দিল্লি, 28 মে : "যেমন ভাবে পশ্চিমবঙ্গে সাত দফায় নির্বাচন হয়েছিল, সেই ভাবেই সাত দফায় BJP-তে যোগদানের পর্ব চলবে রাজ্যে । আজ সবে প্রথম দফা ছিল ।" তৃণমূল ছেড়ে মুকুল রায়ের পুত্র তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় BJP-তে যোগ দেওয়ার পর এই ভাবেই সুর চড়ালেন BJP-র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ।
আজ শুভ্রাংশু রায় সহ BJP-তে যোগ দিলেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদের CPI(M) বিধায়ক দেবেন্দ্রনাথ রায় । তা ছাড়া উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া, নৈহাটি, কাঁচরাপাড়া এবং হালিশহর পৌরসভার তৃণমূল কাউন্সিলরদের একটা বড় অংশও BJP-তে যোগ দিয়েছেন ।
2017 সালে BJP-তে যোগ দিয়েই মুকুল রায় দাবি করেছিলেন, খুব তাড়াতাড়ি রাজ্যে ক্ষমতা দখল করবে BJP । তাঁর দলে আসার পর অন্তত 6 জন হেভিওয়েট নেতা তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন । BJP-তে এসেই সৌমিত্র খাঁ, অর্জুন সিংয়ের মত অনেকেই সাংসদ হয়েছেন । লোকসভায় রাজ্যে BJP-র ভালো ফলের পর নেতৃত্বের দাবি, আগামী দিনে তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়ার সংখ্যাটা আরও বাড়বে।
এর আগে নির্বাচনী প্রচারে রাজ্যে এসে নরেন্দ্র মোদি বলেছিলেন, "দিদি, 23 মে ফলপ্রকাশের পরে সর্বত্র পদ্ম ফুটবে এবং আপনার বিধায়করা আপনাকে ছেড়ে পালাবে । এমন কী, এই মুহূর্তে আপনার 40 জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখছেন ।" সেই সময় অবশ্য মোদির সেই দাবি উড়িয়ে দিয়ে তৃণমূলের তরফে বলা হয়েছিল, বিধায়ক তো কোন ছাড়, একজন কাউন্সিলরও দল বদল করবেন না ।