gopalnagar School)।

Gopalnagar School
মাধ্যমিকে স্থানাধিকারী প্রথম 6 কৃতি পড়ুুুুুুুুুুুুুুুুুয়া গোপালনগর স্কুলের
author img

By

Published : Jun 3, 2022, 10:59 PM IST

Updated : Jun 4, 2022, 7:18 AM IST

দিনহাটা, 3জুন : মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে দিনহাটা গোপালনগর এমএসএস উচ্চ বিদ্যালয়ের 6 কৃতি পড়ুয়া । তাদের এই সাফল্যে খুশির হাওয়া ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যেও। পঠন পাঠনে কোচবিহারের অন্যতম সেরা স্কুল গোপালনগর এমএসএস হাইস্কুল । অতীতেও এই স্কুলের বহু ছাত্র-ছাত্রী রাজ্যে মেধা তালিকায় স্থান করেছিল (Gopalnagar School) ।

শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ হলে দেখা যায় স্কুলের দুই ছাত্র দেবদত্ত কুণ্ডু ও ধ্রুবজিত সাহা 689 নম্বর পেয়ে যুগ্মভাবে পঞ্চম, সৃজিতা মজুমদার ও অনন্যা দেব 687 নম্বর পেয়ে যুগ্মভাবে সপ্তম, 686 নম্বর পেয়ে রনি বর্মন অষ্টম এবং 684 নম্বর পেয়ে সায়ন্তিকা বর্মন মেধাতালিকায় দশম স্থানে জায়গা করে নিয়েছে । এই বছর এই স্কুল থেকে 226 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল । যার মধ্যে 80 শতাংশের বেশি নম্বর পেয়েছে 123 জন পড়ুয়া । প্রথম বিভাগে পাশ করেছে 123 জন, দ্বিতীয় বিভাগে পাশ করেছে 41 জন । স্কুলের এই বিরাট সাফল্যে খুশির হাওয়া মহকুমা জুড়ে।

মাধ্যমিকে স্থানাধিকারী প্রথম 6 কৃতি পড়ুুুুুুুুুুুুুুুুুয়া গোপালনগর স্কুলের

কোভিডের কারণে গত দু’বছর এই স্কুল বন্ধ থাকলেও পঠন-পাঠন বন্ধ ছিল না । লকডাউন ঘোষণার কিছুদিন পর থেকেই স্কুল কর্তৃপক্ষ অনলাইনে পঠনপাঠন চালু করে । ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করে গুগল মিটের মাধ্যমে পঠন-পাঠন শুরু হয় । শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের অনলাইনে পড়া বোঝানোর পাশাপাশি নিয়মিত হোমটাক্স দেওয়া, পরীক্ষা নেওয়া ও তার মূল্যায়ন করা করা সব কিছুই করতেন ৷ যার ফলে স্কুলের এই সাফল্য এসেছে বলে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অভিমত। স্কুলের প্রধান শিক্ষক আক্কাস আলি বলেন, ‘‘ছাত্রছাত্রীদের অধ্যবসায়, শিক্ষক শিক্ষিকাদের নিষ্ঠা সহকারে দায়িত্ব পালন এবং অভিভাবকদের যোগ্য সংগত এই তিনের মেলবন্ধনেই স্কুলের এই সাফল্য। তাছাড়া কোভিডের সময়েও আমাদের নিয়মিত অনলাইনে ক্লাস হয়েছে। পরীক্ষাও নেওয়া হয়েছে। তাই সাফল্য মিলেছে।’’

আরও পড়ুন: Madhyamik Result 2022 : কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চায় মাধ্যমিকে কলকাতায় প্রথম শ্রুতর্ষি ত্রিপাঠি

দিনহাটা, 3জুন : মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে দিনহাটা গোপালনগর এমএসএস উচ্চ বিদ্যালয়ের 6 কৃতি পড়ুয়া । তাদের এই সাফল্যে খুশির হাওয়া ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যেও। পঠন পাঠনে কোচবিহারের অন্যতম সেরা স্কুল গোপালনগর এমএসএস হাইস্কুল । অতীতেও এই স্কুলের বহু ছাত্র-ছাত্রী রাজ্যে মেধা তালিকায় স্থান করেছিল (Gopalnagar School) ।

শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ হলে দেখা যায় স্কুলের দুই ছাত্র দেবদত্ত কুণ্ডু ও ধ্রুবজিত সাহা 689 নম্বর পেয়ে যুগ্মভাবে পঞ্চম, সৃজিতা মজুমদার ও অনন্যা দেব 687 নম্বর পেয়ে যুগ্মভাবে সপ্তম, 686 নম্বর পেয়ে রনি বর্মন অষ্টম এবং 684 নম্বর পেয়ে সায়ন্তিকা বর্মন মেধাতালিকায় দশম স্থানে জায়গা করে নিয়েছে । এই বছর এই স্কুল থেকে 226 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল । যার মধ্যে 80 শতাংশের বেশি নম্বর পেয়েছে 123 জন পড়ুয়া । প্রথম বিভাগে পাশ করেছে 123 জন, দ্বিতীয় বিভাগে পাশ করেছে 41 জন । স্কুলের এই বিরাট সাফল্যে খুশির হাওয়া মহকুমা জুড়ে।

মাধ্যমিকে স্থানাধিকারী প্রথম 6 কৃতি পড়ুুুুুুুুুুুুুুুুুয়া গোপালনগর স্কুলের

কোভিডের কারণে গত দু’বছর এই স্কুল বন্ধ থাকলেও পঠন-পাঠন বন্ধ ছিল না । লকডাউন ঘোষণার কিছুদিন পর থেকেই স্কুল কর্তৃপক্ষ অনলাইনে পঠনপাঠন চালু করে । ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করে গুগল মিটের মাধ্যমে পঠন-পাঠন শুরু হয় । শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের অনলাইনে পড়া বোঝানোর পাশাপাশি নিয়মিত হোমটাক্স দেওয়া, পরীক্ষা নেওয়া ও তার মূল্যায়ন করা করা সব কিছুই করতেন ৷ যার ফলে স্কুলের এই সাফল্য এসেছে বলে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অভিমত। স্কুলের প্রধান শিক্ষক আক্কাস আলি বলেন, ‘‘ছাত্রছাত্রীদের অধ্যবসায়, শিক্ষক শিক্ষিকাদের নিষ্ঠা সহকারে দায়িত্ব পালন এবং অভিভাবকদের যোগ্য সংগত এই তিনের মেলবন্ধনেই স্কুলের এই সাফল্য। তাছাড়া কোভিডের সময়েও আমাদের নিয়মিত অনলাইনে ক্লাস হয়েছে। পরীক্ষাও নেওয়া হয়েছে। তাই সাফল্য মিলেছে।’’

আরও পড়ুন: Madhyamik Result 2022 : কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চায় মাধ্যমিকে কলকাতায় প্রথম শ্রুতর্ষি ত্রিপাঠি

Last Updated : Jun 4, 2022, 7:18 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.