ETV Bharat / state

প্রথম সমাবর্তনে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ কোর্স চালুর ভাবনাচিন্তা IIIT কল্যাণীর - keshri nath tripathi

IIIT কল্যাণীর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । গতকাল IIIT কল্যাণীর মেন্টর ডিরেক্টর পার্থপ্রতিম চক্রবর্তী জানিয়েছেন, তাঁরা রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কয়েকটি প্রোগাম চালু করার কথা চিন্তাভাবনা করছেন । আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট যেমন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং, কগনিটিভ সায়েন্সের মতো বিষয়ে যৌথ কোর্স চালু করার কথা ভাবা হচ্ছে ।

IIIT কল্যাণীর প্রথম সমাবর্তন অনুষ্ঠান
author img

By

Published : Jun 24, 2019, 2:45 PM IST

কলকাতা, 24 জুন : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফর্মেশন টেকনলজি, (IIIT) কল্যাণীর প্রথম সমাবর্তন অনুষ্ঠান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । অনুষ্ঠানে 2018 ও 2019 সালের প্রথম দুই ব্যাচের 108 জন পড়ুয়াকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে B.Tech ডিগ্রি প্রদান করা হয় । গতকাল IIIT কল্যাণীর মেন্টর ডিরেক্টর পার্থপ্রতিম চক্রবর্তী জানিয়েছেন, তাঁরা রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কয়েকটি প্রোগাম চালু করার কথা চিন্তাভাবনা করছেন । আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট যেমন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং, কগনিটিভ সায়েন্সের মতো বিষয়ে যৌথ কোর্স চালু করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ।

গতকাল পার্থপ্রতিমবাবু বলেন, "কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ডেটা সায়েন্সে মাস্টার ডিগ্রি ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃষি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু যৌথ গবেষণা শুরু করার ভাবনাচিন্তা করছি আমরা ।" গতকাল সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে প্রতিষ্ঠানের সাফল্যের কথা তুলে ধরেন তিনি । বলেন, দুই বছরের ব্যাচেরই 85 শতাংশ পড়ুয়া প্লেসমেন্ট পেয়েছেন । IIIT কল্যাণী IIT খড়গপুরের সঙ্গে পার্টনারশিপে একটি সেন্টার ফর এক্সিলেন্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে চলেছে । এটি একটি যৌথ সেন্টার হবে । এর একটি হাব থাকবে খড়গপুরে ও আরেকটি রাজারহাটে IIT খড়গপুরের রিসার্চ পার্কে । এই সেন্টার তৈরির প্রস্তাব ইতিমধ্যেই মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে পাঠানো হয়ে গেছে বলে জানাচ্ছেন পার্থপ্রতিমবাবু ।

বর্তমানে IIIT কল্যাণীর অস্থায়ী ক্যাম্পাস রয়েছে সল্টলেকের ওয়েবেল IT পার্কে । দশ বছর আগে কল্যাণীতে এই প্রতিষ্ঠানের ক্যাম্পাস তৈরির জন্য 128 কোটি টাকা নির্দিষ্ট করা হয়েছিল । এর মধ্যে 59 শতাংশ কেন্দ্র, 35 শতাংশ রাজ্য ও 15 শতাংশ তিনটি ইন্ডাস্ট্রি পার্টনারের দেওয়ার কথা ছিল । এই ক্যাম্পাসের জন্য আরও 60 কোটি টাকার প্রয়োজন রয়েছে । যার জন্য একটি নতুন ক্যাবিনেট নোট তৈরি করা হচ্ছে বলে জানা গেছে । বর্তমানের রাজ্য সরকার ইতিমধ্যেই ক্যাম্পাস তৈরির জন্য 50 একর জমি দিয়েছে । সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (CPWD) IIIT কল্যাণীর কর্তৃপক্ষকে জানিয়েছে, আগামী তিন বছরের মধ্যে কল্যাণীতে স্থায়ী ক্যাম্পাস হয়ে যাবে । প্রথমে অন্যান্য সুবিধার সঙ্গে হস্টেল ফেসিলিটি তৈরি হবে । তারপর অ্যাকাডেমিক ক্যাম্পাস তৈরি করা হবে বলে জানা গেছে ।

কলকাতা, 24 জুন : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফর্মেশন টেকনলজি, (IIIT) কল্যাণীর প্রথম সমাবর্তন অনুষ্ঠান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । অনুষ্ঠানে 2018 ও 2019 সালের প্রথম দুই ব্যাচের 108 জন পড়ুয়াকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে B.Tech ডিগ্রি প্রদান করা হয় । গতকাল IIIT কল্যাণীর মেন্টর ডিরেক্টর পার্থপ্রতিম চক্রবর্তী জানিয়েছেন, তাঁরা রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কয়েকটি প্রোগাম চালু করার কথা চিন্তাভাবনা করছেন । আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট যেমন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং, কগনিটিভ সায়েন্সের মতো বিষয়ে যৌথ কোর্স চালু করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ।

গতকাল পার্থপ্রতিমবাবু বলেন, "কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ডেটা সায়েন্সে মাস্টার ডিগ্রি ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃষি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু যৌথ গবেষণা শুরু করার ভাবনাচিন্তা করছি আমরা ।" গতকাল সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে প্রতিষ্ঠানের সাফল্যের কথা তুলে ধরেন তিনি । বলেন, দুই বছরের ব্যাচেরই 85 শতাংশ পড়ুয়া প্লেসমেন্ট পেয়েছেন । IIIT কল্যাণী IIT খড়গপুরের সঙ্গে পার্টনারশিপে একটি সেন্টার ফর এক্সিলেন্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে চলেছে । এটি একটি যৌথ সেন্টার হবে । এর একটি হাব থাকবে খড়গপুরে ও আরেকটি রাজারহাটে IIT খড়গপুরের রিসার্চ পার্কে । এই সেন্টার তৈরির প্রস্তাব ইতিমধ্যেই মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে পাঠানো হয়ে গেছে বলে জানাচ্ছেন পার্থপ্রতিমবাবু ।

বর্তমানে IIIT কল্যাণীর অস্থায়ী ক্যাম্পাস রয়েছে সল্টলেকের ওয়েবেল IT পার্কে । দশ বছর আগে কল্যাণীতে এই প্রতিষ্ঠানের ক্যাম্পাস তৈরির জন্য 128 কোটি টাকা নির্দিষ্ট করা হয়েছিল । এর মধ্যে 59 শতাংশ কেন্দ্র, 35 শতাংশ রাজ্য ও 15 শতাংশ তিনটি ইন্ডাস্ট্রি পার্টনারের দেওয়ার কথা ছিল । এই ক্যাম্পাসের জন্য আরও 60 কোটি টাকার প্রয়োজন রয়েছে । যার জন্য একটি নতুন ক্যাবিনেট নোট তৈরি করা হচ্ছে বলে জানা গেছে । বর্তমানের রাজ্য সরকার ইতিমধ্যেই ক্যাম্পাস তৈরির জন্য 50 একর জমি দিয়েছে । সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (CPWD) IIIT কল্যাণীর কর্তৃপক্ষকে জানিয়েছে, আগামী তিন বছরের মধ্যে কল্যাণীতে স্থায়ী ক্যাম্পাস হয়ে যাবে । প্রথমে অন্যান্য সুবিধার সঙ্গে হস্টেল ফেসিলিটি তৈরি হবে । তারপর অ্যাকাডেমিক ক্যাম্পাস তৈরি করা হবে বলে জানা গেছে ।

Intro:কলকাতা, ২৩ জুন: আজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফর্মেশন টেকনোলজি, (IIITi) কল্যাণীর প্রথম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে ২০১৮ ও ২০১৯ সালের প্রথম দুই ব্যাচের ১০৮ জন পড়ুয়াকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক ড্রিগ্রি প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এদিন, IIIT কল্যাণীর মেন্টর ডিরেক্টর জানিয়েছেন, তাঁরা রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কয়েকটি প্রোগাম চালু করার ভাবনাচিন্তা করছেন। আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট যেমন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিংয়, কগনিটিভ সায়েন্সের মতো বিষয়ে যৌথ কোর্স চালু করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Body:এদিন IIIT কল্যাণীর মেন্টর ডিরেক্টর পার্থপ্রতিম চক্রবর্তী এ বিষয়ে বলেন, “কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ডেটা সায়েন্সে মাস্টার ডিগ্রি ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃষি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু যৌথ গবেষণা শুরু করার ভাবনাচিন্তা করছি আমরা।" এদিন সমাবর্তন ভাষণ দিতে গিয়ে প্রতিষ্ঠানের সাফল্যের কথা তুলে ধরেন পার্থপ্রতিম চক্রবর্তী। তিনি জানান, দুই বছরের ব্যাচেরই ৮৫ শতাংশ পড়ুয়াই প্লেসমেন্ট পেয়েছেন। IIIT কল্যাণী IIT খড়্গপুরের সঙ্গে পার্টনারশিপে একটি সেন্টার ফর এক্সিলেন্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে চলেছে। এটি একটি যৌথ সেন্টার হবে, যার একটি হাব থাকবে খড়্গপুরে ও আরেকটি রাজারহাটে IIT খড়্গপুরের রিসার্চ পার্কে। এই সেন্টার তৈরির প্রস্তাব ইতিমধ্যেই মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে পাঠানো হয়ে গেছে বলে জানাচ্ছেন পার্থপ্রতিমবাবু।

বর্তমানে IIIT কল্যাণীর অস্থায়ী ক্যাম্পাস রয়েছে সল্টলেকের ওয়েবেল IT পার্কে। দশ বছর আগে কল্যাণীতে এই প্রতিষ্ঠানের ক্যাম্পাস তৈরির জন্য ১২৮ কোটি টাকা নির্দিষ্ট করা হয়েছিল। রাজ্য মধ্যে ৫৯ শতাংশ কেন্দ্র, ৩৫ শতাংশ রাজ্য ও ১৫ শতাংশ তিনটি ইন্ডাস্ট্রি পার্টনারের দেওয়ার কথা ছিল। এই ক্যাম্পাসের জন্য আরও ৬০ কোটি টাকার প্রয়োজন রয়েছে। যার জন্য একটি নতুন ক্যাবিনেট নোট তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। বর্তমানের রাজ্য সরকার ইতিমধ্যেই ক্যাম্পাস তৈরির জন্য ৫০ একর জমি দিয়েছে। সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (CPWD) IIIT কল্যাণীর কর্তৃপক্ষকে জানিয়েছে, আগামী তিন বছরের মধ্যে কল্যাণীতে স্থায়ী ক্যাম্পাস হয়ে যাবে। প্রথমে অন্যান্য সুবিধার সঙ্গে হস্টেল ফেসিলিটি তৈরি হবে, তারপর অ্যাকাডেমিক ক্যাম্পাস তৈরি করা হবে বলে জানা গেছে।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.