ETV Bharat / state

107 জন বিধায়ক BJP-তে আসছেন : মুকুল

মুকুল রায় দাবি করেন, আরও 107 জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন । তাঁদের মধ্যে অধিকাংশই তৃণমূল বিধায়ক ।

মুকুল
author img

By

Published : Jul 13, 2019, 4:06 PM IST

Updated : Jul 13, 2019, 5:18 PM IST

কলকাতা, 13 জুলাই : তৃণমূল কংগ্রেসের দায়িত্ব আর সামলাতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় । তাই প্রশান্ত কিশোরের ডাক পড়েছে । এই দাবি করলেন BJP নেতা মুকুল রায় ।

আজ কলকাতায় সাংবাদিক বৈঠক করেন মুকুল । সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকুল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি আর পারছি না । তাই প্রশান্ত কিশোরকে স্থলাভিষিক্ত করা হয়েছে ।" প্রশান্তকে কোন পদে বসানো হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে । তৃণমূলের তরফেও এবিষয়ে মুখ খোলা হয়নি । এনিয়ে মুকুল বলেন, "কিশোর কোনও পদাধিকারী নাকি উপদেষ্টা ? প্রশান্ত বলেছেন, তাঁকে CSR ফান্ড থেকে টাকা দেওয়া হয়েছে । রাজনৈতিক দলের আবার CSR ফান্ড কী ? CSR ফান্ড কর্পোরেট কম্পানির থাকে । তাহলে তৃণমূল একটি কর্পোরেট কম্পানি ।"

এই সংক্রান্ত আরও খবর : শুভ্রাংশুকে দলে রাখতে পারবেন তো ? মুকুলকে প্রশ্ন অভিষেকের

মুকুল দাবি করেন, তৃণমূল কংগ্রেস সহ অন্য দলের অনেক বিধায়ক BJP-তে আসার জন্য পা বাড়িয়ে রয়েছে । তাঁর কথায়, "রাজ্যের আরও 107 জন বিধায়ক BJP-তে আসতে প্রস্তুত । অধিকাংশই তৃণমূল বিধায়ক ।" কিন্তু, কাঁচরাপাড়ার কাউন্সিলররা BJP-তে আসার পর ফের তৃণমূলে ফিরে গেছেন । তাতে দলের কি কোনও ক্ষতি হল ? এনিয়ে মুকুল বলেন, "কেউ ফিরে যেতেই পারেন । দলের কিছু যায় আসে না । এক্ষেত্রে রণনীতি ও রণকৌশল খুব গুরুত্বপূর্ণ ।"

এই সংক্রান্ত আরও খবর : তৃণমূলে ফিরলেন পাঁচ কাউন্সিলর, কাঁচরাপাড়ায় নতুন সমীকরণ

কলকাতা, 13 জুলাই : তৃণমূল কংগ্রেসের দায়িত্ব আর সামলাতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় । তাই প্রশান্ত কিশোরের ডাক পড়েছে । এই দাবি করলেন BJP নেতা মুকুল রায় ।

আজ কলকাতায় সাংবাদিক বৈঠক করেন মুকুল । সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকুল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি আর পারছি না । তাই প্রশান্ত কিশোরকে স্থলাভিষিক্ত করা হয়েছে ।" প্রশান্তকে কোন পদে বসানো হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে । তৃণমূলের তরফেও এবিষয়ে মুখ খোলা হয়নি । এনিয়ে মুকুল বলেন, "কিশোর কোনও পদাধিকারী নাকি উপদেষ্টা ? প্রশান্ত বলেছেন, তাঁকে CSR ফান্ড থেকে টাকা দেওয়া হয়েছে । রাজনৈতিক দলের আবার CSR ফান্ড কী ? CSR ফান্ড কর্পোরেট কম্পানির থাকে । তাহলে তৃণমূল একটি কর্পোরেট কম্পানি ।"

এই সংক্রান্ত আরও খবর : শুভ্রাংশুকে দলে রাখতে পারবেন তো ? মুকুলকে প্রশ্ন অভিষেকের

মুকুল দাবি করেন, তৃণমূল কংগ্রেস সহ অন্য দলের অনেক বিধায়ক BJP-তে আসার জন্য পা বাড়িয়ে রয়েছে । তাঁর কথায়, "রাজ্যের আরও 107 জন বিধায়ক BJP-তে আসতে প্রস্তুত । অধিকাংশই তৃণমূল বিধায়ক ।" কিন্তু, কাঁচরাপাড়ার কাউন্সিলররা BJP-তে আসার পর ফের তৃণমূলে ফিরে গেছেন । তাতে দলের কি কোনও ক্ষতি হল ? এনিয়ে মুকুল বলেন, "কেউ ফিরে যেতেই পারেন । দলের কিছু যায় আসে না । এক্ষেত্রে রণনীতি ও রণকৌশল খুব গুরুত্বপূর্ণ ।"

এই সংক্রান্ত আরও খবর : তৃণমূলে ফিরলেন পাঁচ কাউন্সিলর, কাঁচরাপাড়ায় নতুন সমীকরণ

Intro:




সুজয় ঘোষ

কলকাতা: "তৃণমূলের এতটাই দূরদসা। সব্যসাচী এতবার দলের বিরুদ্ধে কথা বললেও মমতার হিম্মদ নেই, ক্ষমতা নেই সব্যসাচীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার"আজ কলকাতায় তার বাসভবনে বিস্ফোক মন্তব্য করেন বিজেপির নির্বাচণ কমিটির আহ্বাক মুকুল রায়।

আজ তৃণমূলের মিছিল ইশুতে মুকুল রায় বলেন,স্কুলের ছাত্র-ছাত্রী দের স্কুলে ফতোয়া দিয়ে মিছিল করেছে,জানিনা প্রশান্ত কিশোরের পরামর্শে এই কাজ কিনা।

আজ জগদ্দল খুন ইশুতে মুকুল রায় বলেন, এখনও অবধি যা শুনেছি সাধারণ মানুষ যা বলেছে পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে ওই সাধারণ মানুষটির।



তৃণমূল রাজ্যে পুলিশ রাজ চালাচ্ছে।যখন ভোটাভোটি হবে তখন কাঁচড়াপাড়া ও হালিশহরের বোর্ড আমাদেরই থাকবে।


আজ কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গী সঙ্গে ইস্টবেঙ্গ ও মোহনবাগানের ক্লাব কর্তার বৈঠক ইশুতে মুকুল রায় বলেন, আই এসএল ও আই লিগের ফুটবল খেলার বিষয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। সেই বিষয়ে দুটি ক্লাবই আজ কৈলাস বিজয়বর্গীর হস্তক্ষেপ দাবী করেছেন। এই বিষয়ে কোনও রাজনীতির বিষয় নেই।Body:কপিConclusion:
Last Updated : Jul 13, 2019, 5:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.