ETV Bharat / state

Cannabis Recover : কোচবিহারে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেফতার 3

সাড়ে চারশো কেজি গাঁজা-সহ 3 ব্যক্তিকে গ্রেফতার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ (Cannabis Recovered In Cooch Behar)। ধৃতরা হলেন মনোজ কুমার বিশ্বাস, বিশ্বনাথ অধিকারী এবং আমির খান। ধৃতদের শনিবার আদালতে তোলা হয়।

Cannabis Recovered In Cooch Behar
কোচবিহারে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেফতার 3
author img

By

Published : Mar 26, 2022, 11:04 PM IST

কোচবিহার, 26 মার্চ : প্রায় সাড়ে চারশো কেজি গাঁজা-সহ 3 ব্যক্তিকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার-1 ব্লকের মাঘপালা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় (Cannabis Recovered In Cooch Behar)। ধৃতরা হলেন মনোজ কুমার বিশ্বাস, বিশ্বনাথ অধিকারী এবং আমির খান। এদের মধ্যে মনোজ কুমার বিশ্বাস ও আমির খানের বাড়ি কোচবিহারে। বিশ্বনাথ অধিকারীর বাড়ি মালদা জেলার হবিবপুরে।

ধৃতদের শনিবার বিশেষ আদালতে তোলা হয়। জানা গিয়েছে, কোচবিহার জেলার একটি বড় অংশে গাঁজা চাষ হয়ে থাকে। এই চাষে ভিন রাজ্যের ব্যবসায়ীদের টাকাও খাটে। পরে গাঁজা গাছ পরিণত হয়ে গেলে ভিনরাজ্য থেকে ব্যবসায়ীরা এসে সেই গাঁজা নিয়ে যায়। জমিতে গাঁজা চাষের পাশাপাশি কিছু কিছু লোক বিভিন্ন নদীর চড়ে ও বাড়ির উঠোনে গাঁজা চাষ করে থাকেন। মাঝেমধ্যে পুলিশি অভিযান চললেও গাঁজা চাষ কমেনি জেলায়।

আরও পড়ুন: সৌজন্যে নজির গড়ে বিরোধী ওয়ার্ডে পরিষেবা রবীন্দ্রনাথ ঘোষের

এরই মধ্যে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মালদার হবিবপুর ও কোচবিহারের একব্যক্তি মাঘপালা এলাকার মনোজ কুমার বিশ্বাসের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করে। সেখান থেকে 436 কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি একটি চার চাকার গাড়ি ও একটি মোটর বাইকও উদ্ধার করা হয়।

কোচবিহার, 26 মার্চ : প্রায় সাড়ে চারশো কেজি গাঁজা-সহ 3 ব্যক্তিকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার-1 ব্লকের মাঘপালা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় (Cannabis Recovered In Cooch Behar)। ধৃতরা হলেন মনোজ কুমার বিশ্বাস, বিশ্বনাথ অধিকারী এবং আমির খান। এদের মধ্যে মনোজ কুমার বিশ্বাস ও আমির খানের বাড়ি কোচবিহারে। বিশ্বনাথ অধিকারীর বাড়ি মালদা জেলার হবিবপুরে।

ধৃতদের শনিবার বিশেষ আদালতে তোলা হয়। জানা গিয়েছে, কোচবিহার জেলার একটি বড় অংশে গাঁজা চাষ হয়ে থাকে। এই চাষে ভিন রাজ্যের ব্যবসায়ীদের টাকাও খাটে। পরে গাঁজা গাছ পরিণত হয়ে গেলে ভিনরাজ্য থেকে ব্যবসায়ীরা এসে সেই গাঁজা নিয়ে যায়। জমিতে গাঁজা চাষের পাশাপাশি কিছু কিছু লোক বিভিন্ন নদীর চড়ে ও বাড়ির উঠোনে গাঁজা চাষ করে থাকেন। মাঝেমধ্যে পুলিশি অভিযান চললেও গাঁজা চাষ কমেনি জেলায়।

আরও পড়ুন: সৌজন্যে নজির গড়ে বিরোধী ওয়ার্ডে পরিষেবা রবীন্দ্রনাথ ঘোষের

এরই মধ্যে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মালদার হবিবপুর ও কোচবিহারের একব্যক্তি মাঘপালা এলাকার মনোজ কুমার বিশ্বাসের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করে। সেখান থেকে 436 কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি একটি চার চাকার গাড়ি ও একটি মোটর বাইকও উদ্ধার করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.