ETV Bharat / state

CCTV খতিয়ে দেখলেই সত্য-মিথ্যা বেরিয়ে যাবে : দিলীপ - tmc

আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে আরিজ় আফতাবের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ ও শিশির বাজোরিয়া ।

দিলীপ ঘোষ (ফাইল ছবি)
author img

By

Published : May 15, 2019, 10:03 PM IST

Updated : May 15, 2019, 11:04 PM IST

কলকাতা, 15 মে : তাঁদের দলের কর্মী-সমর্থকরা ভাঙচুরের সঙ্গে যুক্ত নয় । ঘটনার CCTV ফুটেজ খতিয়ে দেখলেই সত্য বেরিয়ে পড়বে । বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর প্রসঙ্গে বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । যারা হুমকি দিচ্ছে তাদের পালটা হুঁশিয়ারি দেন দিলীপবাবু ।

দিলীপবাবু বলেন , " যাঁরা ধমকাচ্ছেন তাঁদের নাম লিখে রাখুন । ফোটো তুলে রাখুন । 23 তারিখের পর তাঁরা কলকাতায় থাকবেন, না কলকাতার বাইরে যাবেন ? তাঁরা বাংলায় থাকবেন, না বাংলার বাইরে যাবেন ? যদি বাংলার বাইরে যেতে চান, বুকিংয়ের কাজটা আমরা করে দেব । জায়গাও দেখে দেব । শান্তিতে থাকবেন । এখানে কিন্তু শান্তিতে থাকতে দেব না । " পাশিপাশি গতকালের ঘটনা প্রসঙ্গে তাঁর মন্তব্য, "আমরা কোনও গেটের মধ্যে ঢুকিনি । গেটের ভিতরে কী হয়েছে আমাদের জানার কথাও না । মিডিয়াও দেখেনি । কিন্তু বলা হচ্ছে যা কিছু খারাপ-ভালো হয়েছে , নাকি BJP করেছে । আমি তো চ্যালেঞ্জ করছি, ওই ছেলেগুলোকে যদি আমরা বলতাম কিছু কর । তাহলে একটাও জ্যান্ত ফিরতে পারত দুষ্কৃতীরা ? তারা কার লোক আমার জানার দরকার নেই । তারা কি রিপোর্ট করার মত অবস্থায় থাকত? "

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে আরিজ় আফতাবের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ ও শিশির বাজোরিয়া । সেখানে একগুচ্ছ দাবি জানান তাঁরা । অভিযোগ জানান তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বিরুদ্ধে । পাশাপাশি তাঁদের অভিযোগ ছিল আজ রাজ্যজুড়ে যে প্রতিবাদ মিছিল হয়েছে তা বেআইনি । কারণ এই মুহূর্তে যে কোনও মিছিল- মিটিং করতে হলে নূন্যতম 48 ঘণ্টা আগে 'সুবিধা' অ্যাপে আবেদন করতে হয় । গতরাতে তৃণমূল সুপ্রিমো ঘোষণা করলেন এবং আজই মিছিল করা হল এটা হতে পারে না । একইসঙ্গে দিলীপ আরিজ়ের কাছে অভিযোগ করেছেন গতকাল তৃণমূল নেত্রী সরকারি মাইক ব্যবহার করেছেন । পুলিশের মাইক নিয়ে কলেজে বক্তব্য রেখেছেন । সেটা তিনি করতে পারেন না । এই বিষয়েও ব্যবস্থা নিতে কমিশনে আর্জি জানান দিলীপ ।

তিনি আরও বলেন, "আমার বক্তব্য আমার কর্মীরা কেউ ভিতরে ঢোকেনি । তাহলে ভিতরে ভাঙাভাঙি কী করে হল ? আমার মনে হচ্ছে লোকজন রাখা হয়েছিল । সাজানো হয়েছিল । সব জায়গায় CCTV ছিল । সেই ভিডিয়ো বার করা হোক । সেটার অ্যানালাইসিস হোক । এবং ইলেকশন কমিশন নিজে দেখুন । তাহলে সত্য- মিথ্যা প্রমাণ হবে । "

কলকাতা, 15 মে : তাঁদের দলের কর্মী-সমর্থকরা ভাঙচুরের সঙ্গে যুক্ত নয় । ঘটনার CCTV ফুটেজ খতিয়ে দেখলেই সত্য বেরিয়ে পড়বে । বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর প্রসঙ্গে বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । যারা হুমকি দিচ্ছে তাদের পালটা হুঁশিয়ারি দেন দিলীপবাবু ।

দিলীপবাবু বলেন , " যাঁরা ধমকাচ্ছেন তাঁদের নাম লিখে রাখুন । ফোটো তুলে রাখুন । 23 তারিখের পর তাঁরা কলকাতায় থাকবেন, না কলকাতার বাইরে যাবেন ? তাঁরা বাংলায় থাকবেন, না বাংলার বাইরে যাবেন ? যদি বাংলার বাইরে যেতে চান, বুকিংয়ের কাজটা আমরা করে দেব । জায়গাও দেখে দেব । শান্তিতে থাকবেন । এখানে কিন্তু শান্তিতে থাকতে দেব না । " পাশিপাশি গতকালের ঘটনা প্রসঙ্গে তাঁর মন্তব্য, "আমরা কোনও গেটের মধ্যে ঢুকিনি । গেটের ভিতরে কী হয়েছে আমাদের জানার কথাও না । মিডিয়াও দেখেনি । কিন্তু বলা হচ্ছে যা কিছু খারাপ-ভালো হয়েছে , নাকি BJP করেছে । আমি তো চ্যালেঞ্জ করছি, ওই ছেলেগুলোকে যদি আমরা বলতাম কিছু কর । তাহলে একটাও জ্যান্ত ফিরতে পারত দুষ্কৃতীরা ? তারা কার লোক আমার জানার দরকার নেই । তারা কি রিপোর্ট করার মত অবস্থায় থাকত? "

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে আরিজ় আফতাবের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ ও শিশির বাজোরিয়া । সেখানে একগুচ্ছ দাবি জানান তাঁরা । অভিযোগ জানান তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বিরুদ্ধে । পাশাপাশি তাঁদের অভিযোগ ছিল আজ রাজ্যজুড়ে যে প্রতিবাদ মিছিল হয়েছে তা বেআইনি । কারণ এই মুহূর্তে যে কোনও মিছিল- মিটিং করতে হলে নূন্যতম 48 ঘণ্টা আগে 'সুবিধা' অ্যাপে আবেদন করতে হয় । গতরাতে তৃণমূল সুপ্রিমো ঘোষণা করলেন এবং আজই মিছিল করা হল এটা হতে পারে না । একইসঙ্গে দিলীপ আরিজ়ের কাছে অভিযোগ করেছেন গতকাল তৃণমূল নেত্রী সরকারি মাইক ব্যবহার করেছেন । পুলিশের মাইক নিয়ে কলেজে বক্তব্য রেখেছেন । সেটা তিনি করতে পারেন না । এই বিষয়েও ব্যবস্থা নিতে কমিশনে আর্জি জানান দিলীপ ।

তিনি আরও বলেন, "আমার বক্তব্য আমার কর্মীরা কেউ ভিতরে ঢোকেনি । তাহলে ভিতরে ভাঙাভাঙি কী করে হল ? আমার মনে হচ্ছে লোকজন রাখা হয়েছিল । সাজানো হয়েছিল । সব জায়গায় CCTV ছিল । সেই ভিডিয়ো বার করা হোক । সেটার অ্যানালাইসিস হোক । এবং ইলেকশন কমিশন নিজে দেখুন । তাহলে সত্য- মিথ্যা প্রমাণ হবে । "

Last Updated : May 15, 2019, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.