ETV Bharat / state

শিয়ালদায় STF-র জালে জামাত জঙ্গি - JM

কলকাতা থেকে গ্রেপ্তার এক জামাত জঙ্গি। সূত্রের খবর, সে বুদ্ধগয়ায় বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল।

Breaking News
author img

By

Published : Feb 9, 2019, 11:31 PM IST

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : কলকাতা থেকে এক জামাত জঙ্গিকে গ্রেপ্তার করা হল। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) তাকে শিয়ালদা থেকে গ্রেপ্তার করে। ধৃতের নাম মনিরুল ইসলাম। সূত্রের খবর, সে বুদ্ধগয়ায় বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল। ধৃতকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

২ ফেব্রুয়ারি কেরালার মল্লপুরম থেকে STF আবদুল মতিন নামে এক জামাত জঙ্গিকে গ্রেপ্তার করে। মতিন আদতে অসমের বরপেটার বাসিন্দা। মালদার কালিয়াচকে শের শাহ মাদ্রাসায় পড়াশোনার সময় মতিন জামাতুল মুজাহিদিনের সংস্পর্শে আসে। তারপর বর্ধমানের শিমুলিয়া মাদ্রাসায় প্রায় ১৫ জন জঙ্গির সঙ্গে মতিন প্রশিক্ষণ নেয়। সূত্রের খবর, মতিনের সঙ্গে মনিরুলও প্রশিক্ষণ নিয়েছিল। মতিনকে জেরা করেই মনিরুলের হদিশ পাওয়া যায়। সেই সূত্র ধরেই শিয়ালদা থেকে মনিরুলকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের জুলাইয়ে NIA কেরালার মল্লপুরমের বাঙালি শ্রমিক কলোনি থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে। তাদের নাম আবদুল করিম (১৯) ওরফে ছোট্টা ও মোস্তাফিজুর রহমান ওরফে তুহিন। করিমের বাড়ি মুর্শিদাবাদে। তুহিন বীরভূমের বাসিন্দা। তুহিন জামাতুল মুজাহিদিন ইন্ডিয়ার (JMI) অন্যতম মাথা। সে বিস্ফোরক বানাতে পটু। তাকে জেরা করে NIA বোমারু মিজ়ানের খোঁজ পায়। সে ভারতে জামাতের সংগঠনের প্রধান ছিল। মিজ়ানকে বেঙ্গালুরু থেকে ৫০ কিলোমিটার দূরে রামাগাড়া থেকে গ্রেপ্তার করা হয়। খাগরাগড় কাণ্ডে মূল অভিযুক্ত মিজ়ান ধরা পড়তে STF তৎপর হয়। সূত্রের খবর, মিজ়ান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদাসহ একাধিক জায়গায় JMI-র মডিউল তৈরি করেছে। সেরকমই একটি মডিউলের হয়ে মনিরুল সংগঠনে সদস্য নিয়োগের কাজ করত।

undefined

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : কলকাতা থেকে এক জামাত জঙ্গিকে গ্রেপ্তার করা হল। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) তাকে শিয়ালদা থেকে গ্রেপ্তার করে। ধৃতের নাম মনিরুল ইসলাম। সূত্রের খবর, সে বুদ্ধগয়ায় বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল। ধৃতকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

২ ফেব্রুয়ারি কেরালার মল্লপুরম থেকে STF আবদুল মতিন নামে এক জামাত জঙ্গিকে গ্রেপ্তার করে। মতিন আদতে অসমের বরপেটার বাসিন্দা। মালদার কালিয়াচকে শের শাহ মাদ্রাসায় পড়াশোনার সময় মতিন জামাতুল মুজাহিদিনের সংস্পর্শে আসে। তারপর বর্ধমানের শিমুলিয়া মাদ্রাসায় প্রায় ১৫ জন জঙ্গির সঙ্গে মতিন প্রশিক্ষণ নেয়। সূত্রের খবর, মতিনের সঙ্গে মনিরুলও প্রশিক্ষণ নিয়েছিল। মতিনকে জেরা করেই মনিরুলের হদিশ পাওয়া যায়। সেই সূত্র ধরেই শিয়ালদা থেকে মনিরুলকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের জুলাইয়ে NIA কেরালার মল্লপুরমের বাঙালি শ্রমিক কলোনি থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে। তাদের নাম আবদুল করিম (১৯) ওরফে ছোট্টা ও মোস্তাফিজুর রহমান ওরফে তুহিন। করিমের বাড়ি মুর্শিদাবাদে। তুহিন বীরভূমের বাসিন্দা। তুহিন জামাতুল মুজাহিদিন ইন্ডিয়ার (JMI) অন্যতম মাথা। সে বিস্ফোরক বানাতে পটু। তাকে জেরা করে NIA বোমারু মিজ়ানের খোঁজ পায়। সে ভারতে জামাতের সংগঠনের প্রধান ছিল। মিজ়ানকে বেঙ্গালুরু থেকে ৫০ কিলোমিটার দূরে রামাগাড়া থেকে গ্রেপ্তার করা হয়। খাগরাগড় কাণ্ডে মূল অভিযুক্ত মিজ়ান ধরা পড়তে STF তৎপর হয়। সূত্রের খবর, মিজ়ান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদাসহ একাধিক জায়গায় JMI-র মডিউল তৈরি করেছে। সেরকমই একটি মডিউলের হয়ে মনিরুল সংগঠনে সদস্য নিয়োগের কাজ করত।

undefined

New Delhi, Feb 09 (ANI): A new study now has identified a measurable indicator that could prove instrumental in the fight against HIV. George Mason University's Yuntao Wu focused on Cofilin, a key protein that regulates cells to mobilise and fight against infection. In an HIV-infected patient, cofilin dysfunction is a key factor in helper T cell defects, according to the research recently published in the journal Science Advances. Helper T cells augment the body's immune response by recognising the presence of a foreign antigen and then helping the immune system mount a response. Wu and his team found that patients with HIV have "significantly lower" levels of cofilin phosphorylation--which provides a control of cofilin's activity with the addition of a phosphate--than healthy patients. Cofilin is a key protein that helps cells generates the driving force for migration. Proper cofilin phosphorylation is needed for cells to move in and out of tissues. Their findings suggest that a lasting immune control to HIV isn't likely to come from antiretroviral therapy alone because it is not sufficient to repair the cofilin damage caused by HIV and to restore normal T cell migration in and out of tissues. However, the researchers found that by stimulating the T cells with additional therapeutics, such as the a4B7 integrin antibody, they could modulate the levels of cofilin activity needed to restore T cell mobility. The remedy has shown lasting effects in immune control of simian immunodeficiency virus (SIV), the simian form of the AIDS virus, in a monkey trial, but it has not showed the same results in HIV-infected human patients.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.