কলকাতা, 22 জুলাই :আজ নবান্ন সভাঘরে জেলা পরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সব জেলার সভাধিপতি, কর্মাধ্যক্ষদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ৷
জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষদের বৈঠকে সেতু নির্মাণ থেকে পঞ্চায়েত সদস্যদের ভাতা বৃদ্ধি, পুজো কমিটির কর, পুজো নিয়ে সামাজিক রীতি সংক্রান্ত সব বিষয়গুলিই উঠে এসেছে ৷ তৃণমূলস্তরে উন্নয়ন কেমন হবে, তা জেলা পরিষদ সদস্যদের বোঝানোর জন্যই এই বৈঠক ডাকা হয়েছিল, জানিয়েছে সূত্র ৷ বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিবও ৷
কাটমানি বিক্ষোভে রাজ্যরাজনীতি উত্তাল হওয়ার পর সকলেই মুখিয়ে ছিলেন জেলা পরিষদ সদস্যদের মুখ্যমন্ত্রী কী বলেন, তা জানতে চেয়ে ৷ কারণ রাজ্যজুড়ে বেশ কিছু পঞ্চায়েতে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ চলছে ৷ বিরোধীদের কটাক্ষও অব্যাহত ৷
মমতা বৈঠকে যা বললেন...
- নতুন ব্রিজ হলে PWD বানাবে
- সপ্তাহে একটা দিন ২ ঘণ্টা করে জনগণের জন্য বরাদ্দ রাখবে জেলাপরিষদ ৷
- পুজোগুলোর কেন আয়কর ছাড় থাকবে না?
- পুজোটা রোজগারের জায়গা নয়
- পুজো নিয়ে সরকারের ''সোশাল কমপালসন'' আছে
- পুজো কমিটির থেকে আয়কর নেওয়া ঠিক হচ্ছে না
- পুজোতে অনেক লোকের কর্মসংস্থান হয়