ETV Bharat / state

সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে ? সিদ্ধান্ত হতে পারে সোমবার - Central Force

লোকসভা ভোটে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না তা নিয়ে সোমবার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

রাস্তায় টহলরত কেন্দ্রীয় বাহিনী
author img

By

Published : Mar 30, 2019, 7:51 PM IST

Updated : Mar 30, 2019, 10:00 PM IST

কলকাতা, 30 মার্চ : লোকসভা ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবার সর্বদলীয় বৈঠক করবেন নির্বাচন কমিশনের স্পেশাল পুলিশ অবজ়ারভার বিবেক দুবে।

9টি দলের সঙ্গে বৈঠকের পরই রাজ্যে কত কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবে কি না সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।সর্বদলীয় বৈঠক শেষে রাজ্য পুলিশের ADG (আইন ও শৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তা ও DG বীরেন্দ্রর সঙ্গে বৈঠক করতে পারেন।

এছাড়াও, রাজ্যের প্রথম দুই দফায় যে জেলাগুলিতে ভোট হবে, সেখানকার পুলিশ সুপার ও জেলাশাসকের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলবেন। পাঁচটি লোকসভা কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন। সর্বদলীয় বৈঠকে কোনও প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ তোলা হলে তা নিয়েও জবাবদিহি চাওয়া হতে পারে বলে খবর।

উল্লেখ্য, প্রাথমিকভাবে কে কে শর্মাকে স্পেশাল পুলিশ অবজ়ারভার হিসেবে নিযুক্ত করে নির্বাচন কমিশন। কিন্তু, RSS-এর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ওঠায় তাকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় কাল কলকাতায় আসছেন বিবেক দুবে। বিমানবন্দরে যাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতার, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু ও রাজ্য পুলিশের ADG (আইন ও শৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তা।

কলকাতা, 30 মার্চ : লোকসভা ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবার সর্বদলীয় বৈঠক করবেন নির্বাচন কমিশনের স্পেশাল পুলিশ অবজ়ারভার বিবেক দুবে।

9টি দলের সঙ্গে বৈঠকের পরই রাজ্যে কত কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবে কি না সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।সর্বদলীয় বৈঠক শেষে রাজ্য পুলিশের ADG (আইন ও শৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তা ও DG বীরেন্দ্রর সঙ্গে বৈঠক করতে পারেন।

এছাড়াও, রাজ্যের প্রথম দুই দফায় যে জেলাগুলিতে ভোট হবে, সেখানকার পুলিশ সুপার ও জেলাশাসকের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলবেন। পাঁচটি লোকসভা কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন। সর্বদলীয় বৈঠকে কোনও প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ তোলা হলে তা নিয়েও জবাবদিহি চাওয়া হতে পারে বলে খবর।

উল্লেখ্য, প্রাথমিকভাবে কে কে শর্মাকে স্পেশাল পুলিশ অবজ়ারভার হিসেবে নিযুক্ত করে নির্বাচন কমিশন। কিন্তু, RSS-এর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ওঠায় তাকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় কাল কলকাতায় আসছেন বিবেক দুবে। বিমানবন্দরে যাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতার, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু ও রাজ্য পুলিশের ADG (আইন ও শৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তা।

Last Updated : Mar 30, 2019, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.