ETV Bharat / state

কোচবিহারে ঝড়ে ক্ষতিগ্রস্ত একাধিক কাঁচাবাড়ি, উপড়াল গাছ

কোচবিহারে ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হল 50টি কাঁচা বাড়ি । ছিঁড়ল একাধিক বিদ্যুতের তার ।

ক্ষতিগ্রস্ত কাঁচাবাড়ি
author img

By

Published : May 13, 2019, 2:01 PM IST

Updated : May 13, 2019, 2:09 PM IST

কোচবিহার, 13 মে : কোচবিহারে ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি । ক্ষতিগ্রস্ত হল 50টি কাঁচা বাড়ি । উপড়ে পড়েছে একাধিক গাছ ।

ঘূর্ণিঝড় ফণীর প্রভাব কাটতেই গরম পড়েছে কোচবিহারে । গতকাল দুপুর থেকে আকাশ কালো মেঘে ছেয়ে যায় । রাত 11টা থেকে শুরু হয় ঝড় । সঙ্গে চলে বৃষ্টি । আধঘণ্টার ঝড়ে মাথাভাঙা-2 ব্লকের নিশিগঞ্জ, কোচবিহার-1 ব্লকের চান্দামারি, মাঘপালা এলাকার 50টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ।

দেখুন ভিডিয়ো

একাধিক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে যায় । দিনহাটা-1 ব্লকের একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয় । গোসানিরোড কৃষি ফার্ম এলাকায় গাছ উপড়ে ব্যাহত হয় যান চলাচল ।

কোচবিহার, 13 মে : কোচবিহারে ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি । ক্ষতিগ্রস্ত হল 50টি কাঁচা বাড়ি । উপড়ে পড়েছে একাধিক গাছ ।

ঘূর্ণিঝড় ফণীর প্রভাব কাটতেই গরম পড়েছে কোচবিহারে । গতকাল দুপুর থেকে আকাশ কালো মেঘে ছেয়ে যায় । রাত 11টা থেকে শুরু হয় ঝড় । সঙ্গে চলে বৃষ্টি । আধঘণ্টার ঝড়ে মাথাভাঙা-2 ব্লকের নিশিগঞ্জ, কোচবিহার-1 ব্লকের চান্দামারি, মাঘপালা এলাকার 50টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ।

দেখুন ভিডিয়ো

একাধিক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে যায় । দিনহাটা-1 ব্লকের একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয় । গোসানিরোড কৃষি ফার্ম এলাকায় গাছ উপড়ে ব্যাহত হয় যান চলাচল ।

sample description
Last Updated : May 13, 2019, 2:09 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.