ETV Bharat / state

কোচবিহারের 205 জনের সোয়াবের নমুনার রিপোর্ট নেগেটিভ

author img

By

Published : Apr 30, 2020, 3:54 PM IST

কোচবিহার জেলার 205 জন বাসিন্দার সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । নতুন করে 71 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । জানালেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান ৷

205 swab samples were negative in Cooch behar
কোচবিহারে ২০৫ জন সোয়াবের নমুনা নেগেটিভ

কোচবিহার, 30 এপ্রিল: কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে পাঠানো 205 জনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । আজ সকালে কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগে ওই রিপোর্ট এসে পৌঁছায় । এবার আরও 71 জনের সোয়াবের নমুনা শিলিগুড়ি পাঠানো হচ্ছে পরীক্ষার জন্য ।

কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, ‘‘গত দু'দিনে 205 জনের সোয়াবের নমুনা পাঠানো হয়েছিল । সবগুলোই নেগেটিভ এসেছে। নতুন করে 71 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।’’

কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, জেলায় বর্তমানে 381 জন সরকারি কোয়ারানটিনে রয়েছে । এরমধ্যে 148 জন রয়েছে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে । জেলায় 1 হাজার 285 জন হোম কোয়ারানটিনে রয়েছে । কোরোনা হাসপাতালে উপসর্গ নিয়ে ভ‍রতি রয়েছে 8 জন । এদের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য । গতকাল পর্যন্ত জেলার 412 জনের নমুনা পরীক্ষা হয়েছে । ইতিমধ্যেই জেলার 5 টি মহকুমার বাসিন্দাদের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য 5 টি ভ্রাম্যমাণ ভ‍্যান চালু করেছে স্বাস্থ্য বিভাগ ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত 725 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিশ মিলেছে । মৃত্যু হয়েছে 22 জনের । যদিও স্বাস্থ্য দপ্তরের হিসেব বলছে এখনও পর্যন্ত 550 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ।

কোচবিহার, 30 এপ্রিল: কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে পাঠানো 205 জনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । আজ সকালে কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগে ওই রিপোর্ট এসে পৌঁছায় । এবার আরও 71 জনের সোয়াবের নমুনা শিলিগুড়ি পাঠানো হচ্ছে পরীক্ষার জন্য ।

কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, ‘‘গত দু'দিনে 205 জনের সোয়াবের নমুনা পাঠানো হয়েছিল । সবগুলোই নেগেটিভ এসেছে। নতুন করে 71 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।’’

কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, জেলায় বর্তমানে 381 জন সরকারি কোয়ারানটিনে রয়েছে । এরমধ্যে 148 জন রয়েছে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে । জেলায় 1 হাজার 285 জন হোম কোয়ারানটিনে রয়েছে । কোরোনা হাসপাতালে উপসর্গ নিয়ে ভ‍রতি রয়েছে 8 জন । এদের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য । গতকাল পর্যন্ত জেলার 412 জনের নমুনা পরীক্ষা হয়েছে । ইতিমধ্যেই জেলার 5 টি মহকুমার বাসিন্দাদের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য 5 টি ভ্রাম্যমাণ ভ‍্যান চালু করেছে স্বাস্থ্য বিভাগ ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত 725 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিশ মিলেছে । মৃত্যু হয়েছে 22 জনের । যদিও স্বাস্থ্য দপ্তরের হিসেব বলছে এখনও পর্যন্ত 550 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.