ETV Bharat / state

ওয়েব সিরিজ়ে মোদির বায়োপিক, কমিশনে অভিযোগ তৃণমূলের

ওয়েব সিরিজ়ে চলছে মোদির বায়োপিক। তা নিয়ে কমিশনে অভিযোগ তৃণমূলের

author img

By

Published : Apr 13, 2019, 1:48 PM IST

মোদির বায়োপিক

কলকাতা, ১৩ এপ্রিল : লোকসভা ভোট চলাকালীন নরেন্দ্র মোদির বায়োপিক মুক্তি পাবে না। নির্বাচন কমিশন এই নির্দেশ দিয়েছে। কিন্তু, অভিযোগ, একটি বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার সংস্থার অ্যাপের মাধ্যমে ওয়েব সিরিজে ছবিটি দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগপত্রটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে দিল্লিতে নির্বাচন কমিশনের সদনে পাঠানো হয়েছে।

প্রথম দফার লোকসভা ভোট শুরুর আগে নরেন্দ্র মোদির বায়োপিকের মুক্তি নিয়ে বিরোধীরা সরব হয়। তাদের দাবি, ছবিটি ভোটারদের প্রভাবিত করতে পারে। তা নিয়ে সুপ্রিম কোর্টে এক ব্যক্তি আবেদন করেন। যদিও শীর্ষ আদালত জানায়, ছবি মুক্তির বিষয়টি নির্বাচন কমিশন নির্ধারণ করবে। তারপর বুধবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন নির্দেশ দেয়, লোকসভা ভোটের সাত দফা শেষ হওয়ার আগে সিনেমাটি মুক্তি পাবে না। অর্থাৎ ১৯ মে'র পর সিনেমাটি রিলিজ় করা যাবে। কারণ হিসেবে বলা হয়, সিনেমাটি মুক্তি পেলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হতে পারে।

Election Commission
অভিযোগপত্র

কমিশনের নির্দেশ সত্ত্বেও একটি বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থার ওয়েব সিরিজ়ের অ্যাপে মোট পাঁচটি পর্বে সিনেমাটি দেখানো হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু কমিশনে অভিযোগ জানান। তাঁর বক্তব্য, "এই ওয়েব সিরিজ় প্রধানমন্ত্রী পদপ্রার্থীর একটি সারোগেট বিজ্ঞাপন। আর তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে।"

Election Commission
অভিযোগপত্র

কলকাতা, ১৩ এপ্রিল : লোকসভা ভোট চলাকালীন নরেন্দ্র মোদির বায়োপিক মুক্তি পাবে না। নির্বাচন কমিশন এই নির্দেশ দিয়েছে। কিন্তু, অভিযোগ, একটি বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার সংস্থার অ্যাপের মাধ্যমে ওয়েব সিরিজে ছবিটি দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগপত্রটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে দিল্লিতে নির্বাচন কমিশনের সদনে পাঠানো হয়েছে।

প্রথম দফার লোকসভা ভোট শুরুর আগে নরেন্দ্র মোদির বায়োপিকের মুক্তি নিয়ে বিরোধীরা সরব হয়। তাদের দাবি, ছবিটি ভোটারদের প্রভাবিত করতে পারে। তা নিয়ে সুপ্রিম কোর্টে এক ব্যক্তি আবেদন করেন। যদিও শীর্ষ আদালত জানায়, ছবি মুক্তির বিষয়টি নির্বাচন কমিশন নির্ধারণ করবে। তারপর বুধবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন নির্দেশ দেয়, লোকসভা ভোটের সাত দফা শেষ হওয়ার আগে সিনেমাটি মুক্তি পাবে না। অর্থাৎ ১৯ মে'র পর সিনেমাটি রিলিজ় করা যাবে। কারণ হিসেবে বলা হয়, সিনেমাটি মুক্তি পেলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হতে পারে।

Election Commission
অভিযোগপত্র

কমিশনের নির্দেশ সত্ত্বেও একটি বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থার ওয়েব সিরিজ়ের অ্যাপে মোট পাঁচটি পর্বে সিনেমাটি দেখানো হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু কমিশনে অভিযোগ জানান। তাঁর বক্তব্য, "এই ওয়েব সিরিজ় প্রধানমন্ত্রী পদপ্রার্থীর একটি সারোগেট বিজ্ঞাপন। আর তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে।"

Election Commission
অভিযোগপত্র
Intro:কলকাতা, ১৩ এপ্রিল: নির্বাচন কমিশনের নির্দেশ, লোকসভা নির্বাচন চলাকালীন মুক্তি পাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছে ছবির নির্মাতারা। তাতেই অবশ্য থেমে থাকেনি তারা। ছবিটি দেখানো হচ্ছে ওয়েব সিরিজ হিসেবে। জিও সিনেমায় রমরমিয়ে চলছে নরেন্দ্র মোদির বায়োপিক। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ জানিয়েছে তৃণমূল। সেই অভিযোগ দিল্লির নির্বাচন সদনের নজরে আনছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। নির্বাচন সদনের নির্দেশ মোতাবেক এক্ষেত্রে নেওয়া হবে ব্যবস্থা।
Body:মোদি জার্নি অফ এ কমন ম্যান”। ছবিটির টাইটেল এটাই। গত 10 এপ্রিল নির্বাচন সদন জানিয়ে দেয় নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বাকি রাজনৈতিক ব্যক্তিত্বদের বায়োপিক দেখানো যাবে না। বায়োপিকগুলির জেরে মডেল কোড অফ কন্ডাক্টের লঙ্ঘন হতে পারে। এক্ষেত্রে মোদির বায়োপিক ছাড়াও আরও দুটি বায়োপিকের স্ক্রিনিং বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী NTR-র বায়োপিক 'লক্ষ্মী NTR' ও KCR-র বায়োপিক 'উদয়ামা সিমহাম'-ও এই তালিকায় আছে।
Conclusion:কমিশনের নির্দেশ সত্ত্বেও জিও সিনেমায় পাঁচটি ভাগে ওয়েব সিরিজ হিসেবে দেখানো হচ্ছে ছবিটি। এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। তার অভিযোগ, এই ওয়েব সিরিজ প্রধানমন্ত্রী পদপ্রার্থী “সারোগেট" বিজ্ঞাপন। যা MCMC র অনুমোদন নেওয়ার প্রয়োজন ছিল। এই ওয়েব সিরিজ নির্বাচনী আচরণবিধি লংঘন করছে। সঞ্জয় বসুর এই অভিযোগ মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচন সদনে। মুখ্য নির্বাচন আধিকারিক এর দপ্তরের এক কর্তখ জানাচ্ছেন, এ বিষয়ে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক কাজ করা হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.