ETV Bharat / state

পুজো রোজগারের জায়গা নয়, জেলা পরিষদের বৈঠকে বললেন মমতা - জেলা পরিষদ

কাটমানি বিক্ষোভে রাজ্যরাজনীতি উত্তাল হওয়ার পর সকলেই মুখিয়ে ছিলেন জেলা পরিষদ সদস্যদের মুখ্যমন্ত্রী কী বলেন, তা জানতে চেয়ে

পুজো রোজগারের জায়গা নয়, জেলা পরিষদের বৈঠকে বললেন মমতা
author img

By

Published : Jul 22, 2019, 2:37 PM IST

কলকাতা, 22 জুলাই :আজ নবান্ন সভাঘরে জেলা পরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সব জেলার সভাধিপতি, কর্মাধ্যক্ষদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ৷

জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষদের বৈঠকে সেতু নির্মাণ থেকে পঞ্চায়েত সদস্যদের ভাতা বৃদ্ধি, পুজো কমিটির কর, পুজো নিয়ে সামাজিক রীতি সংক্রান্ত সব বিষয়গুলিই উঠে এসেছে ৷ তৃণমূলস্তরে উন্নয়ন কেমন হবে, তা জেলা পরিষদ সদস্যদের বোঝানোর জন্যই এই বৈঠক ডাকা হয়েছিল, জানিয়েছে সূত্র ৷ বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিবও ৷

কাটমানি বিক্ষোভে রাজ্যরাজনীতি উত্তাল হওয়ার পর সকলেই মুখিয়ে ছিলেন জেলা পরিষদ সদস্যদের মুখ্যমন্ত্রী কী বলেন, তা জানতে চেয়ে ৷ কারণ রাজ্যজুড়ে বেশ কিছু পঞ্চায়েতে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ চলছে ৷ বিরোধীদের কটাক্ষও অব্যাহত ৷

মমতা বৈঠকে যা বললেন...

  • নতুন ব্রিজ হলে PWD বানাবে
  • সপ্তাহে একটা দিন ২ ঘণ্টা করে জনগণের জন্য বরাদ্দ রাখবে জেলাপরিষদ ৷
  • পুজোগুলোর কেন আয়কর ছাড় থাকবে না?
  • পুজোটা রোজগারের জায়গা নয়
  • পুজো নিয়ে সরকারের ''সোশাল কমপালসন'' আছে
  • পুজো কমিটির থেকে আয়কর নেওয়া ঠিক হচ্ছে না
  • পুজোতে অনেক লোকের কর্মসংস্থান হয়

কলকাতা, 22 জুলাই :আজ নবান্ন সভাঘরে জেলা পরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সব জেলার সভাধিপতি, কর্মাধ্যক্ষদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ৷

জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষদের বৈঠকে সেতু নির্মাণ থেকে পঞ্চায়েত সদস্যদের ভাতা বৃদ্ধি, পুজো কমিটির কর, পুজো নিয়ে সামাজিক রীতি সংক্রান্ত সব বিষয়গুলিই উঠে এসেছে ৷ তৃণমূলস্তরে উন্নয়ন কেমন হবে, তা জেলা পরিষদ সদস্যদের বোঝানোর জন্যই এই বৈঠক ডাকা হয়েছিল, জানিয়েছে সূত্র ৷ বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিবও ৷

কাটমানি বিক্ষোভে রাজ্যরাজনীতি উত্তাল হওয়ার পর সকলেই মুখিয়ে ছিলেন জেলা পরিষদ সদস্যদের মুখ্যমন্ত্রী কী বলেন, তা জানতে চেয়ে ৷ কারণ রাজ্যজুড়ে বেশ কিছু পঞ্চায়েতে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ চলছে ৷ বিরোধীদের কটাক্ষও অব্যাহত ৷

মমতা বৈঠকে যা বললেন...

  • নতুন ব্রিজ হলে PWD বানাবে
  • সপ্তাহে একটা দিন ২ ঘণ্টা করে জনগণের জন্য বরাদ্দ রাখবে জেলাপরিষদ ৷
  • পুজোগুলোর কেন আয়কর ছাড় থাকবে না?
  • পুজোটা রোজগারের জায়গা নয়
  • পুজো নিয়ে সরকারের ''সোশাল কমপালসন'' আছে
  • পুজো কমিটির থেকে আয়কর নেওয়া ঠিক হচ্ছে না
  • পুজোতে অনেক লোকের কর্মসংস্থান হয়
Intro:কলকাতা, ২ জুলাই: অভিযুক্ত দুষ্কৃতীদের ছবিও ধরা পড়েছিল সিসিটিভির ফুটেজে। কলকাতা পুলিশের আন্টি ডাকাতি সেকশন হন্যে হয়ে শুরু করে খোঁজ। না, খোঁজ মেলেনি। পরে দুষ্কৃতীদের ছবি লাগানো হয়েছিল বিভিন্ন জনবহুল এলাকায়। কোনও খবর আসেনি লালবাজারের কাছে। একটা সময় মনে করা হয়েছিল, আরও কয়েকটি ঘটনার মতো জোড়া বাগানের ডাকাতির ঘটনাও সমাধান হবে না কোনদিন। কিন্তু হাল ছাড়েনি লালবাজার। পুলিশ সূত্রে খবর, এক বছরের বেশি সময় পর অবশেষে গ্রেপ্তার করা হল দুষ্কৃতীদের।Body:৭ এপ্রিল, ২০১৮। সেটা ছিল শনিবার। ওই দিন সন্ধ্যা ৬টা থেকে ৬.১৫ মিনিটের মধ্যে জোড়াবাগান থানা এলাকার ৫৪/এ কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটের একটি অফিসে ডাকাতি হয়। আঙুর ব্যবসায়ী দেবীলাল শর্মার অফিস সেটি। অফিসে তিন জন দুষ্কৃতী ঢোকে। শ্যাম শর্মা নামে অফিসের এক কর্মী ব্যবসার টাকা আদায় করে সবে অফিসে ঢুকেছিলেন। দুষ্কৃতীরা তাঁকে মাথায় অস্ত্র ঠেকিয়ে মারধর করে টাকা লুঠ করে পালিয়ে যায়। অভিযোগ মোট 19 লাখ টাকা ডাকাতি হয়েছিল সেদিন।
Conclusion:প্রাথমিকভাবে তদন্তে নামে জোড়াবাগান থানা পুলিশ। পরে কেসের দায়িত্ব নেয় লালবাজারের আন্টি দেখাতে স্কোয়াড।
চারতলা ওই বাড়ির CCTVর ফুটেজ খতিয়ে দেখে তিন দুষ্কৃতীর ছবি পাওয়া যায়। ফুটেছে দেখা যায়, মাঝবয়সী তিন ব্যক্তির মধ্যে দু’জন মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়িটি থেকে বেরিয়ে যাচ্ছে। তার মধ্যে এক দুষ্কৃতীর পিঠে একটি ব্যাগ রয়েছে। তৃতীয় ব্যক্তির হাতেও ছিল ফোন। ওই তিন দুষ্কৃতী ছবির সূত্র ধরে ডাকাত দলের খোঁজ শুরু করেন পুলিশ। কিন্তু তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না প্রায় বছর খানেক ধরে। অবশেষে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে দুষ্কৃতীদের। কলকাতা পুলিশের এক কর্তা জানিয়েছেন, “ এই দলটি মূলত ভিন রাজ্যের। তাদের মডাস অপারেন্ডি একটু ভিন্ন। বিভিন্ন রাজ্যে তারা অপারেশন চালায়। অতর্কিতে ডাকাতি করে গা ঢাকা দেয়। ফলে তাদের খোঁজ পাওয়া একটু কঠিন হয়ে পড়ে।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.