কলকাতা, ১৯ মার্চ : "শিক্ষামন্ত্রী হয় চাকরি দিন। না হয় পদত্যাগ করুন। ১ লাখ শূন্যপদ আছে। আর ৬০০ জনকে চাকরি দিতে পারছেন না?" আজ ধর্মতলায় SSC-র অনশনরত চাকরিপ্রার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে একথা বলেন BJP নেতা শঙ্কুদেব পন্ডা। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যতক্ষণ না কোনও আশ্বাস আসছে ততক্ষণ অনশনে বসে থাকার কথা জানান শঙ্কুদেব।
২৮ ফেব্রুয়ারি রাত থেকে ধর্মতলায় রিলে অনশন শুরু করেন ক্লাস নাইন থেকে টুয়েলভের ওয়েটিং লিস্টে থাকা SSC চাকরিপ্রার্থীরা। কলকাতা প্রেস ক্লাবের সামনে তাঁদের অনশন আজ ২০ দিনে পড়ল। গতকাল বিকেলে সেখানে পৌঁছান শঙ্কু। আন্দোলনকারী তথা চাকরিপ্রার্থীদের সঙ্গে বিশদে কথা বলেন তিনি। স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকারের বিরুদ্ধে এই আন্দোলনকারীরা যে সব অনিয়মের অভিযোগ তুলছেন, সে সব অভিযোগ শঙ্কু সবিস্তার শোনেন। তারপরই ঘোষণা করেন যে, তিনিও অনশন শুরু করছেন।
প্রাক্তন খাদ্যমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "২০১১ সাল থেকে রাজ্যে কোনও চাকরি নেই। বাংলার ছেলেমেয়েদের কোনও ভবিষ্যৎ নেই। নেতার ছেলে-মেয়েদের তো চাকরি হচ্ছে। শিক্ষামন্ত্রী হয় এঁদের চাকরি দিন, নইলে পদত্যাগ করুন। না হলে আমি এই বসলাম, আর উঠব না।"
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, "আপনি যদি চাকরি দিতে না পারেন তবে ইস্তফা দিয়ে দিন। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করুন। মানুষ আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। তাঁর দলই তুলছে। SSC-র চেয়ারম্যান ঠুঁটো জগন্নাথ। শিক্ষামন্ত্রী বলছেন আমি কিছু জানি না। আপনি আছেন কেন? ছেড়ে দিন না।"
তাঁর আরও অভিযোগ, অনশনকারীদের সঙ্গে সরকার অসহযোগিতা করছে। একটা বায়ো টয়লেট পর্যন্ত বসাতে দিচ্ছে না। এমন কী এই বৃষ্টির মধ্যে মাথায় ছাউনি পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করেনি সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী তো এখানেই অনশন করেছিলেন। তাঁর প্রশ্ন, "যদি কলকাতার বুকে এই অবস্থা হয়। তা হলে সারা রাজ্যে কী অবস্থা চলছে?" এই বিষয়ে রাজ্য BJP নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলেও তিনি জানান।