ETV Bharat / state

মাথাভাঙ্গায় BJP ছেড়ে তৃণমূলে যোগ 110 জনের - বিনয় কৃষ্ণ বর্মণ

মাথাভাঙ্গায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণের হাত ধরে BJP ছেড়ে তৃণমূলে যোগ 110 জনের। তবে, গতকালের এই সভায় সামাজিক দূরত্ব বজায় রাখা হয়নি বলে অভিযোগ উঠেছে৷ যদিও তৃৃণমূল নেতৃত্বরা দাবি করছেন সভায় সব রকমের স্বাস্থ্যবিধি মেনেই করা হচ্ছে৷

TMC
TMC
author img

By

Published : Jul 18, 2020, 2:09 PM IST

কোচবিহার,18 জুলাই : কোচবিহারের মাথাভাঙ্গার একটি বৈঠক সভায় BJP ছেড়ে 110 জন তৃণমূলে যোগ দিলেন ৷ তৃণমূল কংগ্রেসের দাবি জেলা জুড়ে BJP থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দানের ধারা অব্যাহত ৷ গতকাল তৃণমূল কংগ্রেসের কোচবিহারের জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ ওই 110 জনকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন।

বিষয়টি নিয়ে জেলা সভাপতি তথা মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ জানান “ মাথাভাঙ্গার উনিশবিশা এলাকায় একটি বর্ধিত সভায় সাংগাঠনিক আলোচনা ,কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় ৷ এছাড়াও মানুষকে রাজ্যে BJP র সন্ত্রাসের সম্বন্ধে অবগত করা হয় ৷ ওই এলাকার 110 জন BJP কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দান করে ৷ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আজ তৃনমূলে যোগদান করেছে ৷ তাদের হাতে আমি দলীয় পতাকা তুলে দিই। ”
তবে,ওয়াকিবহল মহলের প্রশ্ন এই পরিস্থিতিতে রাজনৈতিক সভা এবং যোগদান পর্বে মানুষ কি বজায় রাখছে সামাজিক দূরত্ব?স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে লঙ্ঘন করা হচ্ছে না তো?

গতকালের এই সভায় সামাজিক দূরত্ব বজায় রাখা হয়নি বলে অভিযোগ উঠেছে৷ যদিও ,স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়ে প্রশ্ন করা হলে তৃৃণমল নেতৃত্বরা দাবি করছেন সভা সব রকমের স্বাস্থ্যবিধি মেনেই করা হচ্ছে৷

কোচবিহার,18 জুলাই : কোচবিহারের মাথাভাঙ্গার একটি বৈঠক সভায় BJP ছেড়ে 110 জন তৃণমূলে যোগ দিলেন ৷ তৃণমূল কংগ্রেসের দাবি জেলা জুড়ে BJP থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দানের ধারা অব্যাহত ৷ গতকাল তৃণমূল কংগ্রেসের কোচবিহারের জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ ওই 110 জনকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন।

বিষয়টি নিয়ে জেলা সভাপতি তথা মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ জানান “ মাথাভাঙ্গার উনিশবিশা এলাকায় একটি বর্ধিত সভায় সাংগাঠনিক আলোচনা ,কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় ৷ এছাড়াও মানুষকে রাজ্যে BJP র সন্ত্রাসের সম্বন্ধে অবগত করা হয় ৷ ওই এলাকার 110 জন BJP কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দান করে ৷ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আজ তৃনমূলে যোগদান করেছে ৷ তাদের হাতে আমি দলীয় পতাকা তুলে দিই। ”
তবে,ওয়াকিবহল মহলের প্রশ্ন এই পরিস্থিতিতে রাজনৈতিক সভা এবং যোগদান পর্বে মানুষ কি বজায় রাখছে সামাজিক দূরত্ব?স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে লঙ্ঘন করা হচ্ছে না তো?

গতকালের এই সভায় সামাজিক দূরত্ব বজায় রাখা হয়নি বলে অভিযোগ উঠেছে৷ যদিও ,স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়ে প্রশ্ন করা হলে তৃৃণমল নেতৃত্বরা দাবি করছেন সভা সব রকমের স্বাস্থ্যবিধি মেনেই করা হচ্ছে৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.