কলকাতা, ২ এপ্রিল: সায়ন্তন বসুর বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে রিপোর্ট জমা পড়ল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। সেই রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নিতে চলেছেন দপ্তরের কর্তারা। সূত্র জানাচ্ছে, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এই রিপোর্ট পাঠানো হতে পারে দিল্লির নির্বাচন কমিশনের অফিসে।
বিতর্কিত মন্তব্যের জেরে যথেষ্ট বিপাকে সায়ন্তন। বসিরহাটের BJP প্রার্থী ভ্যাবলা মাঠের জনসভা মঞ্চে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীকে বুকে গুলি করার নিদান দেন। বলেন, "বুথ দখলে গেলে CRPF-কে বলব পায়ে নয়, বুকে গুলি করুন।" এই মন্তব্যের জেরে তুমুল বিতর্ক হয়। এই মন্তব্যের জন্য কী ব্যবস্থা নেওয়া হল সে বিষয়ে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চায় কমিশন। সায়ন্তনকে শোকজ় করে জেলা নির্বাচনী আধিকারিক। পাশাপাশি জেলা পুলিশ সায়ন্তনের বিরুদ্ধে FIR দায়ের করে।
সূত্র জানাচ্ছে, জেলা নির্বাচনী আধিকারিকের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো রিপোর্টে সায়ন্তনের শোকজ়ের জবাব, এই বিষয়ে পুলিশের তদন্ত সহ এই মন্তব্যের জন্য জনমানসে প্রতিক্রিয়া ইত্যাদির বিষয়ের উল্লেখ রয়েছে।