কলকাতা, 9 জুলাই : "দেখবেন কোনও দিন ফিরহাদ হাকিমও মিরজ়াফর হয়ে যাবে" । গতকাল সব্যসাচী দত্তের পাশে দাঁড়িয়ে এ মন্তব্য করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।
সব্যসাচী দত্ত যা করেছে তাতে পরবর্তী প্রজন্ম তাকে মিরজ়াফর বলবে বলে গতকাল মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস নেতা তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তারই পালটা এ কথা বলেন রাহুল সিনহা।
এই সংক্রান্ত আরও খবর : সব্যসাচী যা করছে তাতে পরবর্তী প্রজন্ম মিরজ়াফর বলবে : ফিরহাদ
রাহুল বলেন, "বহু লোক যারা তৃণমূল কংগ্রসে ছিল, যারা তৃণমূল কংগ্রেসের স্তম্ভ, তাঁদের অনেকেই এখন অন্য মত পোষণ করছে । তাঁরা মুখে কিছু বলছে না, কারণ তাদের ভয় মুখ খুললে ভুয়ো কেসে জড়িয়ে দেওয়া হবে । তবে এই ভয় কেটে যাবে। ৬ মাস অপেক্ষা করুন। পশ্চিমবঙ্গে মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভবনার কথা আমরা আগে বলেছিলাম । সেই সম্ভাবনা আপনারা ৬ মাসের মধ্যে বুঝতে পারবেন । সাধারণ মানুষও বুঝতে পারবে পশ্চিমবঙ্গে মধ্যবর্তী নির্বাচন আসন্ন ।"
রাহুল দাবি করেন, তৃণমূল কংগ্রেস যে দ্রুত ভাঙছে এটা একদম নিশ্চিত। তৃণমূল কংগ্রেসের থেকে অনেক নেতা বেরিয়ে আসছে । এটা আগামী দিনে আরও বাড়বে। ভাঙন আরও জোরদার হবে ।
গতকাল তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে তলব করেছিল ED । এই প্রসঙ্গে রাহুল বলেন, " যারা সারদা-নারদার টাকা খেয়েছে এখন তাদের খোঁজ পড়েছে । তাদের ডাকাডাকি চলবে । আর যাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া যাবে, তাদের যেখানে পাঠানোর প্রয়োজন সেখানে পাঠানো হবে। যা করার সেটা CBI করছে ।"