কলকাতা, 24 জুন : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফর্মেশন টেকনলজি, (IIIT) কল্যাণীর প্রথম সমাবর্তন অনুষ্ঠান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । অনুষ্ঠানে 2018 ও 2019 সালের প্রথম দুই ব্যাচের 108 জন পড়ুয়াকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে B.Tech ডিগ্রি প্রদান করা হয় । গতকাল IIIT কল্যাণীর মেন্টর ডিরেক্টর পার্থপ্রতিম চক্রবর্তী জানিয়েছেন, তাঁরা রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কয়েকটি প্রোগাম চালু করার কথা চিন্তাভাবনা করছেন । আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট যেমন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং, কগনিটিভ সায়েন্সের মতো বিষয়ে যৌথ কোর্স চালু করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ।
গতকাল পার্থপ্রতিমবাবু বলেন, "কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ডেটা সায়েন্সে মাস্টার ডিগ্রি ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃষি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু যৌথ গবেষণা শুরু করার ভাবনাচিন্তা করছি আমরা ।" গতকাল সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে প্রতিষ্ঠানের সাফল্যের কথা তুলে ধরেন তিনি । বলেন, দুই বছরের ব্যাচেরই 85 শতাংশ পড়ুয়া প্লেসমেন্ট পেয়েছেন । IIIT কল্যাণী IIT খড়গপুরের সঙ্গে পার্টনারশিপে একটি সেন্টার ফর এক্সিলেন্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে চলেছে । এটি একটি যৌথ সেন্টার হবে । এর একটি হাব থাকবে খড়গপুরে ও আরেকটি রাজারহাটে IIT খড়গপুরের রিসার্চ পার্কে । এই সেন্টার তৈরির প্রস্তাব ইতিমধ্যেই মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে পাঠানো হয়ে গেছে বলে জানাচ্ছেন পার্থপ্রতিমবাবু ।
বর্তমানে IIIT কল্যাণীর অস্থায়ী ক্যাম্পাস রয়েছে সল্টলেকের ওয়েবেল IT পার্কে । দশ বছর আগে কল্যাণীতে এই প্রতিষ্ঠানের ক্যাম্পাস তৈরির জন্য 128 কোটি টাকা নির্দিষ্ট করা হয়েছিল । এর মধ্যে 59 শতাংশ কেন্দ্র, 35 শতাংশ রাজ্য ও 15 শতাংশ তিনটি ইন্ডাস্ট্রি পার্টনারের দেওয়ার কথা ছিল । এই ক্যাম্পাসের জন্য আরও 60 কোটি টাকার প্রয়োজন রয়েছে । যার জন্য একটি নতুন ক্যাবিনেট নোট তৈরি করা হচ্ছে বলে জানা গেছে । বর্তমানের রাজ্য সরকার ইতিমধ্যেই ক্যাম্পাস তৈরির জন্য 50 একর জমি দিয়েছে । সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (CPWD) IIIT কল্যাণীর কর্তৃপক্ষকে জানিয়েছে, আগামী তিন বছরের মধ্যে কল্যাণীতে স্থায়ী ক্যাম্পাস হয়ে যাবে । প্রথমে অন্যান্য সুবিধার সঙ্গে হস্টেল ফেসিলিটি তৈরি হবে । তারপর অ্যাকাডেমিক ক্যাম্পাস তৈরি করা হবে বলে জানা গেছে ।