ETV Bharat / state

তৃতীয় কাউন্সেলিং নয়, ভ্যাকেন্সি আপডেট চাইছেন SSC-র চাকরিপ্রার্থীরা - fasting

তৃতীয় কাউন্সেলিংয়ে ওয়েটিং লিস্টে থাকা অনেক প্রার্থীই চাকরি পাবেন। কিন্তু, কতটা উপকৃত হচ্ছেন ১০ দিন ধরে ধর্মতলায় অনশনরত ওয়েটিং লিস্টে থাকা SSC চাকরিপ্রার্থীরা? তাঁরা জানাচ্ছেন, এই তৃতীয় কাউন্সেলিংয়ে তাঁদের মধ্যে খুব কমজনই উপকৃত হবেন।

s
author img

By

Published : Mar 9, 2019, 11:05 PM IST

কলকাতা, ৯ মার্চ : গতকাল নাইন-টেন ও ইলেভেন-টুয়েলভের তৃতীয় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই তৃতীয় কাউন্সেলিংয়ে ওয়েটিং লিস্টে থাকা অনেক প্রার্থীই চাকরি পাবেন। কিন্তু, কতটা উপকৃত হচ্ছেন ১০ দিন ধরে ধর্মতলায় অনশনরত ওয়েটিং লিস্টে থাকা SSC চাকরিপ্রার্থীরা? তাঁরা জানাচ্ছেন, এই তৃতীয় কাউন্সেলিংয়ে তাঁদের মধ্যে খুব কমজনই উপকৃত হবেন। কিন্তু, শূন্যপদ আপডেট না করলে বাকিরা সুযোগ পাবেন না। তাই শূন্যপদ আপডেট করে অনশনকারীদের চাকরি সুনিশ্চিত করার দাবিতে এখনও অটল তাঁরা।

গত ২৮ ফেব্রুয়ারি রাত থেকে অনশনে বসেছেন SSC চাকরিপ্রার্থীরা। আজ তাঁদের অনশন কর্মসূচি ১০ দিনে পা দিল। গতকালের তৃতীয় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি নিয়ে অনশনে নেতৃত্ব প্রদানকারী অর্পিতা দাস বলেন, "যে সমস্ত ওয়েটিংদের তৃতীয় কাউন্সেলিংয়ে চাকরি পাওয়া কনফার্ম ছিল নন-জয়েনিং সিট বা অ্যাবসেন্স সিট বা রিফিউজ়াল সিটে, তাঁদের ক্ষেত্রে এটা অবশ্যই সাফল্য। কিন্তু, আমরা যে সমস্ত ওয়েটিংরা এখনও পর্যন্ত অনশনরত রয়েছি তাঁদের একমাত্র উপায়, যে সমস্ত সিটগুলো ডিআই অফিসে চাপা পড়ে আছে, সেগুলো আমাদের সরকার যদি আপডেট করিয়ে দেয়, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ক্যাটাগরিতে এবং আমাদের অনশনকারীদের জন্য যদি ফোর্থ এবং ফিফথ কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে তবেই আমরা ভাবব আমাদের সাফল্য।"

তৃতীয় কাউন্সেলিংয়ে অনশনকারীদের মধ্যে কত শতাংশ সুযোগ পাচ্ছেন? অর্পিতা দাস বলেন, "তৃতীয় কাউন্সেলিংয়ে আমাদের মধ্যে কেউ সুযোগ পাচ্ছে না। আমরা এখন চাইছি সরকার সিটটা আপডেট করে আমাদের অনশনকারীদের চাকরির সুব্যবস্থা করে দিক। আর আজ অনশনের দশম দিনে এটাই বলতে চাইছি, কেন রাজ্য সরকার আমাদের এতটা অবহেলিত করে ফেলে রেখেছে, রাস্তায় এইভাবে মেয়েগুলো পড়ে আছি। কেন আমাদের দিকে দৃষ্টিপাত করছে না, কেন আমাদের এখনও পর্যন্ত অযোগ্য মনে করে রেখেছে, আমরা এখনও ভেবে উঠতে পারছি না। তবে, পরবর্তী পরিকল্পনা আমরা প্রার্থীদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেব।" যদিও, কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, অনশন না তুললে আর কোনও কথা বলবেন না তিনি। তারপরও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন SSC চাকরিপ্রার্থীরা।

কলকাতা, ৯ মার্চ : গতকাল নাইন-টেন ও ইলেভেন-টুয়েলভের তৃতীয় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই তৃতীয় কাউন্সেলিংয়ে ওয়েটিং লিস্টে থাকা অনেক প্রার্থীই চাকরি পাবেন। কিন্তু, কতটা উপকৃত হচ্ছেন ১০ দিন ধরে ধর্মতলায় অনশনরত ওয়েটিং লিস্টে থাকা SSC চাকরিপ্রার্থীরা? তাঁরা জানাচ্ছেন, এই তৃতীয় কাউন্সেলিংয়ে তাঁদের মধ্যে খুব কমজনই উপকৃত হবেন। কিন্তু, শূন্যপদ আপডেট না করলে বাকিরা সুযোগ পাবেন না। তাই শূন্যপদ আপডেট করে অনশনকারীদের চাকরি সুনিশ্চিত করার দাবিতে এখনও অটল তাঁরা।

গত ২৮ ফেব্রুয়ারি রাত থেকে অনশনে বসেছেন SSC চাকরিপ্রার্থীরা। আজ তাঁদের অনশন কর্মসূচি ১০ দিনে পা দিল। গতকালের তৃতীয় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি নিয়ে অনশনে নেতৃত্ব প্রদানকারী অর্পিতা দাস বলেন, "যে সমস্ত ওয়েটিংদের তৃতীয় কাউন্সেলিংয়ে চাকরি পাওয়া কনফার্ম ছিল নন-জয়েনিং সিট বা অ্যাবসেন্স সিট বা রিফিউজ়াল সিটে, তাঁদের ক্ষেত্রে এটা অবশ্যই সাফল্য। কিন্তু, আমরা যে সমস্ত ওয়েটিংরা এখনও পর্যন্ত অনশনরত রয়েছি তাঁদের একমাত্র উপায়, যে সমস্ত সিটগুলো ডিআই অফিসে চাপা পড়ে আছে, সেগুলো আমাদের সরকার যদি আপডেট করিয়ে দেয়, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ক্যাটাগরিতে এবং আমাদের অনশনকারীদের জন্য যদি ফোর্থ এবং ফিফথ কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে তবেই আমরা ভাবব আমাদের সাফল্য।"

তৃতীয় কাউন্সেলিংয়ে অনশনকারীদের মধ্যে কত শতাংশ সুযোগ পাচ্ছেন? অর্পিতা দাস বলেন, "তৃতীয় কাউন্সেলিংয়ে আমাদের মধ্যে কেউ সুযোগ পাচ্ছে না। আমরা এখন চাইছি সরকার সিটটা আপডেট করে আমাদের অনশনকারীদের চাকরির সুব্যবস্থা করে দিক। আর আজ অনশনের দশম দিনে এটাই বলতে চাইছি, কেন রাজ্য সরকার আমাদের এতটা অবহেলিত করে ফেলে রেখেছে, রাস্তায় এইভাবে মেয়েগুলো পড়ে আছি। কেন আমাদের দিকে দৃষ্টিপাত করছে না, কেন আমাদের এখনও পর্যন্ত অযোগ্য মনে করে রেখেছে, আমরা এখনও ভেবে উঠতে পারছি না। তবে, পরবর্তী পরিকল্পনা আমরা প্রার্থীদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেব।" যদিও, কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, অনশন না তুললে আর কোনও কথা বলবেন না তিনি। তারপরও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন SSC চাকরিপ্রার্থীরা।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.