ETV Bharat / state

জি ডি বিড়লায় ছাত্রীমৃত্যুর তদন্তের রিপোর্ট চাইল হাইকোর্ট - report

জি ডি বিড়লা স্কুলের ছাত্রী কৃত্তিকা পালের মৃত্যুর ঘটনায় তদন্তের গতিপ্রকৃতি নিয়ে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট ।

কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jun 28, 2019, 12:34 PM IST

Updated : Jun 28, 2019, 12:43 PM IST

কলকাতা, 28 জুন : জি ডি বিড়লা স্কুলের ছাত্রী কৃত্তিকা পালের মৃত্যুর ঘটনায় তদন্তের গতিপ্রকৃতি নিয়ে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট । আগামী তিন সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে পুলিশকে । এর আগে 2017 সালে ওই স্কুলেই এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে । গতকাল প্রতীক প্রকাশ ব্যানার্জির এজলাসে সেই মামলার শুনানি ছিল ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

অভিযোগকারিণী ছাত্রীর আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল শুনানি চলাকালীন জি ডি বিড়লা স্কুলে ছাত্রীর মৃত্যুর প্রসঙ্গ উত্থাপন করেন । কলকাতার ওই নামী স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নেই, ফের তাই প্রমাণ করল এই ঘটনা । বিচারপতির কাছে এই অভিযোগ জানান । কেন এই কথা বলছেন তা জানতে চেয়ে প্রিয়াঙ্কা তিব্রেওয়ালকে হলফনামা জমার নির্দেশ দেন বিচারপতি ।

পাশাপাশি লা মার্টিনিয়ার স্কুলের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও বিচারকের নজরে আনেন প্রিয়াঙ্কা তিব্রেওয়াল । ওই স্কুলের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল CISF । তারা জানিয়েছিল, ওই স্কুলের বাচ্চাদের নিরাপত্তা নিয়ে যথেষ্টই আশঙ্কার কারণ রয়েছে । গতকাল শুনানিতে সেই প্রসঙ্গ তোলা হলে বিচারপতি লা মার্টিনিয়া কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠান । পড়ুয়াদের নিরাপত্তার জন্য স্কুল কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা নিচ্ছে তা জানাতে হবে সেই রিপোর্টে ।


শুনানি শেষে আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল বলেন, "জি ডি বিড়লা স্কুলে এর আগে একটি যৌন নির্যাতনের ঘটনায় হাইকোর্ট রাজ্যের সমস্ত স্কুল গুলির নিরাপত্তা বিষয়ে একটা নির্দেশিকা দিয়েছিল । পড়ুয়াদের নিরাপত্তার নিয়ে স্কুলগুলো কী ব্যবস্থা নিচ্ছে তা ছয় মাসের মধ্যে জানাতে বলা হয়েছিল । সেই মামলাটির শুনানি এই মাসেই হওয়ার কথা ছিল । ইতিমধ্যে ফের সেই জি ডি বিড়লা স্কুলে একটা ঘটনা ঘটেছে । আমি এই ব্যাপারটা কোর্টকে জানিয়েছিলাম । এনিয়ে রাজ্য কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে আদালত । পাশাপাশি কৃত্তিকা মৃত্যুর ঘটনায় পুলিশের তদন্তের গতিপ্রকৃতি ও ময়নাতদন্ত নিয়েও খামবন্দি রিপোর্ট চেয়েছে মহামান্য আদালত ।"

কলকাতা, 28 জুন : জি ডি বিড়লা স্কুলের ছাত্রী কৃত্তিকা পালের মৃত্যুর ঘটনায় তদন্তের গতিপ্রকৃতি নিয়ে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট । আগামী তিন সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে পুলিশকে । এর আগে 2017 সালে ওই স্কুলেই এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে । গতকাল প্রতীক প্রকাশ ব্যানার্জির এজলাসে সেই মামলার শুনানি ছিল ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

অভিযোগকারিণী ছাত্রীর আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল শুনানি চলাকালীন জি ডি বিড়লা স্কুলে ছাত্রীর মৃত্যুর প্রসঙ্গ উত্থাপন করেন । কলকাতার ওই নামী স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নেই, ফের তাই প্রমাণ করল এই ঘটনা । বিচারপতির কাছে এই অভিযোগ জানান । কেন এই কথা বলছেন তা জানতে চেয়ে প্রিয়াঙ্কা তিব্রেওয়ালকে হলফনামা জমার নির্দেশ দেন বিচারপতি ।

পাশাপাশি লা মার্টিনিয়ার স্কুলের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও বিচারকের নজরে আনেন প্রিয়াঙ্কা তিব্রেওয়াল । ওই স্কুলের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল CISF । তারা জানিয়েছিল, ওই স্কুলের বাচ্চাদের নিরাপত্তা নিয়ে যথেষ্টই আশঙ্কার কারণ রয়েছে । গতকাল শুনানিতে সেই প্রসঙ্গ তোলা হলে বিচারপতি লা মার্টিনিয়া কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠান । পড়ুয়াদের নিরাপত্তার জন্য স্কুল কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা নিচ্ছে তা জানাতে হবে সেই রিপোর্টে ।


শুনানি শেষে আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল বলেন, "জি ডি বিড়লা স্কুলে এর আগে একটি যৌন নির্যাতনের ঘটনায় হাইকোর্ট রাজ্যের সমস্ত স্কুল গুলির নিরাপত্তা বিষয়ে একটা নির্দেশিকা দিয়েছিল । পড়ুয়াদের নিরাপত্তার নিয়ে স্কুলগুলো কী ব্যবস্থা নিচ্ছে তা ছয় মাসের মধ্যে জানাতে বলা হয়েছিল । সেই মামলাটির শুনানি এই মাসেই হওয়ার কথা ছিল । ইতিমধ্যে ফের সেই জি ডি বিড়লা স্কুলে একটা ঘটনা ঘটেছে । আমি এই ব্যাপারটা কোর্টকে জানিয়েছিলাম । এনিয়ে রাজ্য কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে আদালত । পাশাপাশি কৃত্তিকা মৃত্যুর ঘটনায় পুলিশের তদন্তের গতিপ্রকৃতি ও ময়নাতদন্ত নিয়েও খামবন্দি রিপোর্ট চেয়েছে মহামান্য আদালত ।"

sample description
Last Updated : Jun 28, 2019, 12:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.