দিল্লি, 29 মার্চ : সারদা চিটফান্ড কাণ্ডে তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় এয়ারটেল ও ভোডাফোনকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। 8 এপ্রিলের মধ্যে সেই দুই সংস্থাকে নোটিশের জবাব দিতে হবে।
সারদা চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসার পর রাজ্য সরকার SIT গঠন করে। তৎকালীন বিধাননগর কমিশনার রাজীব কুমারকে SIT-র মাথায় বসানো হয়। পরে শীর্ষ আদালতের নির্দেশে সারদা চিটফান্ড কেলেঙ্কারির তদন্তভার হাতে নেয় CBI। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে দাবি করা হয়, SIT-র কাছে একাধিক প্রভাবশালী ব্যক্তির কল রেকর্ডস চাওয়া হয়। কিন্তু, SIT তা দিতে দেরি করে বলে অভিযোগ। তারপর শীর্ষ আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অভিযোগ করে, কল রেকর্ডগুলি অসম্পূর্ণ ও সেগুলি বিকৃত করা হয়েছে। তারপর রাজীব কুমারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে CBI।
ইতিমধ্যে এয়ারটেল ও ভোডাফোনের থেকে কয়েকটি নির্দিষ্ট ফোন নম্বরের কল রেকর্ড চেয়েছিল CBI। তাতে মূলত দুটি বিষয় জানতে চাওয়া হয়। একটি হল- কোন সময়ের কল রেকর্ড চেয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ। অপরটি হল- কোন সময়ের কল রেকর্ড পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু, সেই তথ্য তাদের হাতে তুলে দিতে দুই সংস্থা টালবাহানা করছে বলে অভিযোগ করে CBI।
তারপর বুধবার দুই টেলিকম সার্ভিস প্রোভাইডারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আবেদনে বলা হয়, "একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও বিস্ময়কর ও আশ্চর্যজনকভাবে দুই সংস্থা গুরুত্বপূর্ণ কল রেকর্ডস দেওয়া থেকে এড়িয়ে যাচ্ছে।" সেই আবেদনের ভিত্তিতে আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ এয়ারটেল ও ভোডাফোনকে নোটিশ ধরানোর নির্দেশ দেয়। যদিও ভোডাফোনের তরফে মুকুল রোহতগি বলেন, "এই অভিযোগ সম্পূর্ণ ভুল। ওদের (CBI-কে) আমরা সব (তথ্য) দিয়েছি।"