ETV Bharat / state

শোভন আমার বন্ধু, আমি ওকে ফোন করেছিলাম : ফিরহাদ - শোভন চট্টোপাধ্যায়

বাংলা বাঁচাও আন্দোলনে শামিল করতেই শোভনবাবুকে ফোন করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তবে উত্তরে তিনি কী জানালেন সেই প্রসঙ্গ অবশ্য এড়িয়ে গেলেন ।

ফিরহাদ হাকিম
author img

By

Published : May 27, 2019, 9:54 PM IST

Updated : May 27, 2019, 11:29 PM IST

কলকাতা, 27 মে : লাগাম তৃণমূলের হাতে থাকলেও গেরুয়া ঝড়ে বেশ কিছুটা বিধ্বস্ত ঘাসফুল শিবির । লোকসভায় আসন সংখ্যা 36 থেকে নেমে হয়েছে 22 । ঘাড়ের উপর 18 আসন নিয়ে নিশ্বাস ফেলছে গেরুয়া শিবির । সামনে 2021-শে আবার বিধানসভা নির্বাচন । তাই ঘুরে দাঁড়াতে দলের অন্দরেই শুরু হয়েছে আত্মবিশ্লেষণ । ফলাফলের পর্যালোচনা । কীভাবে ফের মানুষের মন জয় কার যায় তারজন্য স্ট্র্যাটেজি নির্ধারণ । এই অবস্থায় আবারও পুরোনো সহযোদ্ধা যাঁরা সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রামের আন্দোলনে সামিল হয়েছিলেন তাঁদের এবার বাংলা বাঁচাও আন্দোলনে সামিল করতে আসরে নেমেছে তৃণমূল । সম্প্রতি কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বর্তমান মেয়র ফিরহাদ হাকিম ফোনে যোগাযোগ করেছেন এমন জল্পনা তুঙ্গে উঠেছিল । আজ সাংবাদিকদের মুখোমুখি সেই জল্পনার অবসান ঘটালেন ফিরহাদ ।

আপনি কি শোভনবাবুকে ফোন করেছিলেন ?

ফিরহাদ হাকিম বলেন, "হ্যাঁ আমি ফোন করেছিলাম । শোভন আমার বন্ধু, আমি শোভনকে ফোন করেছিলাম । আমি চাই, আমার যারা মমতা ব্যানার্জির নেতৃত্বে দীর্ঘ 30 বছর ধরে লড়াই করেছি, তারা সবাই আবার মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা বাঁচাও আন্দোলন করি । বাংলায় আজ একটা সাম্প্রদায়িকতার ভাব এসেছে । বাংলার কৃষ্টি-সংস্কৃতি সেটা সরিয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে । বাংলার মানুষের উপর অত্যাচার হচ্ছে । সেইটাকে রুখবার জন্য আমাদের বাংলা বাঁচাও আন্দোলন করতে হবে । মমতা ব্যানার্জির নেতৃত্বে যারা বামফ্রন্টের স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিল, তাদের সবাইকে আবার আমরা এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছি ।" তিনি আরও বলেন, "আমরা তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের কাছে দায়বদ্ধ । আমরা সিঙ্গুরের আন্দোলন করেছি চাষিদের জন্য । আমরা নেতাইয়ের আন্দোলন করেছি, নন্দীগ্রামের আন্দোলন করেছি । বাংলার যেরকম কৃষকে বাঁচানোর জন্য লড়াই করেছি, শ্রমিককে বাঁচানোর জন্যও লড়াই করেছি । সেরকম এবার বাংলার সংস্কৃতি বাঁচাতেই লড়াই করব ।"

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

শোভনবাবু কী বললেন ?

ফিরহাদ হাকিম বলেন,"এটা আমাদের দু'বন্ধুর মধ্যে কথা হয়েছে । এটা আমি প্রেসকে কেন বলব ? "

বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও BJP- কর্মীদের উপর আক্রমণ হচ্ছে । তাঁদের গুলি করে মারা হচ্ছে । অশান্তি তৈরি করছে শাসকদল তৃণমূল । কী বলবেন এই বিষয়ে ?

ফিরহাদ হাকিম বলেন, "অসত্য কথা বলছেন আমাদের প্রধানমন্ত্রী । তার কারণ পশ্চিমবঙ্গে গুলি করে কাউকে মারা হয়নি । বরং ভাটপাড়ায় BJP প্রচুর বাংলার মানুষকে, যাঁরা বাংলায় কথা বলেন তাঁদের মেরে ঘরছাড়া করছে । প্রচুর সংখ্যালঘু মানুষকে মেরে ঘরছাড়া করছে । যে যার মতো করে দল করবে । পশ্চিমবঙ্গে স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে । এই যে হিংসার কথা বলছেন, হিংসায় তো সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের কর্মী মারা গেছে । ওরা ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে বিহার ও গুজরাতের কালচার করে আমাদের বাংলার মানুষকে বেশি মারছে ।" তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী । তিনি দেখবেন যে পাকিস্তান বর্ডারে কতজন মারা গেছেন ? ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট । নিশ্চিতভাবে MCC রয়েছে বলে ল অ্যান্ড অর্ডার অনেকটা খারাপ হয়ে গিয়েছিল । আবার সেই ল অ্যান্ড অর্ডার স্টেট গভর্নমেন্ট নিশ্চিতভাবে ঠিক করবেন । এইটা প্রধানমন্ত্রী ঠিক কথা বলছেন না ।"

দলে কোনও বেনোজল রয়েছে ?

ফিরহাদ হাকিম বলেন, "আমি বিশ্বাস করি না বেনোজল রয়েছে । যে দল আন্দোলন করে ওঠে সেই দলে আন্দোলনকারীরা থাকে । "

শুভ্রাংশু দিল্লি গেছে, এই প্রসঙ্গে কী বলেবেন ?

হাল্কা হাসি মুখে ফিরহাদবাবু জানান, এটা তো হওয়ারই ছিল ।

তবে শোভনবাবু ফিরহাদ হাকিমের আহ্বানে সাড়া দিয়ে ফের দলে ফিরবেন কি না তা অবশ্য জানা যায়নি ।

কলকাতা, 27 মে : লাগাম তৃণমূলের হাতে থাকলেও গেরুয়া ঝড়ে বেশ কিছুটা বিধ্বস্ত ঘাসফুল শিবির । লোকসভায় আসন সংখ্যা 36 থেকে নেমে হয়েছে 22 । ঘাড়ের উপর 18 আসন নিয়ে নিশ্বাস ফেলছে গেরুয়া শিবির । সামনে 2021-শে আবার বিধানসভা নির্বাচন । তাই ঘুরে দাঁড়াতে দলের অন্দরেই শুরু হয়েছে আত্মবিশ্লেষণ । ফলাফলের পর্যালোচনা । কীভাবে ফের মানুষের মন জয় কার যায় তারজন্য স্ট্র্যাটেজি নির্ধারণ । এই অবস্থায় আবারও পুরোনো সহযোদ্ধা যাঁরা সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রামের আন্দোলনে সামিল হয়েছিলেন তাঁদের এবার বাংলা বাঁচাও আন্দোলনে সামিল করতে আসরে নেমেছে তৃণমূল । সম্প্রতি কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বর্তমান মেয়র ফিরহাদ হাকিম ফোনে যোগাযোগ করেছেন এমন জল্পনা তুঙ্গে উঠেছিল । আজ সাংবাদিকদের মুখোমুখি সেই জল্পনার অবসান ঘটালেন ফিরহাদ ।

আপনি কি শোভনবাবুকে ফোন করেছিলেন ?

ফিরহাদ হাকিম বলেন, "হ্যাঁ আমি ফোন করেছিলাম । শোভন আমার বন্ধু, আমি শোভনকে ফোন করেছিলাম । আমি চাই, আমার যারা মমতা ব্যানার্জির নেতৃত্বে দীর্ঘ 30 বছর ধরে লড়াই করেছি, তারা সবাই আবার মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা বাঁচাও আন্দোলন করি । বাংলায় আজ একটা সাম্প্রদায়িকতার ভাব এসেছে । বাংলার কৃষ্টি-সংস্কৃতি সেটা সরিয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে । বাংলার মানুষের উপর অত্যাচার হচ্ছে । সেইটাকে রুখবার জন্য আমাদের বাংলা বাঁচাও আন্দোলন করতে হবে । মমতা ব্যানার্জির নেতৃত্বে যারা বামফ্রন্টের স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিল, তাদের সবাইকে আবার আমরা এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছি ।" তিনি আরও বলেন, "আমরা তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের কাছে দায়বদ্ধ । আমরা সিঙ্গুরের আন্দোলন করেছি চাষিদের জন্য । আমরা নেতাইয়ের আন্দোলন করেছি, নন্দীগ্রামের আন্দোলন করেছি । বাংলার যেরকম কৃষকে বাঁচানোর জন্য লড়াই করেছি, শ্রমিককে বাঁচানোর জন্যও লড়াই করেছি । সেরকম এবার বাংলার সংস্কৃতি বাঁচাতেই লড়াই করব ।"

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

শোভনবাবু কী বললেন ?

ফিরহাদ হাকিম বলেন,"এটা আমাদের দু'বন্ধুর মধ্যে কথা হয়েছে । এটা আমি প্রেসকে কেন বলব ? "

বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও BJP- কর্মীদের উপর আক্রমণ হচ্ছে । তাঁদের গুলি করে মারা হচ্ছে । অশান্তি তৈরি করছে শাসকদল তৃণমূল । কী বলবেন এই বিষয়ে ?

ফিরহাদ হাকিম বলেন, "অসত্য কথা বলছেন আমাদের প্রধানমন্ত্রী । তার কারণ পশ্চিমবঙ্গে গুলি করে কাউকে মারা হয়নি । বরং ভাটপাড়ায় BJP প্রচুর বাংলার মানুষকে, যাঁরা বাংলায় কথা বলেন তাঁদের মেরে ঘরছাড়া করছে । প্রচুর সংখ্যালঘু মানুষকে মেরে ঘরছাড়া করছে । যে যার মতো করে দল করবে । পশ্চিমবঙ্গে স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে । এই যে হিংসার কথা বলছেন, হিংসায় তো সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের কর্মী মারা গেছে । ওরা ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে বিহার ও গুজরাতের কালচার করে আমাদের বাংলার মানুষকে বেশি মারছে ।" তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী । তিনি দেখবেন যে পাকিস্তান বর্ডারে কতজন মারা গেছেন ? ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট । নিশ্চিতভাবে MCC রয়েছে বলে ল অ্যান্ড অর্ডার অনেকটা খারাপ হয়ে গিয়েছিল । আবার সেই ল অ্যান্ড অর্ডার স্টেট গভর্নমেন্ট নিশ্চিতভাবে ঠিক করবেন । এইটা প্রধানমন্ত্রী ঠিক কথা বলছেন না ।"

দলে কোনও বেনোজল রয়েছে ?

ফিরহাদ হাকিম বলেন, "আমি বিশ্বাস করি না বেনোজল রয়েছে । যে দল আন্দোলন করে ওঠে সেই দলে আন্দোলনকারীরা থাকে । "

শুভ্রাংশু দিল্লি গেছে, এই প্রসঙ্গে কী বলেবেন ?

হাল্কা হাসি মুখে ফিরহাদবাবু জানান, এটা তো হওয়ারই ছিল ।

তবে শোভনবাবু ফিরহাদ হাকিমের আহ্বানে সাড়া দিয়ে ফের দলে ফিরবেন কি না তা অবশ্য জানা যায়নি ।

Intro:মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে। তবে কি নিয়ে কথা হলো দুই বন্ধু তা স্পষ্ট করে জানান নেই সংবাদমাধ্যমকে। তিনি বললেন পুরনো বন্ধুর সঙ্গে কথা বলেছি। শোভন চট্টোপাধ্যায় এর সাথে মেয়র ফিরহাদ হাকিম এর ফোনে যোগাযোগ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। সেই জল্পনাকে অবসান করে মেয়র ফিরহাদ হাকিম বলেন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি বলেন তৃণমূলের জন্মলগ্ন থেকে আমরা একসঙ্গে রাজনীতি করেছি একসঙ্গে আন্দোলন করেছি। দলের সেই পুরনো সঙ্গী কে আরও একবার ফোন করে কাজ করার কথা জানিয়েছে। তিনি বলেন বাংলা সৃষ্টি কৃষ্টিকে রক্ষা করতে ফের একজোট হয়ে লড়তে হবে। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদ হাকিম বলেছেন তা স্পষ্ট করে জানান শুধু বলেছেন দুই বন্ধুর মধ্যে যা কথা হয়েছে তা সংবাদ মাধ্যমে তিনি বলবেন না। ফিরহাদ হাকিম বলেন অত্যন্ত অসত্য কথা বলছেন প্রধানমন্ত্রী। এই রাত যে কখনো বিজেপির কর্মী দের মারা হয়নি। গতকাল বন্ধুদের বিবাদে ওই যুবককে মারা গেছে বলেও জানান তিনি। বিজেপি ভাটপাড়া বাংলাদেশীদের ঘর ছাড়া করছে। বিজেপি বিজেপি সংখ্যালঘুদের মারছেন বলেন ফিরাদ। তিনি বলেন গুজরাট বিহারের কালচার এ বাংলায় তৈরি করছে বিজেপি রা। বিজেপি বাংলায় মৃতদেহের ধরনা রাজনীতি করছে। তিনি বলেন প্রধানমন্ত্রী দেখবেন কাশ্মীর বর্ডারে কতজন মারা গেছেন।


Body:আজ বেনারসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন বাংলায় নির্বিচারে বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে।ফিরহাদ হাকিম বলেন অত্যন্ত অসত্য কথা বলছেন প্রধানমন্ত্রী। এই রাত যে কখনো বিজেপির কর্মী দের মারা হয়নি। গতকাল বন্ধুদের বিবাদে ওই যুবককে মারা গেছে বলেও জানান তিনি। বিজেপি ভাটপাড়া বাংলাদেশীদের ঘর ছাড়া করছে। বিজেপি বিজেপি সংখ্যালঘুদের মারছেন বলেন ফিরাদ। তিনি বলেন গুজরাট বিহারের কালচার এ বাংলায় তৈরি করছে বিজেপি রা। বিজেপি বাংলায় মৃতদেহের ধরনা রাজনীতি করছে। তিনি বলেন প্রধানমন্ত্রী দেখবেন কাশ্মীর বর্ডারে কতজন মারা গেছেন।


Conclusion:নব জাগরণ মঞ্চে গতকাল সব্যসাচীর উপস্থিতি নিয়ে বলেন ফিরহাদ। আমরা যারা সিঙ্গুর আন্দোলন করেছি নন্দীগ্রামে আন্দোলন করেছি মানুষের পাশে , টিএমসি তে থাকলে এখন লড়াইয়ে শামিল হতে হবে। বাংলা সৃষ্টি ও কৃষ্টি কে বাঁচাতে হবে। এখন দলের সঙ্গে থাকতে হবে।
Last Updated : May 27, 2019, 11:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.