কলকাতা, ১৮ মার্চ : বেহালার সিরিটির চণ্ডীতলা এলাকার একটি কেমিকেল কারখানায় আগুন লাগে গতকাল রাত সাড়ে আটটা নাগাদ। দমকলের ১৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন চলছে কুলিং প্রসেস। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
রবিবার হওয়ায় সিরিটির ওই কেমিকেল কারখানাটি প্রায় বন্ধ ছিল। উপস্থিত ছিলেন নিরাপত্তারক্ষী ও এক-দু'জন কর্মী। তাঁরা আগুন দেখতে পেয়ে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয়রা খবর দেয় দমকল ও পুলিশে। কিছুক্ষণের মধ্যেই আসে দমকলের ৩টি ইঞ্জিন। ঝোড়ো হাওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এরই মধ্যে কারখানার ভিতরে দাহ্য কেমিকেল মজুত থাকায় আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। তখন দমকলের আরও ১০টি ইঞ্জিন ঘটনাস্থানে আসে। ঘণ্টা দুয়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
দমকলের তরফে জানানো হয়েছে, আপাতত কুলিং প্রসেস চলছে। কী ভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে।