ETV Bharat / state

হেলমেট পরে মাথা বাঁচান, পুলিশকে নির্দেশ নবান্নের - west bengal

নির্দেশ জারি করা হয় নবান্নের তরফে। ADG (আইনশৃঙ্খলা)-র তরফে বলা হয় রাজ্যের সমস্ত জেলার সাধারণ পুলিশকর্মীদের পাশাপাশি ইনচার্জকেও পরতে হবে হেলমেট।

হেলমেট
author img

By

Published : Jul 11, 2019, 2:44 AM IST

কলকাতা, 11 জুলাই: কলকাতা পুলিশ পেরেছে। রাজ্য পুলিশ এখনও পারেনি। এমন কি কমিশনারেটগুলোও নয়। রাজ্যের নানা জায়গায় সাম্প্রতিক গোলমালে জখম হতে হয়েছে একাধিক পুলিশকর্মীকে। কারও কারও আবার আঘাত লেগেছে মাথায় । তারই জেরে নবান্নের তরফে এবার জারি করা হলো কড়া নির্দেশিকা।

কলকাতা পুলিশের নির্দেশিকা ছিল বহু আগে থেকেই। বামফ্রন্টের নবান্ন অভিযান কিংবা কিছুদিন আগে BJP-র লালবাজার অভিযান - অভিযোগ উঠেছে, বিক্ষোভকারীদের তরফে ইট ছোড়া হয়েছে পুলিশের দিকে। তবে কোনও ক্ষেত্রেই পুলিশের গুরুতর আঘাত লাগেনি । কারণ, হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেটের ব্যবহার । লালবাজারের এক পুলিশকর্তা এ প্রসঙ্গে বলছিলেন, “ সাধারণ বিক্ষোভেও আমাদের পুলিশকর্মীরা হেলমেট পরে । মব থাকলেই হেলমেট পরে ঘটনাস্থানে যাওয়া হয়।"

সম্প্রতি ভাটপাড়া সহ বিভিন্ন জায়গায় গন্ডগোল সামলাতে গিয়ে জখম হয়েছেন পুলিশকর্মীরা। সূত্র জানাচ্ছে, এ নিয়ে রীতিমতো প্রশ্ন ওঠে নবান্নের অন্দরে। বিষয়টি নজরে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপরই নির্দেশ জারি করা হয় নবান্নের তরফে। ADG (আইনশৃঙ্খলা)-র তরফে বলা হয় রাজ্যের সমস্ত জেলার সাধারণ পুলিশকর্মীদের পাশাপাশি ইনচার্জকেও পরতে হবে হেলমেট।

কলকাতা, 11 জুলাই: কলকাতা পুলিশ পেরেছে। রাজ্য পুলিশ এখনও পারেনি। এমন কি কমিশনারেটগুলোও নয়। রাজ্যের নানা জায়গায় সাম্প্রতিক গোলমালে জখম হতে হয়েছে একাধিক পুলিশকর্মীকে। কারও কারও আবার আঘাত লেগেছে মাথায় । তারই জেরে নবান্নের তরফে এবার জারি করা হলো কড়া নির্দেশিকা।

কলকাতা পুলিশের নির্দেশিকা ছিল বহু আগে থেকেই। বামফ্রন্টের নবান্ন অভিযান কিংবা কিছুদিন আগে BJP-র লালবাজার অভিযান - অভিযোগ উঠেছে, বিক্ষোভকারীদের তরফে ইট ছোড়া হয়েছে পুলিশের দিকে। তবে কোনও ক্ষেত্রেই পুলিশের গুরুতর আঘাত লাগেনি । কারণ, হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেটের ব্যবহার । লালবাজারের এক পুলিশকর্তা এ প্রসঙ্গে বলছিলেন, “ সাধারণ বিক্ষোভেও আমাদের পুলিশকর্মীরা হেলমেট পরে । মব থাকলেই হেলমেট পরে ঘটনাস্থানে যাওয়া হয়।"

সম্প্রতি ভাটপাড়া সহ বিভিন্ন জায়গায় গন্ডগোল সামলাতে গিয়ে জখম হয়েছেন পুলিশকর্মীরা। সূত্র জানাচ্ছে, এ নিয়ে রীতিমতো প্রশ্ন ওঠে নবান্নের অন্দরে। বিষয়টি নজরে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপরই নির্দেশ জারি করা হয় নবান্নের তরফে। ADG (আইনশৃঙ্খলা)-র তরফে বলা হয় রাজ্যের সমস্ত জেলার সাধারণ পুলিশকর্মীদের পাশাপাশি ইনচার্জকেও পরতে হবে হেলমেট।

Intro:কলকাতা, ১১ জুলাই: কলকাতা পুলিশ পেরেছে। রাজ্য পুলিশ এখনও পারেনি। এমন কি কমিশনাররেট গুলোও নয়। একাই রাজ্যের নানা প্রান্তে সাম্প্রতিক গোলমালে আহত হতে হয়েছে বেশ কয়েকজন পুলিশকর্মীকে। কারও কারও আবার আঘাত লেগেছে মাথায়। তারই জেরে নবান্নের তরফে এবার জারি করা হলো কড়া নির্দেশিকা।
Body:কলকাতা পুলিশের নির্দেশিকা ছিল বহু আগে থেকেই। বামফ্রন্টের নবান্ন অভিযান কিংবা সাম্প্রতিক বিজেপির লালবাজার অভিযান। অভিযোগ উঠেছে, বিক্ষোভকারীদের তরফে ইট ছোঁড়া হয়েছে পুলিশের দিকে। তবে কোন ক্ষেত্রেই পুলিশের গুরুতর আঘাত লাগেনি। কারণ, হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেটের ব্যবহার। লালবাজারের এক পুলিশকর্তা এ প্রসঙ্গে বলছিলেন, “ দেখেন না ষ, সাধারণ বিক্ষোভেও আমাদের পুলিশকর্মীরা হেলমেট পরে। মব থাকলেই হেলমেট পরে ঘটনাস্থানে যাওয়া হয়।"
Conclusion:ভাটপাড়া সহ বিভিন্ন জায়গায় গন্ডগোল সামলাতে আহত হয়েছেন পুলিশ কর্মীরা। সূত্র জানাচ্ছে, এ নিয়ে রীতিমতো প্রশ্ন ওঠে নবান্নের অন্দরে। বিষয়টি নজরে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপরই নির্দেশ জারি করা হয় নবান্নের তরফে। বলা ভালো, ADG LO র তরফে। সাধারণ পুলিশ কর্মীদের সঙ্গে ইনচার্জ কেও পড়তে হবে হেলমেট।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.