ETV Bharat / state

ভোট দিতে গেলে গোলমাল পাকাতে পারেন রত্না, CEO-কে চিঠি শোভনের

স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তাঁর । বেহালায় নিজের বাড়িতে অনেকদিন ধরে থাকেন না । কিন্তু, আগামীকাল (রবিবার) ভোট দিতে যাবেন বেহালা পশ্চিমের একটি বুথে । তাঁর আশঙ্কা ভোট দিতে হলে স্ত্রী রত্না চট্টোপাধ্যায় সঙ্গীদের নিয়ে গোলমাল পাকাতে পারেন । তাই ওই বুথে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার আর্জি জানিয়ে CEO-কে চিঠি দিলেন শোভন চট্টোপাধ্যায় ।

শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়
author img

By

Published : May 18, 2019, 2:02 AM IST

Updated : May 18, 2019, 2:27 AM IST

কলকাতা, 18 মে : হামলার আশঙ্কায় ভুগছেন কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় । এবার ভোট দিতে গেলে তিনি নাকি সমস্যায় পড়বেন । গোলমাল পাকাতে পারেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায় । কিন্তু তিনি প্রয়োগ করতে চান গণতান্ত্রিক অধিকার । সেই পরিপ্রেক্ষিতে এবার নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তা চাইলেন শোভন । চিঠি দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ।

নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর দক্ষিণ 24 পরগনার রায়চকে বেড়াতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন শোভন । ওই দিন বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রায়চকে গেছিলেন তিনি । বেশ কিছু দুষ্কৃতী তাঁদের বাড়ি ঘিরে ফেলেছিল । বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান শোভন এবং বৈশাখি । পরে অভিযোগ করেন, পুলিশ তাঁদের সহযোগিতা করেনি । এমন কী বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি লেখেন । সূত্রের খবর, তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই সরিয়ে দেওয়া হয় ডায়মন্ডহারবার পুলিশ জেলার তৎকালীন পুলিশ সুপারকে ।

আগামীকাল (রবিবার) দক্ষিণ কলকাতার বেহালা পশ্চিমের একটি বুথে ভোট দিতে যাবেন শোভন । প্রতিবারের মতোই । কিন্তু শোভনের আশঙ্কা, ওই দিন বুথে হতে পারে অশান্তি । গোলমাল পাকাতে পারেন রত্না এবং তাঁর সহযোগীরা । তৈরি হতে পারে অপ্রীতিকর পরিস্থিতি । তাঁর সম্মানহানির মতো ঘটনা ঘটানো হতে পারে । সেই আশঙ্কা করেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) আরিজ় আফতাবকে চিঠি লিখেছেন শোভন । ওই বুথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চেয়েছেন । তবে কমিশনের তরফে এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনও আশ্বাস দেওয়া হয়নি বলে সূত্রের খবর।

কলকাতা, 18 মে : হামলার আশঙ্কায় ভুগছেন কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় । এবার ভোট দিতে গেলে তিনি নাকি সমস্যায় পড়বেন । গোলমাল পাকাতে পারেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায় । কিন্তু তিনি প্রয়োগ করতে চান গণতান্ত্রিক অধিকার । সেই পরিপ্রেক্ষিতে এবার নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তা চাইলেন শোভন । চিঠি দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ।

নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর দক্ষিণ 24 পরগনার রায়চকে বেড়াতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন শোভন । ওই দিন বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রায়চকে গেছিলেন তিনি । বেশ কিছু দুষ্কৃতী তাঁদের বাড়ি ঘিরে ফেলেছিল । বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান শোভন এবং বৈশাখি । পরে অভিযোগ করেন, পুলিশ তাঁদের সহযোগিতা করেনি । এমন কী বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি লেখেন । সূত্রের খবর, তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই সরিয়ে দেওয়া হয় ডায়মন্ডহারবার পুলিশ জেলার তৎকালীন পুলিশ সুপারকে ।

আগামীকাল (রবিবার) দক্ষিণ কলকাতার বেহালা পশ্চিমের একটি বুথে ভোট দিতে যাবেন শোভন । প্রতিবারের মতোই । কিন্তু শোভনের আশঙ্কা, ওই দিন বুথে হতে পারে অশান্তি । গোলমাল পাকাতে পারেন রত্না এবং তাঁর সহযোগীরা । তৈরি হতে পারে অপ্রীতিকর পরিস্থিতি । তাঁর সম্মানহানির মতো ঘটনা ঘটানো হতে পারে । সেই আশঙ্কা করেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) আরিজ় আফতাবকে চিঠি লিখেছেন শোভন । ওই বুথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চেয়েছেন । তবে কমিশনের তরফে এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনও আশ্বাস দেওয়া হয়নি বলে সূত্রের খবর।

Intro:কলকাতা, ১৭ এপ্রিল: আবারও আশঙ্কায় ভুগছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়! এবার ভোট দিতে গেলে তিনি নাকি সমস্যায় পড়বেন। গোলমাল পাকাতে পারেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। কিন্তু তিনি প্রয়োগ করতে চান গণতান্ত্রিক অধিকার। সেই সূত্রে এবার নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তা চাইলেন শোভন। Body:নির্বাচন ঘোষণা হওয়ার পর এই রায়চকে হয়েছিল গোলমাল। ওই দিন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রায়চকে গিয়েছিলেন তিনি। সন্ধ্যার পরে বৈশাখী বন্দ্যোপাধ্যায় ফোন করেন ইটিভি ভারতকে। জানান, বেশ কিছু দুষ্কৃতী তাদের বাড়ি ঘিরে ফেলেছে। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান শোভন এবং বৈশাখি। পরে অভিযোগ করেন পুলিশ তাদের সহযোগিতা করেনি। এমনকি ভারতের নির্বাচন কমিশনে চিঠি লেখেন। সূত্র জানাচ্ছে, তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরিয়ে দেওয়া হয় ডায়মন্ডহারবারের তৎকালীন পুলিশ সুপারকে।
Conclusion:এদিকে দক্ষিণ কলকাতার বেহালা পশ্চিমের একটি বুথে ভোট দিতে যাবেন শোভন। প্রতিবারের মতোই। কিন্তু শোভনের আশঙ্কা ওই দিন বুথে হতে পারে অশান্তি। গোলমাল পাকাতে পারেন রত্না এবং তাঁর সহযোগীরা। তৈরি হতে পারে অপ্রীতিকর পরিস্থিতি। তার সম্মান হানির মতো ঘটনা ঘটানো হতে পারে। সেই সূত্রেই ওই বুথে বাড়তি নিরাপত্তা চেয়েছেন শোভন। তবে কমিশনের তরফে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো আশ্বাস দেওয়া হয়নি বলে সূত্রের খবর।


Last Updated : May 18, 2019, 2:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.