ETV Bharat / state

রাজ্যে স্পেশাল অবজ়ারভার নিয়োগ করল কমিশন - লোকসভা নির্বাচন

রাজ্যে স্পেশাল অবজ়ারভার নিয়োগ করল কমিশন। তাঁর নাম অজয় নায়েক। রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিককে তিনি পরামর্শ দেবেন।

অজয় নায়েক
author img

By

Published : Apr 16, 2019, 10:54 PM IST

কলকাতা, 16 এপ্রিল : স্পেশাল পুলিশ অবজ়ারভারের পর এবার রাজ্যে স্পেশাল অবজ়ারভার। দেশের নির্বাচন কমিশন নিয়োগ করল স্পেশাল অবজ়ারভারকে। তাঁর নাম অজয় নায়েক। বৃহস্পতিবার কলকাতায় নামবেন তিনি।

নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার থেকে তিনিই দেখবেন রাজ্যের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার নির্বাচনের কাজ। বিহার ক্যাডারের রিটায়ার্ড IAS অজয় নায়েক কড়া অফিসার হিসেবেই পরিচিত। তাঁকেই এই রাজ্যে ভোট পরিচালনার জন্য বেছে নিল কমিশন। তিনিই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পরামর্শ দেবেন। 2015 বিহার বিধানসভা নির্বাচনের দায়িত্ব সামলেছিলেন এই অজয় নায়েকই।

কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধে 7টা 35 এর বিমানে কলকাতায় নামবেন নায়েক। তারপর শুরু করবেন কাজ।

কলকাতা, 16 এপ্রিল : স্পেশাল পুলিশ অবজ়ারভারের পর এবার রাজ্যে স্পেশাল অবজ়ারভার। দেশের নির্বাচন কমিশন নিয়োগ করল স্পেশাল অবজ়ারভারকে। তাঁর নাম অজয় নায়েক। বৃহস্পতিবার কলকাতায় নামবেন তিনি।

নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার থেকে তিনিই দেখবেন রাজ্যের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার নির্বাচনের কাজ। বিহার ক্যাডারের রিটায়ার্ড IAS অজয় নায়েক কড়া অফিসার হিসেবেই পরিচিত। তাঁকেই এই রাজ্যে ভোট পরিচালনার জন্য বেছে নিল কমিশন। তিনিই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পরামর্শ দেবেন। 2015 বিহার বিধানসভা নির্বাচনের দায়িত্ব সামলেছিলেন এই অজয় নায়েকই।

কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধে 7টা 35 এর বিমানে কলকাতায় নামবেন নায়েক। তারপর শুরু করবেন কাজ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.