নরেন্দ্রপুর, ১৭ ফেব্রুয়ারি : কামালগাজি বাইপাস এলাকা থেকে হেরোইন সহ এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ গ্রাম হেরোইন। ধৃতের নাম আজ়মিরা বিবি।
গতকাল সন্ধেয় নরেন্দ্রপুর থানার কামালগাজি বাইপাস এলাকা থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশের একটি দল। সেই দলে ছিল নরেন্দ্রপুর থানার পুলিশ এবং বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা।
আজ়মিরা গড়িয়া এলাকার কন্দর্পপুরের বাসিন্দা। তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। তার কাছ থেকে হেরোইন ছাড়াও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। সে ও তার শওহর সিরাজউদ্দিন মোল্লা হেরোইন বিক্রি ও পাচারের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
আজ়মিরাকে গ্রেপ্তারের পর থেকে তার শওহর পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, তারা নদিয়া জেলার পলাশিপাড়া থানা এলাকার বড় নালদা থেকে হেরোইন এনে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে সাপ্লাই করত। পুলিশ ওই মহিলাকে জেরা করে জানতে পেরেছে গত দু'বছরের বেশি তারা এই ব্যবসা করছে। আজ আজ়মিরাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।