কোচবিহার, ৩ মার্চ : BJP কর্মীদের ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি কোচবিহারের নিশিগঞ্জ এলাকার। গুরুতর জখম হয়েছেন ২ BJP কর্মী। তাঁদের কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আজ সকালে BJP-র বাইক র্যালিকে ঘিরে দিনভর উত্তপ্ত ছিল কোচবিহার জেলার বিভিন্ন এলাকা। একাধিক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। BJP-র বাইক র্যালিতে হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দিনভর গন্ডগোলের পর বিকেলে নিশিগঞ্জ এলাকায় দুই BJP কর্মীকে কোপানোর অভিযোগ ওঠে তৃণমূল-এর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় দুই BJP কর্মীকে মেডিকেলে ভরতি করা হয়েছে।
যদিও তৃণমূল-এর কোচবিহার-১ ব্লক সভাপতি খোকন মিয়া বলেন, "BJP-র তোলা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।"