ETV Bharat / state

দুর্ঘটনা ঘটিয়ে আমায় মারার চেষ্টা করেছিল পুলিশ : রাকেশ - police

ভোটের আগের সন্ধ্যায় অশান্তি শুরু হয়ে গেল দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের স্পর্শকাতর বন্দর এলাকায় । সদ্য BJP-তে যোগ দেওয়া রাকেশ সিং জনা তিরিশ BJP কর্মীকে নিয়ে ঘিরে রাখে দুই পুলিশকর্মীকে ।

রাকেশ
author img

By

Published : May 18, 2019, 11:53 PM IST

Updated : May 19, 2019, 12:12 AM IST

কলকাতা, ১৮ মে : আশঙ্কাটা ছিলই । ভোটের আগের সন্ধ্যায় অশান্তি শুরু হয়ে গেল দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের স্পর্শকাতর বন্দর এলাকায় । সদ্য BJP-তে যোগ দেওয়া রাকেশ সিং জনা তিরিশ BJP কর্মীকে নিয়ে ঘিরে রাখে দুই পুলিশকর্মীকে । BJP কর্মীদের করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই দুই পুলিশকর্মীর ফোন নিয়ে টানাটানি চলছে ।

অন্যদিকে রাকেশ সিংয়ের অভিযোগ, দুর্ঘটনা ঘটিয়ে তাকে পুলিশ মারার চেষ্টা করছে । তিনি বলেন, "আমি বাড়ি থেকে বেরোনোর পর এই দুই পুলিশকর্মী আমার পিছু নেয় । এদের পিছনে প্রায় 50-60 জন ছিল । আমাকে দুর্ঘটনা ঘটিয়ে মারার চেষ্টায় ছিল ওরা । তারপর BJP কর্মীদের নিয়ে আমরা এদের ধরেছি । মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় ভোট করতে না দেওয়ার চেষ্টা করতেই এই কাজ করিয়েছে । আমি তাঁদের চ্যালেঞ্জ জানাচ্ছি ।"

BJP কর্মীরা ওই দুই পুলিশকর্মীকে ঘিরে ধরে ভিডিয়ো করছিল । অভিযোগ, সেই সময় ওই দুই পুলিশ কর্মী ফোন করতে গেলে তাদের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা চলতে থাকে । ওয়াটগঞ্জ থানার ওই দুই পুলিশকর্মীকে নিগ্রহ করা হয় শারীরিক ভাবে । পরে আরও পুলিশ এসে ওই দুই পুলিশকর্মীকে উদ্ধার করে । ঘটনায় তিন BJP কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । এদিকে, পুলিশের দাবি রাকেশ সিং পলাতক ।

কলকাতা, ১৮ মে : আশঙ্কাটা ছিলই । ভোটের আগের সন্ধ্যায় অশান্তি শুরু হয়ে গেল দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের স্পর্শকাতর বন্দর এলাকায় । সদ্য BJP-তে যোগ দেওয়া রাকেশ সিং জনা তিরিশ BJP কর্মীকে নিয়ে ঘিরে রাখে দুই পুলিশকর্মীকে । BJP কর্মীদের করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই দুই পুলিশকর্মীর ফোন নিয়ে টানাটানি চলছে ।

অন্যদিকে রাকেশ সিংয়ের অভিযোগ, দুর্ঘটনা ঘটিয়ে তাকে পুলিশ মারার চেষ্টা করছে । তিনি বলেন, "আমি বাড়ি থেকে বেরোনোর পর এই দুই পুলিশকর্মী আমার পিছু নেয় । এদের পিছনে প্রায় 50-60 জন ছিল । আমাকে দুর্ঘটনা ঘটিয়ে মারার চেষ্টায় ছিল ওরা । তারপর BJP কর্মীদের নিয়ে আমরা এদের ধরেছি । মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় ভোট করতে না দেওয়ার চেষ্টা করতেই এই কাজ করিয়েছে । আমি তাঁদের চ্যালেঞ্জ জানাচ্ছি ।"

BJP কর্মীরা ওই দুই পুলিশকর্মীকে ঘিরে ধরে ভিডিয়ো করছিল । অভিযোগ, সেই সময় ওই দুই পুলিশ কর্মী ফোন করতে গেলে তাদের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা চলতে থাকে । ওয়াটগঞ্জ থানার ওই দুই পুলিশকর্মীকে নিগ্রহ করা হয় শারীরিক ভাবে । পরে আরও পুলিশ এসে ওই দুই পুলিশকর্মীকে উদ্ধার করে । ঘটনায় তিন BJP কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । এদিকে, পুলিশের দাবি রাকেশ সিং পলাতক ।

Intro:কলকাতা, ১৮ মে: অশঙ্কাটা ছিলই। ভোটের আগের সন্ধ্যায় অশান্তি শুরু হয়ে গেল স্পর্শকাতর বন্দর এলাকায়। সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাকেশ সিং জনা তিরিশ বিজেপি কর্মীকে নিয়ে ঘিরে রেখেছেন। বিজেপি কর্মীরা গিয়ে ভিডিও করেছেন তাতে দেখা যাচ্ছে, ওই দুই পুলিশ কর্মীর ফোন নিয়ে চলছে টানাটানি। অন্যদিকে রাকেশ সিংয়ের অভিযোগ, দুর্ঘটনা ঘটিয়ে তাকে পুলিশ মারার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় ভোগ করতে না দেওয়ার চেষ্টা করতেই এই কাজ করেছে। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি।" Body:এই সময় ওই দুই পুলিশ কর্মী ফোন করতে যান। তাদের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা চলতে থাকে। অভিযোগ ওয়াটগঞ্জ থানার ওই দুই পুলিশ কর্মীকে নিগ্রহ করা হয় শারীরিক ভাবে। পরে পুলিশের বড় বাহিনীকে ওই দুই পুলিশকর্মীকে উদ্ধার করে। ঘটনায় তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। রাকেশ সিং অবশ্য পলাতক।
Conclusion:সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাকেশের অভিযোগ, “ আমি বাড়ি থেকে বেরোনোর পর এই দুই পুলিশ কর্মী আমার পিছু নেয়। পিছনে প্রায় 50-60 জন ছিল। আমাকে দুর্ঘটনা ঘটিয়ে মারার চেষ্টায় ছিল। তারপর এত বিজেপি কর্মীকে নিয়ে আমরা এদের ধরেছি।
Last Updated : May 19, 2019, 12:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.