কলকাতা, 11 জুলাই: কলকাতা পুলিশ পেরেছে। রাজ্য পুলিশ এখনও পারেনি। এমন কি কমিশনারেটগুলোও নয়। রাজ্যের নানা জায়গায় সাম্প্রতিক গোলমালে জখম হতে হয়েছে একাধিক পুলিশকর্মীকে। কারও কারও আবার আঘাত লেগেছে মাথায় । তারই জেরে নবান্নের তরফে এবার জারি করা হলো কড়া নির্দেশিকা।
কলকাতা পুলিশের নির্দেশিকা ছিল বহু আগে থেকেই। বামফ্রন্টের নবান্ন অভিযান কিংবা কিছুদিন আগে BJP-র লালবাজার অভিযান - অভিযোগ উঠেছে, বিক্ষোভকারীদের তরফে ইট ছোড়া হয়েছে পুলিশের দিকে। তবে কোনও ক্ষেত্রেই পুলিশের গুরুতর আঘাত লাগেনি । কারণ, হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেটের ব্যবহার । লালবাজারের এক পুলিশকর্তা এ প্রসঙ্গে বলছিলেন, “ সাধারণ বিক্ষোভেও আমাদের পুলিশকর্মীরা হেলমেট পরে । মব থাকলেই হেলমেট পরে ঘটনাস্থানে যাওয়া হয়।"
সম্প্রতি ভাটপাড়া সহ বিভিন্ন জায়গায় গন্ডগোল সামলাতে গিয়ে জখম হয়েছেন পুলিশকর্মীরা। সূত্র জানাচ্ছে, এ নিয়ে রীতিমতো প্রশ্ন ওঠে নবান্নের অন্দরে। বিষয়টি নজরে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপরই নির্দেশ জারি করা হয় নবান্নের তরফে। ADG (আইনশৃঙ্খলা)-র তরফে বলা হয় রাজ্যের সমস্ত জেলার সাধারণ পুলিশকর্মীদের পাশাপাশি ইনচার্জকেও পরতে হবে হেলমেট।