ETV Bharat / state

বাংলা-বিহার সীমান্ত থেকে হেঁটে ফেরার পথে আটক 3 শ্রমিক - কোচবিহার

বিহার-বাংলা সীমান্ত থেকে হেঁটে ফেরার পথে আটক তিন শ্রমিক । তাঁদেরকে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হবে বলে জানা গেছে । প্রশাসনের তরফে কোনওরকম সাহায্য পাওয়া যায়নি বলে আক্ষেপ তিনজনের ।

author img

By

Published : May 7, 2020, 2:36 PM IST

কোচবিহার, 7 মে: বিহার-বাংলা সীমান্তে থেকে হেঁটে ফেরার পথে তিনজন শ্রমিককে আটক করল মেখলিগঞ্জ থানার পুলিশ ৷ তাঁদের বাড়ি কোচবিহারের শীতলকুচি ব্লকে ৷ তিনজনের নাম সাগর বর্মণ, মনোরঞ্জন বর্মণ এবং প্রভাত বর্মণ । প্রথমে উত্তরপ্রদেশের বেনারস থেকে পণ্যবাহী ট্রাকে করে বিহার এসছিলেন ৷ তারপর বিহার-বাংলা সীমান্ত থেকে হেঁটে ঢুকে পড়েছিলেন কোচবিহার জেলায় । তাঁদেরকে আটক করে মেখলিগঞ্জ থানার পুলিশ ।

উত্তরপ্রদেশের এক কম্পানিতে সেলসের কাজ করতেন তিনজন । ছয় মাস আগে বেনারসে গেছিলেন ৷ কিন্তু ,লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় কাজ ৷ বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে চেষ্টা করলেও ফিরতে পারছিলেন না ৷ পুলিশ প্রশাসনের কাছে অনুনয়-বিনয় করলেও মেলেনি কোনও সাহায্য ৷ ট্রাকে করে কোনওক্রমে বিহার -বাংলা সীমান্তে পৌঁছান । সেখানে তাঁদের পুলিশ আটক করে । থার্মাল স্ক্রিনিং করা হয় ৷ এরপর হেঁটে দীর্ঘ যাত্রাপথ পারি দেওয়ার সিদ্ধান্ত নেন তিন যুবক ৷ জেলা সীমান্তে এসে ফের আটক হন । কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট আন্তঃজেলা নাকা চেকিংয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ তাঁদের আটক করে ৷

সাগর বর্মণ, মনোরঞ্জন বর্মণ এবং প্রভাত বর্মণরা জানান, " কোনও মতে উত্তরপ্রদেশ থেকে ট্রাকে করে বিহারে আসি । বিহার-বাংলা সীমান্ত থেকে হেঁটে কোচবিহার জেলা সীমান্তে পৌঁছাই । বাড়ি পৌঁছানোর আগেই পুলিশ আটক করেছে । দীর্ঘ পথ হেঁটে আমরা ক্লান্ত । কেউ সাহায্য করছে না । এখন বাড়ি ফিরতে পারলে বাঁচি ৷" মেখলিগঞ্জ পুলিশ সূত্রে জানা যায়, তিনজনকে শীতলকুচি থানার পুলিশের সঙ্গে যোগোযোগ করে সেখানকার কোয়ারানটিন সেন্টারে রাখা হবে ।

কোচবিহার, 7 মে: বিহার-বাংলা সীমান্তে থেকে হেঁটে ফেরার পথে তিনজন শ্রমিককে আটক করল মেখলিগঞ্জ থানার পুলিশ ৷ তাঁদের বাড়ি কোচবিহারের শীতলকুচি ব্লকে ৷ তিনজনের নাম সাগর বর্মণ, মনোরঞ্জন বর্মণ এবং প্রভাত বর্মণ । প্রথমে উত্তরপ্রদেশের বেনারস থেকে পণ্যবাহী ট্রাকে করে বিহার এসছিলেন ৷ তারপর বিহার-বাংলা সীমান্ত থেকে হেঁটে ঢুকে পড়েছিলেন কোচবিহার জেলায় । তাঁদেরকে আটক করে মেখলিগঞ্জ থানার পুলিশ ।

উত্তরপ্রদেশের এক কম্পানিতে সেলসের কাজ করতেন তিনজন । ছয় মাস আগে বেনারসে গেছিলেন ৷ কিন্তু ,লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় কাজ ৷ বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে চেষ্টা করলেও ফিরতে পারছিলেন না ৷ পুলিশ প্রশাসনের কাছে অনুনয়-বিনয় করলেও মেলেনি কোনও সাহায্য ৷ ট্রাকে করে কোনওক্রমে বিহার -বাংলা সীমান্তে পৌঁছান । সেখানে তাঁদের পুলিশ আটক করে । থার্মাল স্ক্রিনিং করা হয় ৷ এরপর হেঁটে দীর্ঘ যাত্রাপথ পারি দেওয়ার সিদ্ধান্ত নেন তিন যুবক ৷ জেলা সীমান্তে এসে ফের আটক হন । কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট আন্তঃজেলা নাকা চেকিংয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ তাঁদের আটক করে ৷

সাগর বর্মণ, মনোরঞ্জন বর্মণ এবং প্রভাত বর্মণরা জানান, " কোনও মতে উত্তরপ্রদেশ থেকে ট্রাকে করে বিহারে আসি । বিহার-বাংলা সীমান্ত থেকে হেঁটে কোচবিহার জেলা সীমান্তে পৌঁছাই । বাড়ি পৌঁছানোর আগেই পুলিশ আটক করেছে । দীর্ঘ পথ হেঁটে আমরা ক্লান্ত । কেউ সাহায্য করছে না । এখন বাড়ি ফিরতে পারলে বাঁচি ৷" মেখলিগঞ্জ পুলিশ সূত্রে জানা যায়, তিনজনকে শীতলকুচি থানার পুলিশের সঙ্গে যোগোযোগ করে সেখানকার কোয়ারানটিন সেন্টারে রাখা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.