ETV Bharat / state

আজ বাংলা ও কলকাতা দেখিয়ে দিয়েছে তারা BJP-র সঙ্গে আছে : দিলীপ - tmc

অমিত শাহর রোড শো ঘিরে উত্তপ্ত কলেজ স্ট্রিট চত্বর । এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং BJP-নেতা বাবুল সুপ্রিয়

দিলীপ ঘোষ
author img

By

Published : May 14, 2019, 11:53 PM IST

Updated : May 15, 2019, 12:07 AM IST

কলকাতা, 14 মে : "একটা শান্তিপূর্ণ রোড-শো চলছিল । আর সেটাও দেশের যে শাসকদল তার সর্বভারতীয় সভাপতির রোড শো । আর সেখানে বারবার গুন্ডারা ইট, পাথর মারছিল । কালো পতাকা দেখাচ্ছিল । গো ব্যাক বলছিল পুলিশের সামনে । যখন ঘটনাটি ঘটছিল আমাদের লোকেরা প্রতিবাদ করছিল । আর ঘটনা বা দুর্ঘটনা যাই ঘটে থাকুক, আমাদেরই দোষারোপ করা হচ্ছে ।" আজ কলকাতায় অমিত শাহর রোড শো ঘিরে যে ধুন্ধুমার বাধে সেই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই মন্তব্য করেন ।

তিনি আরও বলেন, "গুন্ডারা আমাদের উপরে আক্রমণ করে । তারাই ভাঙচুর করেছে । কিন্তু মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী বলছেন ঘটনাটি লজ্জাজনক । আমি বলছি, বিশ্ববিদ্যালয়, হস্টেলের ভিতরে এইরকম দুষ্কৃতীরা কী ভাবে থাকতে পারে ? যারা ওখান থেকে ভাঙচুর করে ? গালিগালাজ করে ? শান্তিপূর্ণ ব়্যালিতে আক্রমণ করে ? আর তাদের বাঁচাতে BJP-কে দোষারোপ করা হয় । দুর্ভাগ্যজনক বিষয় । "

ভিডিয়োয় দেখুন

মমতা ব্যানার্জিকে আক্রমণ করে তিনি বলেন, "সবরকমভাবে মমতা ব্যানার্জি আমাদের আটকানোর চেষ্টা করেছেন । প্রশাসন, গুন্ডা ও প্রশাসনিক সব ব্যবস্থাকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছেন উনি । কিন্তু তাও সফল হতে পারেননি । আজ বাংলা ও কলকাতা দেখিয়ে দিয়েছে তারা BJP-র সঙ্গে আছে । তৃণমূলের সঙ্গে নেই । "

এবিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে BJP নেতা বাবুল সুপ্রিয় বলেন, "যেমনটা দিলীপদা বা মুকুলদা বললেন , ওরা (তৃণমূল কংগ্রেস) নিজেরাই ভেঙেছে । এটা BJP-র মিছিল নয়, বাংলার মিছিল হয়ে দাঁড়িয়েছিল । বাঙালির মিছিল হয়ে দাঁড়িয়েছিল । সেটা থেকে নজর ঘোরানোর জন্য বিদ্যাসাগরের মূর্তি ওরাই ভেঙেছে । গেট বন্ধ ছিল । ইট, পাটকেল সব ভেতর থেকেই এসেছে । "

কলকাতা, 14 মে : "একটা শান্তিপূর্ণ রোড-শো চলছিল । আর সেটাও দেশের যে শাসকদল তার সর্বভারতীয় সভাপতির রোড শো । আর সেখানে বারবার গুন্ডারা ইট, পাথর মারছিল । কালো পতাকা দেখাচ্ছিল । গো ব্যাক বলছিল পুলিশের সামনে । যখন ঘটনাটি ঘটছিল আমাদের লোকেরা প্রতিবাদ করছিল । আর ঘটনা বা দুর্ঘটনা যাই ঘটে থাকুক, আমাদেরই দোষারোপ করা হচ্ছে ।" আজ কলকাতায় অমিত শাহর রোড শো ঘিরে যে ধুন্ধুমার বাধে সেই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই মন্তব্য করেন ।

তিনি আরও বলেন, "গুন্ডারা আমাদের উপরে আক্রমণ করে । তারাই ভাঙচুর করেছে । কিন্তু মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী বলছেন ঘটনাটি লজ্জাজনক । আমি বলছি, বিশ্ববিদ্যালয়, হস্টেলের ভিতরে এইরকম দুষ্কৃতীরা কী ভাবে থাকতে পারে ? যারা ওখান থেকে ভাঙচুর করে ? গালিগালাজ করে ? শান্তিপূর্ণ ব়্যালিতে আক্রমণ করে ? আর তাদের বাঁচাতে BJP-কে দোষারোপ করা হয় । দুর্ভাগ্যজনক বিষয় । "

ভিডিয়োয় দেখুন

মমতা ব্যানার্জিকে আক্রমণ করে তিনি বলেন, "সবরকমভাবে মমতা ব্যানার্জি আমাদের আটকানোর চেষ্টা করেছেন । প্রশাসন, গুন্ডা ও প্রশাসনিক সব ব্যবস্থাকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছেন উনি । কিন্তু তাও সফল হতে পারেননি । আজ বাংলা ও কলকাতা দেখিয়ে দিয়েছে তারা BJP-র সঙ্গে আছে । তৃণমূলের সঙ্গে নেই । "

এবিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে BJP নেতা বাবুল সুপ্রিয় বলেন, "যেমনটা দিলীপদা বা মুকুলদা বললেন , ওরা (তৃণমূল কংগ্রেস) নিজেরাই ভেঙেছে । এটা BJP-র মিছিল নয়, বাংলার মিছিল হয়ে দাঁড়িয়েছিল । বাঙালির মিছিল হয়ে দাঁড়িয়েছিল । সেটা থেকে নজর ঘোরানোর জন্য বিদ্যাসাগরের মূর্তি ওরাই ভেঙেছে । গেট বন্ধ ছিল । ইট, পাটকেল সব ভেতর থেকেই এসেছে । "

Last Updated : May 15, 2019, 12:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.