ETV Bharat / state

21-র ভিড় টানছে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা - শহিদ দিবস

21 জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে কলকাতা এসে ভিক্টোরিয়া, চিড়িয়াখানায় ঘুরে নিচ্ছেন তৃণমল কংগ্রেস কর্মী-সমর্থকরা ৷

ভিক্টোরিয়া
author img

By

Published : Jul 21, 2019, 12:31 PM IST

Updated : Jul 21, 2019, 5:03 PM IST

কলকাতা, 21 জুলাই : কেউ এসেছেন বর্ধমান থেকে ৷ কেউ বা বাঁকুড়া থেকে ৷ গন্তব্য 21 জুলাইয়ের সমাবেশ ৷ কিন্তু, খুব জরুরি কাজ ছাড়া কলকাতায় আসা হয় না ৷ তাই ঘুরে দেখার সময়ও পান না ৷ আর তাই কলকাতায় ঘোরার সুযোগ হাতছাড়া করতে রাজি নন তৃণমল কংগ্রেস কর্মী-সমর্থকরা ৷ অনেকেই দল বেঁধে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা গেছেন ৷ এদিকে আজ সকালে তৃণমূলের তরফে ঘোষণা করা হয় রবিবার হওয়াতে চিড়িয়াখানা বন্ধ । তাই ওদিকে কেউ যাবেন না । যদিও যথারীতি আজ চিড়িয়াখানা খোলা । আমাদের প্রতিনিধি চিড়িয়াখানা গিয়ে দেখেন সকাল থেকেই সেখানে লম্বা লাইন ৷

TMC
ভিক্টোরিয়ার টিকিট কাউন্টারের সামনে লাইন

গতরাত থেকেই দূর-দূরান্তের তৃণমল কর্মী-সমর্থকরা কলকাতায় এসেছেন ৷ ছিলেন সল্টলেকের সেন্ট্রাল পার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম ,আলিপুরে ৷ আর আজ সকাল হতেই অনেকেই খাওয়া-দাওয়া সেরে সাত তাড়াতাড়ি বেরিয়েছেন । লক্ষ্য, সভায় যোগ দেওয়ার আগে কলকাতায় দর্শনীয় স্থানে ঘুরে নেওয়া ৷ এরকম একজন বর্ধমানের সুমিত্রা বাগ ৷ ভিক্টোরিয়া ঘোরার পর বললেন, "এখন একটু ঘুরে নিচ্ছি ৷" একই বক্তব্য খড়গপুরের কল্পনা পাত্রর ।

দেখুন ভিডিয়ো

বাঁকুড়া থেকে দল বেঁধে এসেছেন হারাধন উপাধ্যায়, অলোক পান্ডে, পুতুল দুবেরা ৷ পুরো পরিকল্পনা করেই এসেছেন ৷ তাঁদের কথায়, "প্রথমে ভিক্টোরিয়ায় এসেছি ৷ তারপর সমাবেশে যাব ৷ দুপুর আড়াইটের সময় চিড়িয়াখানায় যাব আমরা ৷ সেখান থেকে বাড়ি ফিরে যাব ৷" বাঁকুড়রই পুতুল চট্টোপাধ্যায়ের বক্তব্য, "ইতিমধ্যেই ইডেন গার্ডেনস ঘুরে এসেছি ৷ এখন ভিক্টোরিয়া এসেছি ৷ তারপর ভারতীয় জাদুঘর দেখে সমাবেশে যাব ৷ "

কলকাতা, 21 জুলাই : কেউ এসেছেন বর্ধমান থেকে ৷ কেউ বা বাঁকুড়া থেকে ৷ গন্তব্য 21 জুলাইয়ের সমাবেশ ৷ কিন্তু, খুব জরুরি কাজ ছাড়া কলকাতায় আসা হয় না ৷ তাই ঘুরে দেখার সময়ও পান না ৷ আর তাই কলকাতায় ঘোরার সুযোগ হাতছাড়া করতে রাজি নন তৃণমল কংগ্রেস কর্মী-সমর্থকরা ৷ অনেকেই দল বেঁধে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা গেছেন ৷ এদিকে আজ সকালে তৃণমূলের তরফে ঘোষণা করা হয় রবিবার হওয়াতে চিড়িয়াখানা বন্ধ । তাই ওদিকে কেউ যাবেন না । যদিও যথারীতি আজ চিড়িয়াখানা খোলা । আমাদের প্রতিনিধি চিড়িয়াখানা গিয়ে দেখেন সকাল থেকেই সেখানে লম্বা লাইন ৷

TMC
ভিক্টোরিয়ার টিকিট কাউন্টারের সামনে লাইন

গতরাত থেকেই দূর-দূরান্তের তৃণমল কর্মী-সমর্থকরা কলকাতায় এসেছেন ৷ ছিলেন সল্টলেকের সেন্ট্রাল পার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম ,আলিপুরে ৷ আর আজ সকাল হতেই অনেকেই খাওয়া-দাওয়া সেরে সাত তাড়াতাড়ি বেরিয়েছেন । লক্ষ্য, সভায় যোগ দেওয়ার আগে কলকাতায় দর্শনীয় স্থানে ঘুরে নেওয়া ৷ এরকম একজন বর্ধমানের সুমিত্রা বাগ ৷ ভিক্টোরিয়া ঘোরার পর বললেন, "এখন একটু ঘুরে নিচ্ছি ৷" একই বক্তব্য খড়গপুরের কল্পনা পাত্রর ।

দেখুন ভিডিয়ো

বাঁকুড়া থেকে দল বেঁধে এসেছেন হারাধন উপাধ্যায়, অলোক পান্ডে, পুতুল দুবেরা ৷ পুরো পরিকল্পনা করেই এসেছেন ৷ তাঁদের কথায়, "প্রথমে ভিক্টোরিয়ায় এসেছি ৷ তারপর সমাবেশে যাব ৷ দুপুর আড়াইটের সময় চিড়িয়াখানায় যাব আমরা ৷ সেখান থেকে বাড়ি ফিরে যাব ৷" বাঁকুড়রই পুতুল চট্টোপাধ্যায়ের বক্তব্য, "ইতিমধ্যেই ইডেন গার্ডেনস ঘুরে এসেছি ৷ এখন ভিক্টোরিয়া এসেছি ৷ তারপর ভারতীয় জাদুঘর দেখে সমাবেশে যাব ৷ "

Intro:কলকাতা, 21 জুলাই: আজ শহিদ সমাবেশ। বিভিন্ন জেলা থেকে তৃণমূল সমর্থকরা ভিড় জমিয়েছে কলকাতায়। শহিদ সমাবেশ করার আগেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভিড় জমিয়েছে মানুষজন। ভিক্টোরিয়ার পরে কারো ইচ্ছা আলিপুর চিড়িয়াখানা যাওয়া, কারো মিউজিয়াম। শহিদ সমাবেশকে অপেক্ষা না করে মমতাদির মিটিং-এ যাবেন বলেন জানাচ্ছেন তাঁরা। দিনের কোনো এক সময় তাঁরা হয়তো পৌঁছাবেন ধর্মতলায়।


Body:ঢ


Conclusion:
Last Updated : Jul 21, 2019, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.