ETV Bharat / state

"রাজ্যে গোষ্ঠী সংঘর্ষের জন্য দায়ি তৃণমূলও"; সর্বদলের আবেদন কংগ্রেস-বামফ্রন্টের

বাম ও কংগ্রেস যৌথভাবে সর্বদলীয় প্রস্তাব নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হয় । ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে 185 ধারা মেনে সর্বদলীয় প্রস্তাবের খসড়া জমা দেওয়া হয়েছে ।

সর্বদলের আবেদন কংগ্রেস-বামফ্রন্টের
author img

By

Published : Jul 1, 2019, 10:33 PM IST

কলকাতা, 1 জুলাই : রাজ্যে গোষ্ঠী সংঘর্ষ, রাজনৈতিক সংঘর্ষ বন্ধ করতে বাম ও কংগ্রেস যৌথভাবে সর্বদলীয় প্রস্তাব নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হয় । ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে 185 ধারা মেনে সর্বদলীয় প্রস্তাবের খসড়া জমা দেওয়া হয়েছে ।

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এবং রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান যৌথভাবে জানিয়েছেন, BJP এবং শাসক দল তৃণমূল বাংলার সংস্কৃতি নষ্ট করছে । মালদায় গণপিটুনির ঘটনায় পুলিশ অভিযোগ নিচ্ছে না । সম্প্রদায়গত বিভাজন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে রাজ্যে । রাজ্যের অশান্ত পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন তাঁরা । আজ বিধানসভার অধিবেশন চলাকালীন বাম ও কংগ্রেস যৌথভাবে আলোচনা করার প্রস্তাব দিয়েছে ।

সুজনবাবু বলেন, "যদি এমন হয় যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য একসাথে আলোচনা করতে হবে, আমরা আছি । কিন্তু রাজ্যের এই অশান্ত পরিবেশের দায় নিতে হবে শাসকদলকে । আমাদের খসড়ায় প্রয়োজনীয় বিষয়গুলোর উল্লেখ থাকতে হবে । 10টি লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য । এর বিরুদ্ধেও আমরা সর্বসম্মত প্রস্তাব আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি । যদি অধ্যক্ষ অনুমতি দেন তাহলেই হবে । রাজ্য সরকারের দুর্বলতায় BJP-র বিকাশ ঘটছে এরাজ্যে । রাজ্য সরকারের উপর সমগ্র ঘটনার দায় বর্তায় ।"

অন্যদিকে, আবদুল মান্নান অভিযোগ করেন, তাঁদের সঙ্গে শাসকদলের সর্বদলীয় প্রস্তাবের খসড়ায় পদ্ধতিগত ফারাক আছে । যা মেনে নেওয়া যায় না । তিনি বলেন,"আমরা আগে একটা প্রস্তাব দিয়েছি, এখন যদি সেই প্রস্তাবের খসড়া প্রত্যাহার করি সেটা ঠিক হবে না । ওরা ওদের খসড়া দিক আমরা আমাদেরটা দেব ।"

শাসকদলের পক্ষ থেকে আজ নতুন একটি সর্বদলীয় প্রস্তাবের খসড়া নিয়ে আসা হয় বিরোধীদলের কাছে । সেই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, "হঠাৎ ওদের প্রস্তাবে আমরা সই করব কেন ? শাসকদলের সঙ্গে আমাদের সর্বদলীয় প্রস্তাবের খসড়ার পার্থক্য রয়েছে ।"

কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী জানিয়েছেন, গণপিটুনি, গণহত্যার বিরুদ্ধে এবং রাষ্ট্রীয় সংস্থা বিক্রির বিরুদ্ধে যৌথভাবে সর্বদলীয় প্রস্তাব অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়েছে । রাজ্যে সাম্প্রদায়িক শক্তি বেড়েছে । কেন সাম্প্রদায়িক শক্তি বাড়ল তার জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে । RSS-এর শাখা কতগুলি হয়েছে তা কেন প্রশাসন জানল না সেই বিষয়টিও জানতে চাওয়া হবে ।

এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব এখনও মুখ খোলেনি ।

কলকাতা, 1 জুলাই : রাজ্যে গোষ্ঠী সংঘর্ষ, রাজনৈতিক সংঘর্ষ বন্ধ করতে বাম ও কংগ্রেস যৌথভাবে সর্বদলীয় প্রস্তাব নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হয় । ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে 185 ধারা মেনে সর্বদলীয় প্রস্তাবের খসড়া জমা দেওয়া হয়েছে ।

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এবং রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান যৌথভাবে জানিয়েছেন, BJP এবং শাসক দল তৃণমূল বাংলার সংস্কৃতি নষ্ট করছে । মালদায় গণপিটুনির ঘটনায় পুলিশ অভিযোগ নিচ্ছে না । সম্প্রদায়গত বিভাজন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে রাজ্যে । রাজ্যের অশান্ত পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন তাঁরা । আজ বিধানসভার অধিবেশন চলাকালীন বাম ও কংগ্রেস যৌথভাবে আলোচনা করার প্রস্তাব দিয়েছে ।

সুজনবাবু বলেন, "যদি এমন হয় যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য একসাথে আলোচনা করতে হবে, আমরা আছি । কিন্তু রাজ্যের এই অশান্ত পরিবেশের দায় নিতে হবে শাসকদলকে । আমাদের খসড়ায় প্রয়োজনীয় বিষয়গুলোর উল্লেখ থাকতে হবে । 10টি লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য । এর বিরুদ্ধেও আমরা সর্বসম্মত প্রস্তাব আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি । যদি অধ্যক্ষ অনুমতি দেন তাহলেই হবে । রাজ্য সরকারের দুর্বলতায় BJP-র বিকাশ ঘটছে এরাজ্যে । রাজ্য সরকারের উপর সমগ্র ঘটনার দায় বর্তায় ।"

অন্যদিকে, আবদুল মান্নান অভিযোগ করেন, তাঁদের সঙ্গে শাসকদলের সর্বদলীয় প্রস্তাবের খসড়ায় পদ্ধতিগত ফারাক আছে । যা মেনে নেওয়া যায় না । তিনি বলেন,"আমরা আগে একটা প্রস্তাব দিয়েছি, এখন যদি সেই প্রস্তাবের খসড়া প্রত্যাহার করি সেটা ঠিক হবে না । ওরা ওদের খসড়া দিক আমরা আমাদেরটা দেব ।"

শাসকদলের পক্ষ থেকে আজ নতুন একটি সর্বদলীয় প্রস্তাবের খসড়া নিয়ে আসা হয় বিরোধীদলের কাছে । সেই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, "হঠাৎ ওদের প্রস্তাবে আমরা সই করব কেন ? শাসকদলের সঙ্গে আমাদের সর্বদলীয় প্রস্তাবের খসড়ার পার্থক্য রয়েছে ।"

কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী জানিয়েছেন, গণপিটুনি, গণহত্যার বিরুদ্ধে এবং রাষ্ট্রীয় সংস্থা বিক্রির বিরুদ্ধে যৌথভাবে সর্বদলীয় প্রস্তাব অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়েছে । রাজ্যে সাম্প্রদায়িক শক্তি বেড়েছে । কেন সাম্প্রদায়িক শক্তি বাড়ল তার জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে । RSS-এর শাখা কতগুলি হয়েছে তা কেন প্রশাসন জানল না সেই বিষয়টিও জানতে চাওয়া হবে ।

এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব এখনও মুখ খোলেনি ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.