ETV Bharat / state

শান্তিপূর্ণ নির্বাচনের চেষ্টা করবো, দায়িত্ব নিয়ে বললেন রাজেশ কুমার - police

দায়িত্বে আসার মাস দুয়েকের মধ্যেই সরিয়ে দেওয়া হল কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে। নির্বাচন কমিশন তাঁর বদলে দায়িত্বে এনেছে রাজেশ কুমারকে।

author img

By

Published : Apr 6, 2019, 7:50 PM IST

কলকাতা, ৬ এপ্রিল : দায়িত্বে আসার মাস দুয়েকের মধ্যেই সরিয়ে দেওয়া হল কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে। নির্বাচন কমিশন তাঁর বদলে দায়িত্বে এনেছে রাজেশ কুমারকে। আজ দুপুরেই লালবাজারে এসে দায়িত্ব বুঝে নিলেন রাজেশ কুমার।

তবে এই বদলি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই নিয়ে খোদ মুখ্যমন্ত্রী নাকি চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনে। অবশ্য তার আগেই নবান্নের তরফে নির্দেশিকা জারি করে রাজেশ কুমারকে কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। অনুজ শর্মাকে দেওয়া হয়েছে ADG অপারেশনের দায়িত্ব। আজ দুপুরে রাজেশ কুমার লালবাজারে আসার পর তার হাতে দায়িত্ব বুঝিয়ে বেরিয়ে যান অনুজ শর্মা।

ভোটের কাজে অন্য রাজ্যের পুলিশ অবজ়ারভার হওয়ার কথা ছিল রাজেশ কুমারের। ১৯৯০ ব‌্যাচের IPS রাজেশ কুমার এজন্য ২৬ মার্চ দিল্লিতে গিয়ে প্রশিক্ষণও নিয়ে এসেছিলেন। এই প্রসঙ্গে রাজেশ কুমার বলেন, "আমার জন্যে অনেক বড় দায়িত্ব। কলকাতা পুলিশের মত সংস্থার দায়িত্ব পেয়েছি, যার অনেক ইতিহাস। আমি এটাই আশ্বাস দেব যে, শান্তিপূর্ণভাবে, নির্বিঘ্নে নির্বাচন করার জন্য সব রকম চেষ্টা থাকবে আমাদের।" তিনি আরও বলেন, "পুলিশ অনেক কাজ করছে। অপরাধ কমানো, নাগরিক সুরক্ষার কাজ করছে। সেই সব ক্ষেত্রে আরও জোর দেব।"

কলকাতা, ৬ এপ্রিল : দায়িত্বে আসার মাস দুয়েকের মধ্যেই সরিয়ে দেওয়া হল কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে। নির্বাচন কমিশন তাঁর বদলে দায়িত্বে এনেছে রাজেশ কুমারকে। আজ দুপুরেই লালবাজারে এসে দায়িত্ব বুঝে নিলেন রাজেশ কুমার।

তবে এই বদলি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই নিয়ে খোদ মুখ্যমন্ত্রী নাকি চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনে। অবশ্য তার আগেই নবান্নের তরফে নির্দেশিকা জারি করে রাজেশ কুমারকে কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। অনুজ শর্মাকে দেওয়া হয়েছে ADG অপারেশনের দায়িত্ব। আজ দুপুরে রাজেশ কুমার লালবাজারে আসার পর তার হাতে দায়িত্ব বুঝিয়ে বেরিয়ে যান অনুজ শর্মা।

ভোটের কাজে অন্য রাজ্যের পুলিশ অবজ়ারভার হওয়ার কথা ছিল রাজেশ কুমারের। ১৯৯০ ব‌্যাচের IPS রাজেশ কুমার এজন্য ২৬ মার্চ দিল্লিতে গিয়ে প্রশিক্ষণও নিয়ে এসেছিলেন। এই প্রসঙ্গে রাজেশ কুমার বলেন, "আমার জন্যে অনেক বড় দায়িত্ব। কলকাতা পুলিশের মত সংস্থার দায়িত্ব পেয়েছি, যার অনেক ইতিহাস। আমি এটাই আশ্বাস দেব যে, শান্তিপূর্ণভাবে, নির্বিঘ্নে নির্বাচন করার জন্য সব রকম চেষ্টা থাকবে আমাদের।" তিনি আরও বলেন, "পুলিশ অনেক কাজ করছে। অপরাধ কমানো, নাগরিক সুরক্ষার কাজ করছে। সেই সব ক্ষেত্রে আরও জোর দেব।"

Intro:আমার জন্যে অনেক বড় দায়িত্ব। কলকাতা পুলিশের মত সংস্থার দায়িত্ব পেয়েছি, যার অনেক ইতিহাস। আমি এটাই আশ্বাস দেব যে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন নির্বাচন করার জন্য সব রকম প্রচেষ্টা থাকবে। Body:পুলিশ অনেক কিছু নতুন কাজ করেছে। অপরাধ কমানো, নাগরিক সুরক্ষার কাজ করেছে। আরও জোর দেব।Conclusion:null

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.