মমতা বলেন, সবাইকে বলছি 15 মিনিট আগে জল খাবেন না ৷ জল তেষ্টা পেলেও খাবেন না ৷ মমতা বলেন, আমার সব কর্মীদের বলছি, আই স্যালিউট ইউ ৷
কাটমানির আগে 15 লাখ ব্ল্যাকমানি ফিরিয়ে দাও : মমতা - Politics
15:07 July 21
লোকসভা ভোটের বিপর্যয়ের পর তৃণমূল কংগ্রেসের কাছে প্রথম লড় পরীক্ষা ছিল 21 জুলাইয়ের সমাবেশ ৷ আজ সেই সভা থেকে দলের সংগঠনকে চাঙ্গা করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি, 2021 সালের বিধানসভা নির্বাচনে তাঁর নিশানায় যে BJP থাকছে, তা পরিষ্কার করে দেন মমতা ৷ BJP-র বিরুদ্ধে একের পর পর তোপ দাগেন ৷ BJP-র কাটমানির স্লোগানের পরিবর্তে ব্ল্যাকমানি ফেরতের স্লোগান তোলেন মমতা ৷
15:07 July 21
মমতা বলেন, ব্ল্যাকমানি ফিরিয়ে দাও, নোটবাতিলের কাটমানি ফিরিয়ে দাও, উজালার কাটমানি ফিরিয়ে দাও
15:07 July 21
মমতা বলেন, সূর্য আমার মাথায় উপর পড়ছে আমায় তেজ দিচ্ছে, যাতে আপনাদের কাছে সেটা যায় ৷ একেবারে ডিরেক্ট ট্রান্সফার ৷
15:07 July 21
মমতা বলেন, এখানে রাজস্থান, উত্তরপ্রদেশের অনেকে রয়েছে ৷ বলুন তো, আপনাদের একদিনও সমস্যায় পড়েছেন ?
14:16 July 21
মমতা বলেন, একদিকে গদ্দাররা আপনাদের গদ্দারে পরিণত করবেন ৷ 2 কোটি দিলে যাবেন, পেট্রল পাম্প দিলে যাবেন ৷ ওসব টাকা পাপের টাকা ৷ হর্স ট্রেডিং নিপাত যাক ৷
14:15 July 21
মমতা বলেন, রবীন্দ্রনাথের ভাষায় বলতে হবে, আমরা ভয়ে মরব না ৷ ভালো করে ব্লক, বুথ, জেলাকে তৈরি করুন ৷
14:14 July 21
মমতা বলেন, কেউ কেউ আমার মৃত্যু কামনা করেন, আমি ভয় পাই না ৷ আমি কাফনের অপেক্ষা করি ৷ যেদিন হবে হাসতে হাসতে চলে যাব ৷ আমাকে ধমকে নেবে বলে, কোনও লাভ নেই ৷ আমি মরে গেলেও যাব না ৷
14:12 July 21
মমতা বলেন, যাঁরা ভুল বুঝেছেন, তাঁদের বোঝান ৷
14:12 July 21
মমতা বলেন, 123 শতাংশ DA দিয়েছি ৷ 50 হাজার কোটি টাকা দেনা নিয়েও বাংলা এক নম্বরে ৷
14:11 July 21
মমতা বলেন, আমরা ধিকধিক করছিলাম , আমরা নিভিনি ৷ কয়েকটি সংবাদমাধ্যম কয়েকটি সিট নিয়ে কুৎসা করছে ৷ বলছে, তৃণমূলের গোষ্ঠীকোন্দল ৷
14:11 July 21
মমতা বলেন, এই অঝোর বর্ষার মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেস মিটিং করতে পারেন ৷ আজ যেখানে আটকেছে , সেখানে কাল প্রতিবাদ মিছিল হবেন ৷ আমরা ট্রেন ভাড়া করিনি ৷ অনেক জায়গায় গাড়ি আটকানো হয়েছে ৷ তাও সভায় এসেছেন আপনারা ৷
14:05 July 21
দলীয় কর্মীদের উদ্দেশ্য মমতা বলেন, ভালো বামপন্থী থাকলে তাঁকে আহ্বান জানাবেন ৷ ভালো কংগ্রেস কর্মী থাকলে তাঁকে আহ্বান জানাবেন ৷
14:04 July 21
মমতা বলেন, যারা বেইমানি করেছে, তাদের চিহ্নিত করে রাখুন, যারা টাকা দিয়ে ভোট করেছে তাদের চিহ্নিত করে রাখুন ৷ এরা আমাদের লোক নয় ৷
14:04 July 21
মমতা বলেন, সংখ্যালঘু সেল, যুব তৃণমূল কংগ্রেস সহ সব সংগঠনের প্রতিনিধি রয়েছেন, সবাই মিলে একসঙ্গে কাজ করা হবে ৷
14:04 July 21
মমতা বলেন, আজ 21 জুলাই খুব বড় হয়েছে ৷ অনেক ময়দানে বসেও ভাষণ শুনছেন ৷
14:04 July 21
14:02 July 21
মমতা বলেন, LPG-র নামে কত টাকা নিয়েছে , বলুন ৷ আমার কাছে নথি রয়েছে ৷ খাপটা খুলি ৷ চোরের মায়ের বড় গলা ৷ কী উজালা বের করব ৷ উত্তরপ্রদেশে মারা গেলে বলছে এনকাউন্টার ৷ আর বাংলায় কেউ ব্যক্তিগত শত্রুতায় মারা গেলেও রাজনৈতিক কারণ বলছে ৷ আর বাংলায় তিনজন মারা গেলে সংসদে বলছেন 30 জন ৷ মিথ্যা কথা ৷
14:01 July 21
মমতা বলেন, এলাকায় বেরোন, ঘরে বসে রাজনীতি হয় না ৷ একটু বেরোন ৷ পথই পথ আমাদের দেখায় ৷ পথ দিয়ে যেতে যেতে আমরা বুঝিয়ে দেব ৷ তোমরা পাঁচ বছর টিকবে না ৷ 2 বছর থাকবে কি না সন্দেহ আছে ৷ সরকার চালাতে পারবে না ৷তুমি আমার
14:01 July 21
মমতা বলেন, আমাকে CBI, ED অ্যারেস্ট করলেও BJP-তে যাব না ৷
14:00 July 21
মমতা বলেন, 10 বছর ছাড়া ছাড়া রিভিউ বলছ ৷ আর বলছ, জাতীয় দলের তকমা কেড়ে নেব ৷ দরকার নেই তোর জাতীয় দলের তকমার ৷ আমি আঞ্চলিক দলকে ইন্টারন্যাশানাল স্টেটাস দিয়েছি ৷
13:59 July 21
পাশাপাশি, আগামীদিনে দলের কর্মসূচিও বলেন মমতা ৷ তিনি বলেন, 14 অগাস্ট ফ্রিডম অ্যাট মিডনাইট হবে ৷ 15 অগাস্ট ব্লকে ব্লকে রাখীবন্ধন হবে ৷ বাংলার আর এক নাম সম্প্রীতি ৷ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস ৷ শিক্ষক-শিক্ষিকারা আমাদের গর্ব ৷ তাঁদের প্রতিটি এলাকায় সম্মান জানিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন ৷ 26 সেপ্টেম্বর বিদ্যাসাগরের বাড়ি যাব ৷ 2 অক্টোবর গান্ধিজির জন্মদিনে আপনারা প্রোগাম দিয়ে দেব ৷
13:58 July 21
মমতা বলেন, 29 তারিখ আমি আপনাদের কর্মসূচি দেব ৷ 294 টি বিধানসভাতেই বুথস্তর পর্যন্ত যেতে হবে ৷
13:57 July 21
মমতা বলেন, বুথকর্মীরাই তৃণমূল ৷ বুথকর্মীরা না থাকলে দল চলে না ৷ আপনারা সাংসদ, কাউন্সিলর, বিধায়ক হতে পারেন না ৷ কিন্তু, আপনারই দলের শক্তি ৷ আমার বুথকর্মী ছাড়া দল হয় না ৷ রুখে দাঁড়ান ৷
13:57 July 21
মমতা বলেন, এরপর তৃণমূলের কারও বাড়িতে গিয়ে হামলা করে, প্রশাসন ব্যবস্থা নেব ৷ আমি বলছি না, আপনারাও হামলা করবেন ৷ আইন-শৃঙ্খলা হাতে তুলে নেবেন না ৷
13:56 July 21
মমতা বলেন, আমি সবকিছু সহ্য করতে পারি, বাংলা মায়ের অপমান সহ্য করতে পারি না ৷
13:55 July 21
মমতা বলেন, BJP-র নেতারা আমাদের কর্মীকে বাস থকে টেনে নামিয়ে মারধোর করেছে। তৈরি থাকুন,আমাদের লোকেরাও যদি একই পদ্ধতিতে আপনাদের সঙ্গে আচরণ করে, রুখতে পারবেন তো? গত ২৬ বছর ধরে আমরা আমাদের এই অনুষ্ঠান পালন করে আসছি ।
13:55 July 21
মমতা বলেন, কল ড্রপ হচ্ছে কেন জানেন ৷ একটি একটি করতে করতে কল ড্রপ করে লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছে ৷ এটা বড় দুর্নীতি ৷
13:54 July 21
মমতা বলেন, এখানে যারা ফিল্মের রয়েছেন, তাঁদের জিজ্ঞাসা করুন, কী অবস্থা হয়েছিল টেকনিশিয়ান স্টুডিয়োর । তাঁদের স্বাস্থ্যসাথি প্রকল্পের অধীনে আনা হয়েছে ৷
13:53 July 21
মমতা বলেন, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব ৷ বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, আম্বেডকরের গায়ে হাত দিতে দেব না ৷ বাংলার বদনাম করতে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল ৷ বিদ্যাসাগর, রবীন্দ্রনাথের গায়ে হাত দিলে আমরা ডেঞ্জার লেভেল পার করব ৷
13:53 July 21
মমতা বলেন, দেউচাতে এক লাখ কর্মসংস্থান হবে ৷ 80 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে ।
13:53 July 21
মমতা বলেন, এই যে অঞ্জনা যোগ দিল, সে কবার যোগ দিয়েছে? তিনবার যোগ দিয়েছে লোক না থাকলে আমার কাছে লোক চা, আমি ধার দিয়ে দেব ৷ ওই যে উত্তরবঙ্গের অরূপ গেছিল, তাঁকে জিজ্ঞাসা করলাম কত টাকা নিয়েছিল? 2 কোটি টাকা, পেট্রল পাম্প দিয়ে দলে নিতে চেয়েছিল BJP ৷
13:53 July 21
মমতা বলেন, আগে বলত, খেলো ইন্ডিয়া, এখন বলছে বেচো ইন্ডিয়া ৷
13:52 July 21
মমতা বলেন, মা কালী নয়, মা দুর্গা নয়, গণপতি নয়, ওদের দেবতা আমাদের উপর চাপিয়ে দেব ৷ বিবেকানন্দকে কতক্ষণ সম্মান জানাও ? বিবেকানন্দ, মা সারদা, সিস্টার নিবেদিতার বাড়ি অধিগ্রহণ আমাদের সরকার করেছে । আমরা বীরসা মুন্ডা, মৌলানা কালাম বিশ্ববিদ্যালয় করেছি । শুধু মিথ্যা বলে যাবে ।
13:52 July 21
মমতা বলেন, 2019 সালের নির্বাচন নট হিস্টরি, ইটজ এ মিস্টরি । কী করে হয়ে গেল জানি না । তাই তো বলছি, EVM নয়, ব্যালট ফিরিয়ে দিন ৷ অ্যামেরিকা, UK, ফ্রান্সে ব্যালটে ভোট হয় ৷ আমরা নির্বাচন কমিশনকে বলব রাজ্যের প্রত্যেকটি নির্বাচন যেন ব্যালটে হয় ৷
13:51 July 21
মমতা বলেন, আমরা বদলা নয়, বদল চাই । 18 টি আসন জিতে এত চিৎকার করছে ওরা । 2009 সালে আমরা 26 টি আসন পেয়েছিলাম, কিন্তু আমরা কোন পার্টি অফিস দখল করিনি, আমাদের কাজের জন্য মানুষ আমাদের আমাদের জিতিয়েছে ৷
13:41 July 21
মমতা বলেন, কর্নাটক ভাঙতে হবে হর্স ট্রেডিং করে ৷ রাজস্থান ভাঙতে হবে ৷ মধ্যপ্রদেশ ভাঙতে হবে ৷ সব ভাঙতে ভাঙতে নিজের কোমরটাও ভেঙে যাবে ৷ উঠতে পারবে না ৷
13:36 July 21
মমতা বলেন, পশ্চিমবঙ্গে বিধানসভা ভালো চলছে এটা বিরোধীদের কৃতিত্ব, তোমাদের কৃতিত্ব নয় ৷ রাজীব গান্ধি 400 আসন পেয়ে ক্ষমতায় এসেছিলেন ৷ তিনি ভালো করে সংসদ চালাতে পারেননি ৷
13:36 July 21
মমতা বলেন, BJP-র সঙ্গে যোগাযোগ না করলে সুদীপ বন্দ্যোপাধ্যায় হতে হবে ৷ আমার কাছে লিখিত নথি রয়েছে, তাকে বলা হয়েছে একজন প্রভাবিত রাজনীতিবিদের নাম বলুন ৷
13:36 July 21
মমতা বলেন, তৃণমূল কংগ্রেস গরিবের দল ৷ তাই তাকে টিকটিকিতেও মারে ৷ আর বড়লোকের দলকে প্লেনেও ধাক্কা মারে না ৷
13:36 July 21
মমতা বলেন, কতগুলি চিংড়ি, ল্যাটা মাছ বলছে কাটমানি ফিরিয়ে দাও ৷ আমিও বলছি, ব্ল্যাকমানি ফিরিয়ে দাও ৷ পাঁচতারা পার্টি অফিস ৷ ব্ল্যাকমানি ফিরিয়ে দাও, কাটমানি ফিরিয়ে দাও ৷ প্রতিটি অঞ্চলে, বুথ অফিসে মিটিং-মিছিল করবেন ৷ পুরুলিয়ায় জমি বিক্রি করে টাকা দিয়েছে BJP ৷ আমি সব পার্টিকে বলছি, দুর্নীতি নয় ৷
13:35 July 21
মমতা বলেন, চোরেদের সর্দার, ডাকাতদের সর্দার বলছে না কি কাটমানি ফিরিয়ে দাও ৷ আগে 15 লাখ টাকা ব্ল্যাকমানি ফিরিয়ে দাও ৷ ভোটের সময় কত টাকা নিয়েছ ? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও ।
13:34 July 21
মমতা বলেন, আমরা 29 জুলাই বড় প্রোগাম চালু করব ৷ জনসংযোগ কর্মসূচিকে একেবারে বুথস্তর পর্যন্ত নিয়ে যাব ৷ তৃণমূল কংগ্রেস উন্নত চরিত্র গঠন করুক ৷
13:34 July 21
মমতা বলেন, হিন্দু-মুসলমান বিভাজন করছে । উত্তরপ্রদেশ 10 জনকে খুন করেছেন । উত্তরপ্রদেশ,অসমে আমাদের প্রতিনিধিদলকে ঢুকতে দেয়নি ৷ ত্রিপুরায় 85 শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ৷ তখন সংবাদমাধ্য একটুখানি খবর প্রকাশ করেছে ৷ আর আমাদের পঞ্চায়েতে একটু হতেই কত বলল সংবাদমাধ্যম ৷ তৃণমূল করলে এক পাতা, অন্য দল করলে নেই কোনও পাতা ৷
13:12 July 21
মমতা বলেন, যারা কেন্দ্রীয় সরকারের সমান মাইনে চান, তারা কেন্দ্রীয় সরকারে চলে যান ।
13:11 July 21
মমতা বলেন, কেশপুরে কে ঝামেলা করছে, CPIM হার্মাদরা । সবকটা এখন BJP । BJP সেজে সেখানে শেলটার নিয়েছে । BJP-র কোনও ক্ষমতা নেই । কখঘনও কংগ্রেসের দিকে উঁকি মারে ।
12:56 July 21
মমতা বলেন, আমি জানি, তৃণমূলের প্রতি অনেকের ক্ষোভ রয়েছে । কেন জানেন এটা প্রান্তিক চাষি, শ্রমিক, গ্রাম থেকে আসা কালো কালো চেহারার মানুষের দল ।
12:49 July 21
মমতা বলেন, আপনাদের নেতা বিবৃতি দিয়ে বলছেন, আমাদের নেতাদের গাড়ি থেকে টেনে নামাবেন ৷ BJP নেতাদের বলছি তৈরি থাকুন, আগামীদিনে মিটিং-মিছিল করবেন না ৷ এর জবাব তৃণমূল দিলে পারবেন তো ! মানুষ দিলে পারবেন না ৷ এই তো উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কা গান্ধি গেলেন ৷ তাঁকে ঢুকতে দেননি ৷
12:48 July 21
মমতা বলেন, EVM প্রতারণা করে, চিটিং করে, কোটি কোটি টাকা খরচ করে ভোট করে ৷ কটা আসন জিতে এত বলছে ৷ এখনও মেজরিটি তো আমাদের ৷ আমাদের পার্টি অফিস দখল করার চেষ্টা করছে ৷ আজও গুড়াপে বাস থেকে টেনে নামিয়েছে ৷
12:48 July 21
মমতা বলেন, ঘুঁটে পোড়ে, গোবর হাসে ৷ মেঘ দেখে কেউ ভয় পাস না, আড়ালে তার সূর্য হাসে ৷ আজ দেখুন সূর্য তেজ দিচ্ছে ৷ কারণ সূর্ষ বলছে, আমি তোমাদের তেজ দিচ্ছি ৷ উঠে দাঁড়াও, লড়াই করো ৷
12:47 July 21
মমতা বলেন, কেউ সভাস্থান ছেড়ে যাবেন না ৷ 1টা 45 মিনিটের মধ্যে ছেড়ে দেব ৷ অনেক জায়গায় ট্রেন বন্ধ করে দিয়েছে ৷ তৃণমূল কর্মীদের আটকানো হচ্ছে ৷
12:41 July 21
বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "21 জুলাইয়ের শহিদ পরিবার, সিঙ্গুরের শহিদ পরিবার, নেতাইয়ের শহিদ পরিবার সবাই এসেছেন ৷ আমি আসতে আসতে দেখলাম, 2-3 লাখ লোক রেড রোড দাঁড়িয়ে রয়েছে ৷ তারা আসতে পারছে না ৷ মনে হচ্ছে যএন আর একটা ব্রিগেড হচ্ছে ৷"
12:35 July 21
সভাস্থানে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
12:33 July 21
সমাবেশে বক্তব্য রাখছেন অভিষেক বন্দোপাধ্যায় ৷ তিনি বলেন, "ব্যালটে ভোট হলে এরা ভোকাট্টা হয়ে যাচ্ছে ৷ "
12:13 July 21
শহিদ দিবস 21 জুলাইয়ের সমাবেশে বক্তব্য রাখছেন তৃণমূল কংগ্রেস নেতারা ৷ বক্তব্য রাখেন ফিরহাদ হাকিম, শিউলি সাহা ৷
15:07 July 21
লোকসভা ভোটের বিপর্যয়ের পর তৃণমূল কংগ্রেসের কাছে প্রথম লড় পরীক্ষা ছিল 21 জুলাইয়ের সমাবেশ ৷ আজ সেই সভা থেকে দলের সংগঠনকে চাঙ্গা করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি, 2021 সালের বিধানসভা নির্বাচনে তাঁর নিশানায় যে BJP থাকছে, তা পরিষ্কার করে দেন মমতা ৷ BJP-র বিরুদ্ধে একের পর পর তোপ দাগেন ৷ BJP-র কাটমানির স্লোগানের পরিবর্তে ব্ল্যাকমানি ফেরতের স্লোগান তোলেন মমতা ৷
মমতা বলেন, সবাইকে বলছি 15 মিনিট আগে জল খাবেন না ৷ জল তেষ্টা পেলেও খাবেন না ৷ মমতা বলেন, আমার সব কর্মীদের বলছি, আই স্যালিউট ইউ ৷
15:07 July 21
মমতা বলেন, ব্ল্যাকমানি ফিরিয়ে দাও, নোটবাতিলের কাটমানি ফিরিয়ে দাও, উজালার কাটমানি ফিরিয়ে দাও
15:07 July 21
মমতা বলেন, সূর্য আমার মাথায় উপর পড়ছে আমায় তেজ দিচ্ছে, যাতে আপনাদের কাছে সেটা যায় ৷ একেবারে ডিরেক্ট ট্রান্সফার ৷
15:07 July 21
মমতা বলেন, এখানে রাজস্থান, উত্তরপ্রদেশের অনেকে রয়েছে ৷ বলুন তো, আপনাদের একদিনও সমস্যায় পড়েছেন ?
14:16 July 21
মমতা বলেন, একদিকে গদ্দাররা আপনাদের গদ্দারে পরিণত করবেন ৷ 2 কোটি দিলে যাবেন, পেট্রল পাম্প দিলে যাবেন ৷ ওসব টাকা পাপের টাকা ৷ হর্স ট্রেডিং নিপাত যাক ৷
14:15 July 21
মমতা বলেন, রবীন্দ্রনাথের ভাষায় বলতে হবে, আমরা ভয়ে মরব না ৷ ভালো করে ব্লক, বুথ, জেলাকে তৈরি করুন ৷
14:14 July 21
মমতা বলেন, কেউ কেউ আমার মৃত্যু কামনা করেন, আমি ভয় পাই না ৷ আমি কাফনের অপেক্ষা করি ৷ যেদিন হবে হাসতে হাসতে চলে যাব ৷ আমাকে ধমকে নেবে বলে, কোনও লাভ নেই ৷ আমি মরে গেলেও যাব না ৷
14:12 July 21
মমতা বলেন, যাঁরা ভুল বুঝেছেন, তাঁদের বোঝান ৷
14:12 July 21
মমতা বলেন, 123 শতাংশ DA দিয়েছি ৷ 50 হাজার কোটি টাকা দেনা নিয়েও বাংলা এক নম্বরে ৷
14:11 July 21
মমতা বলেন, আমরা ধিকধিক করছিলাম , আমরা নিভিনি ৷ কয়েকটি সংবাদমাধ্যম কয়েকটি সিট নিয়ে কুৎসা করছে ৷ বলছে, তৃণমূলের গোষ্ঠীকোন্দল ৷
14:11 July 21
মমতা বলেন, এই অঝোর বর্ষার মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেস মিটিং করতে পারেন ৷ আজ যেখানে আটকেছে , সেখানে কাল প্রতিবাদ মিছিল হবেন ৷ আমরা ট্রেন ভাড়া করিনি ৷ অনেক জায়গায় গাড়ি আটকানো হয়েছে ৷ তাও সভায় এসেছেন আপনারা ৷
14:05 July 21
দলীয় কর্মীদের উদ্দেশ্য মমতা বলেন, ভালো বামপন্থী থাকলে তাঁকে আহ্বান জানাবেন ৷ ভালো কংগ্রেস কর্মী থাকলে তাঁকে আহ্বান জানাবেন ৷
14:04 July 21
মমতা বলেন, যারা বেইমানি করেছে, তাদের চিহ্নিত করে রাখুন, যারা টাকা দিয়ে ভোট করেছে তাদের চিহ্নিত করে রাখুন ৷ এরা আমাদের লোক নয় ৷
14:04 July 21
মমতা বলেন, সংখ্যালঘু সেল, যুব তৃণমূল কংগ্রেস সহ সব সংগঠনের প্রতিনিধি রয়েছেন, সবাই মিলে একসঙ্গে কাজ করা হবে ৷
14:04 July 21
মমতা বলেন, আজ 21 জুলাই খুব বড় হয়েছে ৷ অনেক ময়দানে বসেও ভাষণ শুনছেন ৷
14:04 July 21
14:02 July 21
মমতা বলেন, LPG-র নামে কত টাকা নিয়েছে , বলুন ৷ আমার কাছে নথি রয়েছে ৷ খাপটা খুলি ৷ চোরের মায়ের বড় গলা ৷ কী উজালা বের করব ৷ উত্তরপ্রদেশে মারা গেলে বলছে এনকাউন্টার ৷ আর বাংলায় কেউ ব্যক্তিগত শত্রুতায় মারা গেলেও রাজনৈতিক কারণ বলছে ৷ আর বাংলায় তিনজন মারা গেলে সংসদে বলছেন 30 জন ৷ মিথ্যা কথা ৷
14:01 July 21
মমতা বলেন, এলাকায় বেরোন, ঘরে বসে রাজনীতি হয় না ৷ একটু বেরোন ৷ পথই পথ আমাদের দেখায় ৷ পথ দিয়ে যেতে যেতে আমরা বুঝিয়ে দেব ৷ তোমরা পাঁচ বছর টিকবে না ৷ 2 বছর থাকবে কি না সন্দেহ আছে ৷ সরকার চালাতে পারবে না ৷তুমি আমার
14:01 July 21
মমতা বলেন, আমাকে CBI, ED অ্যারেস্ট করলেও BJP-তে যাব না ৷
14:00 July 21
মমতা বলেন, 10 বছর ছাড়া ছাড়া রিভিউ বলছ ৷ আর বলছ, জাতীয় দলের তকমা কেড়ে নেব ৷ দরকার নেই তোর জাতীয় দলের তকমার ৷ আমি আঞ্চলিক দলকে ইন্টারন্যাশানাল স্টেটাস দিয়েছি ৷
13:59 July 21
পাশাপাশি, আগামীদিনে দলের কর্মসূচিও বলেন মমতা ৷ তিনি বলেন, 14 অগাস্ট ফ্রিডম অ্যাট মিডনাইট হবে ৷ 15 অগাস্ট ব্লকে ব্লকে রাখীবন্ধন হবে ৷ বাংলার আর এক নাম সম্প্রীতি ৷ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস ৷ শিক্ষক-শিক্ষিকারা আমাদের গর্ব ৷ তাঁদের প্রতিটি এলাকায় সম্মান জানিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন ৷ 26 সেপ্টেম্বর বিদ্যাসাগরের বাড়ি যাব ৷ 2 অক্টোবর গান্ধিজির জন্মদিনে আপনারা প্রোগাম দিয়ে দেব ৷
13:58 July 21
মমতা বলেন, 29 তারিখ আমি আপনাদের কর্মসূচি দেব ৷ 294 টি বিধানসভাতেই বুথস্তর পর্যন্ত যেতে হবে ৷
13:57 July 21
মমতা বলেন, বুথকর্মীরাই তৃণমূল ৷ বুথকর্মীরা না থাকলে দল চলে না ৷ আপনারা সাংসদ, কাউন্সিলর, বিধায়ক হতে পারেন না ৷ কিন্তু, আপনারই দলের শক্তি ৷ আমার বুথকর্মী ছাড়া দল হয় না ৷ রুখে দাঁড়ান ৷
13:57 July 21
মমতা বলেন, এরপর তৃণমূলের কারও বাড়িতে গিয়ে হামলা করে, প্রশাসন ব্যবস্থা নেব ৷ আমি বলছি না, আপনারাও হামলা করবেন ৷ আইন-শৃঙ্খলা হাতে তুলে নেবেন না ৷
13:56 July 21
মমতা বলেন, আমি সবকিছু সহ্য করতে পারি, বাংলা মায়ের অপমান সহ্য করতে পারি না ৷
13:55 July 21
মমতা বলেন, BJP-র নেতারা আমাদের কর্মীকে বাস থকে টেনে নামিয়ে মারধোর করেছে। তৈরি থাকুন,আমাদের লোকেরাও যদি একই পদ্ধতিতে আপনাদের সঙ্গে আচরণ করে, রুখতে পারবেন তো? গত ২৬ বছর ধরে আমরা আমাদের এই অনুষ্ঠান পালন করে আসছি ।
13:55 July 21
মমতা বলেন, কল ড্রপ হচ্ছে কেন জানেন ৷ একটি একটি করতে করতে কল ড্রপ করে লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছে ৷ এটা বড় দুর্নীতি ৷
13:54 July 21
মমতা বলেন, এখানে যারা ফিল্মের রয়েছেন, তাঁদের জিজ্ঞাসা করুন, কী অবস্থা হয়েছিল টেকনিশিয়ান স্টুডিয়োর । তাঁদের স্বাস্থ্যসাথি প্রকল্পের অধীনে আনা হয়েছে ৷
13:53 July 21
মমতা বলেন, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব ৷ বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, আম্বেডকরের গায়ে হাত দিতে দেব না ৷ বাংলার বদনাম করতে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল ৷ বিদ্যাসাগর, রবীন্দ্রনাথের গায়ে হাত দিলে আমরা ডেঞ্জার লেভেল পার করব ৷
13:53 July 21
মমতা বলেন, দেউচাতে এক লাখ কর্মসংস্থান হবে ৷ 80 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে ।
13:53 July 21
মমতা বলেন, এই যে অঞ্জনা যোগ দিল, সে কবার যোগ দিয়েছে? তিনবার যোগ দিয়েছে লোক না থাকলে আমার কাছে লোক চা, আমি ধার দিয়ে দেব ৷ ওই যে উত্তরবঙ্গের অরূপ গেছিল, তাঁকে জিজ্ঞাসা করলাম কত টাকা নিয়েছিল? 2 কোটি টাকা, পেট্রল পাম্প দিয়ে দলে নিতে চেয়েছিল BJP ৷
13:53 July 21
মমতা বলেন, আগে বলত, খেলো ইন্ডিয়া, এখন বলছে বেচো ইন্ডিয়া ৷
13:52 July 21
মমতা বলেন, মা কালী নয়, মা দুর্গা নয়, গণপতি নয়, ওদের দেবতা আমাদের উপর চাপিয়ে দেব ৷ বিবেকানন্দকে কতক্ষণ সম্মান জানাও ? বিবেকানন্দ, মা সারদা, সিস্টার নিবেদিতার বাড়ি অধিগ্রহণ আমাদের সরকার করেছে । আমরা বীরসা মুন্ডা, মৌলানা কালাম বিশ্ববিদ্যালয় করেছি । শুধু মিথ্যা বলে যাবে ।
13:52 July 21
মমতা বলেন, 2019 সালের নির্বাচন নট হিস্টরি, ইটজ এ মিস্টরি । কী করে হয়ে গেল জানি না । তাই তো বলছি, EVM নয়, ব্যালট ফিরিয়ে দিন ৷ অ্যামেরিকা, UK, ফ্রান্সে ব্যালটে ভোট হয় ৷ আমরা নির্বাচন কমিশনকে বলব রাজ্যের প্রত্যেকটি নির্বাচন যেন ব্যালটে হয় ৷
13:51 July 21
মমতা বলেন, আমরা বদলা নয়, বদল চাই । 18 টি আসন জিতে এত চিৎকার করছে ওরা । 2009 সালে আমরা 26 টি আসন পেয়েছিলাম, কিন্তু আমরা কোন পার্টি অফিস দখল করিনি, আমাদের কাজের জন্য মানুষ আমাদের আমাদের জিতিয়েছে ৷
13:41 July 21
মমতা বলেন, কর্নাটক ভাঙতে হবে হর্স ট্রেডিং করে ৷ রাজস্থান ভাঙতে হবে ৷ মধ্যপ্রদেশ ভাঙতে হবে ৷ সব ভাঙতে ভাঙতে নিজের কোমরটাও ভেঙে যাবে ৷ উঠতে পারবে না ৷
13:36 July 21
মমতা বলেন, পশ্চিমবঙ্গে বিধানসভা ভালো চলছে এটা বিরোধীদের কৃতিত্ব, তোমাদের কৃতিত্ব নয় ৷ রাজীব গান্ধি 400 আসন পেয়ে ক্ষমতায় এসেছিলেন ৷ তিনি ভালো করে সংসদ চালাতে পারেননি ৷
13:36 July 21
মমতা বলেন, BJP-র সঙ্গে যোগাযোগ না করলে সুদীপ বন্দ্যোপাধ্যায় হতে হবে ৷ আমার কাছে লিখিত নথি রয়েছে, তাকে বলা হয়েছে একজন প্রভাবিত রাজনীতিবিদের নাম বলুন ৷
13:36 July 21
মমতা বলেন, তৃণমূল কংগ্রেস গরিবের দল ৷ তাই তাকে টিকটিকিতেও মারে ৷ আর বড়লোকের দলকে প্লেনেও ধাক্কা মারে না ৷
13:36 July 21
মমতা বলেন, কতগুলি চিংড়ি, ল্যাটা মাছ বলছে কাটমানি ফিরিয়ে দাও ৷ আমিও বলছি, ব্ল্যাকমানি ফিরিয়ে দাও ৷ পাঁচতারা পার্টি অফিস ৷ ব্ল্যাকমানি ফিরিয়ে দাও, কাটমানি ফিরিয়ে দাও ৷ প্রতিটি অঞ্চলে, বুথ অফিসে মিটিং-মিছিল করবেন ৷ পুরুলিয়ায় জমি বিক্রি করে টাকা দিয়েছে BJP ৷ আমি সব পার্টিকে বলছি, দুর্নীতি নয় ৷
13:35 July 21
মমতা বলেন, চোরেদের সর্দার, ডাকাতদের সর্দার বলছে না কি কাটমানি ফিরিয়ে দাও ৷ আগে 15 লাখ টাকা ব্ল্যাকমানি ফিরিয়ে দাও ৷ ভোটের সময় কত টাকা নিয়েছ ? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও ।
13:34 July 21
মমতা বলেন, আমরা 29 জুলাই বড় প্রোগাম চালু করব ৷ জনসংযোগ কর্মসূচিকে একেবারে বুথস্তর পর্যন্ত নিয়ে যাব ৷ তৃণমূল কংগ্রেস উন্নত চরিত্র গঠন করুক ৷
13:34 July 21
মমতা বলেন, হিন্দু-মুসলমান বিভাজন করছে । উত্তরপ্রদেশ 10 জনকে খুন করেছেন । উত্তরপ্রদেশ,অসমে আমাদের প্রতিনিধিদলকে ঢুকতে দেয়নি ৷ ত্রিপুরায় 85 শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ৷ তখন সংবাদমাধ্য একটুখানি খবর প্রকাশ করেছে ৷ আর আমাদের পঞ্চায়েতে একটু হতেই কত বলল সংবাদমাধ্যম ৷ তৃণমূল করলে এক পাতা, অন্য দল করলে নেই কোনও পাতা ৷
13:12 July 21
মমতা বলেন, যারা কেন্দ্রীয় সরকারের সমান মাইনে চান, তারা কেন্দ্রীয় সরকারে চলে যান ।
13:11 July 21
মমতা বলেন, কেশপুরে কে ঝামেলা করছে, CPIM হার্মাদরা । সবকটা এখন BJP । BJP সেজে সেখানে শেলটার নিয়েছে । BJP-র কোনও ক্ষমতা নেই । কখঘনও কংগ্রেসের দিকে উঁকি মারে ।
12:56 July 21
মমতা বলেন, আমি জানি, তৃণমূলের প্রতি অনেকের ক্ষোভ রয়েছে । কেন জানেন এটা প্রান্তিক চাষি, শ্রমিক, গ্রাম থেকে আসা কালো কালো চেহারার মানুষের দল ।
12:49 July 21
মমতা বলেন, আপনাদের নেতা বিবৃতি দিয়ে বলছেন, আমাদের নেতাদের গাড়ি থেকে টেনে নামাবেন ৷ BJP নেতাদের বলছি তৈরি থাকুন, আগামীদিনে মিটিং-মিছিল করবেন না ৷ এর জবাব তৃণমূল দিলে পারবেন তো ! মানুষ দিলে পারবেন না ৷ এই তো উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কা গান্ধি গেলেন ৷ তাঁকে ঢুকতে দেননি ৷
12:48 July 21
মমতা বলেন, EVM প্রতারণা করে, চিটিং করে, কোটি কোটি টাকা খরচ করে ভোট করে ৷ কটা আসন জিতে এত বলছে ৷ এখনও মেজরিটি তো আমাদের ৷ আমাদের পার্টি অফিস দখল করার চেষ্টা করছে ৷ আজও গুড়াপে বাস থেকে টেনে নামিয়েছে ৷
12:48 July 21
মমতা বলেন, ঘুঁটে পোড়ে, গোবর হাসে ৷ মেঘ দেখে কেউ ভয় পাস না, আড়ালে তার সূর্য হাসে ৷ আজ দেখুন সূর্য তেজ দিচ্ছে ৷ কারণ সূর্ষ বলছে, আমি তোমাদের তেজ দিচ্ছি ৷ উঠে দাঁড়াও, লড়াই করো ৷
12:47 July 21
মমতা বলেন, কেউ সভাস্থান ছেড়ে যাবেন না ৷ 1টা 45 মিনিটের মধ্যে ছেড়ে দেব ৷ অনেক জায়গায় ট্রেন বন্ধ করে দিয়েছে ৷ তৃণমূল কর্মীদের আটকানো হচ্ছে ৷
12:41 July 21
বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "21 জুলাইয়ের শহিদ পরিবার, সিঙ্গুরের শহিদ পরিবার, নেতাইয়ের শহিদ পরিবার সবাই এসেছেন ৷ আমি আসতে আসতে দেখলাম, 2-3 লাখ লোক রেড রোড দাঁড়িয়ে রয়েছে ৷ তারা আসতে পারছে না ৷ মনে হচ্ছে যএন আর একটা ব্রিগেড হচ্ছে ৷"
12:35 July 21
সভাস্থানে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
12:33 July 21
সমাবেশে বক্তব্য রাখছেন অভিষেক বন্দোপাধ্যায় ৷ তিনি বলেন, "ব্যালটে ভোট হলে এরা ভোকাট্টা হয়ে যাচ্ছে ৷ "
12:13 July 21
শহিদ দিবস 21 জুলাইয়ের সমাবেশে বক্তব্য রাখছেন তৃণমূল কংগ্রেস নেতারা ৷ বক্তব্য রাখেন ফিরহাদ হাকিম, শিউলি সাহা ৷