ETV Bharat / state

Bangladeshi Infiltration Arrested অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার 2 বাংলাদেশি - মেখলিগঞ্জে গ্রেফতার 2 বাংলাদেশী অনুপ্রবেশকারী

পুলিশের জালে 2 বাংলাদেশি অনুপ্রবেশকারী(Bangladeshi Infiltration Arrested)৷ মেখলিগঞ্জ শহরের গ্যাস গোডাউন সংলগ্ন এলাকা থেকে শনিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করে পুলিশ ।

Etv Bharat
অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার 2 বাংলাদেশি
author img

By

Published : Aug 28, 2022, 9:33 PM IST

কোচবিহার, 28 অগস্ট: অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করল কোচবিহারের মেখলিগঞ্জ থানার পুলিশ(2 bangladeshi arrested in allegation of infiltration)। শনিবার সন্ধ্যায় সূত্র মারফত খবর পেয়ে মেখলিগঞ্জ শহরের গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায় ফাঁদ পাতে মেখলিগঞ্জ পুলিশ(cooch behar mekhliganj police station)। সেখান থেকেই দু'জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয় ৷

একজন বছর ছাব্বিশের যুবক মহম্মদ মমিনূর হক ও অন্যজন সাতচল্লিশের মহিলা আসিমা বিবি । রবিবার তাদের মেখলিগঞ্জ আদালতে তোলা হলে বিচারপতি মমিনূর হককে পাঁচদিনের পুলিশি রিমান্ডে রাখার নির্দেশ দেন । জানা গিয়েছে, আসিমা বিবি এখন পুলিশ হেফাজতে রয়েছেন । এই বিষয়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

কোচবিহার, 28 অগস্ট: অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করল কোচবিহারের মেখলিগঞ্জ থানার পুলিশ(2 bangladeshi arrested in allegation of infiltration)। শনিবার সন্ধ্যায় সূত্র মারফত খবর পেয়ে মেখলিগঞ্জ শহরের গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায় ফাঁদ পাতে মেখলিগঞ্জ পুলিশ(cooch behar mekhliganj police station)। সেখান থেকেই দু'জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয় ৷

একজন বছর ছাব্বিশের যুবক মহম্মদ মমিনূর হক ও অন্যজন সাতচল্লিশের মহিলা আসিমা বিবি । রবিবার তাদের মেখলিগঞ্জ আদালতে তোলা হলে বিচারপতি মমিনূর হককে পাঁচদিনের পুলিশি রিমান্ডে রাখার নির্দেশ দেন । জানা গিয়েছে, আসিমা বিবি এখন পুলিশ হেফাজতে রয়েছেন । এই বিষয়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন : অনধিকার প্রবেশের অভিযোগে কোচবিহারে গ্রেফতার 4 বাংলাদেশি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.