ETV Bharat / state

বিধানসভায় কর্নাটক ইশুতে "হর্স ট্রেডিং"-এর বিরোধিতা করে প্রস্তাব গৃহীত - congress

কর্নাটকে বিধায়কদের পদত্যাগ ইশুতে গতকাল বিধানসভায় "হর্স ট্রেডিং"-এর বিরোধিতা করে প্রস্তাব গৃহীত হয় । পরে বিধানসভার বাইরেও একইভাবে কর্নাটকের পরিস্থিতির নিন্দা করেন মুখ্যমন্ত্রী । এবং সে রাজ্যে রাজনৈতিক সংকটের জন্য BJP - কে দায়ি করেন তিনি ।

মমতা ব্যানার্জি
author img

By

Published : Jul 11, 2019, 4:28 AM IST

কলকাতা, 11 জুলাই: কর্নাটকের রাজনৈতিক পরিস্থিতির তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । গতকাল রাজ্য বিধানসভায় কর্নাটকে রাজনৈতিক সংকটের বিরোধিতা করে প্রস্তাব গৃহীত হয় ।

বিধানসভা অধিবেশনে কংগ্রেস নেতা নেপাল মাহাতো বলেন, "এইমাত্র খবর পেলাম কর্নাটকে কংগ্রেস বিধায়কদের আটকে রাখা হয়েছে । এর প্রতিবাদ জানানোর প্রয়োজন বোধ করছি ।" বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন," দল ভাঙার এবং সরকার ভাঙার খেলায় বড় বিড়ম্বনা হচ্ছে । আমরা এই খেলার বিরুদ্ধে । ওই রাজ্য, এ রাজ্য - সর্বত্রই গণতন্ত্রে এরকম ঘটনার বিরোধিতা করাই উচিত । " মুখ্যমন্ত্রী বলেন, " আমিও কর্নাটকের খবরটা পেয়েছি । সাংবাদিকদেরও আটকে রাখা হয়েছে । বিধায়কদের দলত্যাগে বাধ্য করা হচ্ছে । এখানে আমাদের মধ্যে রাজনৈতিক ভাবনায় কোনও পার্থক্য নেই । কর্নাটকে যে ষড়যন্ত্র চলছে, তার তীব্র ধিক্কার জানাচ্ছি । এই বার্তা সারা দেশে যাওয়া উচিত ।" এর পর বিধানসভার অধ্যক্ষ বলেন, "হর্স ট্রেডিং-এর তীব্র বিরোধিতা করছি । অধিবেশনে এই প্রস্তাব গৃহীত হল ।"

বিধানসভা বাইরেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্নাটকের পরিস্থিতির নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী । তিনি এই ইশুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন । বলেন, "এটা খুব নোংরা রাজনীতি । আজ কোনও দল ক্ষমতায় রয়েছে । কাল নাও থাকতে পারে । কিন্তু সরকার অচল হলে চলবে না । সাংবিধানিক অচলাবস্থা তৈরি হয়েছে । যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর আঘাত হানা হচ্ছে । এখন কর্নাটকের এই পরিস্থিতি । এরপর মধ্যপ্রদেশ, তারপর রাজস্থান ।" নাম না করে BJP-কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, "এক মাস আগেই নির্বাচিত হয়ে কেন্দ্রে সরকার গঠন করেছে । যে কাজ করা উচিত তা না করে রাজ্যগুলিতে সরকার ভাঙার কাজ করছে । "

কলকাতা, 11 জুলাই: কর্নাটকের রাজনৈতিক পরিস্থিতির তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । গতকাল রাজ্য বিধানসভায় কর্নাটকে রাজনৈতিক সংকটের বিরোধিতা করে প্রস্তাব গৃহীত হয় ।

বিধানসভা অধিবেশনে কংগ্রেস নেতা নেপাল মাহাতো বলেন, "এইমাত্র খবর পেলাম কর্নাটকে কংগ্রেস বিধায়কদের আটকে রাখা হয়েছে । এর প্রতিবাদ জানানোর প্রয়োজন বোধ করছি ।" বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন," দল ভাঙার এবং সরকার ভাঙার খেলায় বড় বিড়ম্বনা হচ্ছে । আমরা এই খেলার বিরুদ্ধে । ওই রাজ্য, এ রাজ্য - সর্বত্রই গণতন্ত্রে এরকম ঘটনার বিরোধিতা করাই উচিত । " মুখ্যমন্ত্রী বলেন, " আমিও কর্নাটকের খবরটা পেয়েছি । সাংবাদিকদেরও আটকে রাখা হয়েছে । বিধায়কদের দলত্যাগে বাধ্য করা হচ্ছে । এখানে আমাদের মধ্যে রাজনৈতিক ভাবনায় কোনও পার্থক্য নেই । কর্নাটকে যে ষড়যন্ত্র চলছে, তার তীব্র ধিক্কার জানাচ্ছি । এই বার্তা সারা দেশে যাওয়া উচিত ।" এর পর বিধানসভার অধ্যক্ষ বলেন, "হর্স ট্রেডিং-এর তীব্র বিরোধিতা করছি । অধিবেশনে এই প্রস্তাব গৃহীত হল ।"

বিধানসভা বাইরেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্নাটকের পরিস্থিতির নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী । তিনি এই ইশুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন । বলেন, "এটা খুব নোংরা রাজনীতি । আজ কোনও দল ক্ষমতায় রয়েছে । কাল নাও থাকতে পারে । কিন্তু সরকার অচল হলে চলবে না । সাংবিধানিক অচলাবস্থা তৈরি হয়েছে । যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর আঘাত হানা হচ্ছে । এখন কর্নাটকের এই পরিস্থিতি । এরপর মধ্যপ্রদেশ, তারপর রাজস্থান ।" নাম না করে BJP-কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, "এক মাস আগেই নির্বাচিত হয়ে কেন্দ্রে সরকার গঠন করেছে । যে কাজ করা উচিত তা না করে রাজ্যগুলিতে সরকার ভাঙার কাজ করছে । "

Intro:কর্ণাটকে ঘোড়া কেনা বেচা পরিস্থিতির তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী : বিধানসভায় গৃহীত হল প্রস্তাব

কলকাতা, ১০ জুলাই : কর্ণাটকে ‘ঘোড়া কেনাবেচার’ মতো অবস্থার বিরোধিতা করে প্রস্তাব গৃহীত হল পশ্চিম বঙ্গ বিধানসভায়।

Body:

রাজ‍্য বিধানসভা অধিবেশনে কংগ্রেসের বরিষ্ঠ নেতা নেপাল মাহাতো বলেন, এইমাত্র খবর পেলাম কর্ণাটকে কংগ্রেস বিধায়কদের আটকে রাখা হয়েছে। এর প্রতিবাদ জানানোর প্রয়োজন বোধ করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে বিধানসভার অধক্ষ তাকালে মুখ্যমন্ত্রী বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে বলার আবেদন করেন। সুজনবাবু দাঁড়িয়ে বলেন, দল ভাঙার এবং সরকার ভাঙার খেলায় বড় বিড়ম্বনা হচ্ছে। আমরা এই খেলাগুলোর বিরুদ্ধে। গণতন্ত্রে এ রকম ঘটনায় আমাদের বিরোধিতা করাই উচিত। ওখানে, এ রাজ্যে সর্বত্র।

মুখ্যমন্ত্রী বলেন, “আমিও কর্ণাটকের খবরটা পেয়েছি। সাংবাদিকদেরও আটকে রাখা হয়েছে। বিধায়কদের দলত্যাগে বাধ্য করা হচ্ছে। এখানে আমাদের মধ্যে রাজনৈতিক ভাবনায় কোনও পার্থক্য নেই। কর্ণাটকে যে ষড়যন্ত্র চলছে, তার তীব্র ধিক্কার জানাচ্ছি। এই বার্তা সারা দেশে যাওয়া উচিত।“

অধ্যক্ষ তখন বলেন, “হর্স ট্রেডিংয়ের তীব্র বিরোধিতা করছি। অধিবেশনে এই প্রস্তাব গৃহীত হল।” অন‍্যদিকে, বিধানসভা অধিবেশন কক্ষের বাইরেও একই রকম ভাবে নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.