ETV Bharat / state

বকেয়া বেতন মেটানোর অনুরোধ নিয়ে জেটলির কাছে জেট কর্তারা, প্রধানমন্ত্রীকে চিঠি শমীকের - kolkata international airport

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করে কর্মচারীদের বকেয়া বেতন মেটানো ও জেটের জন্য নতুন বিনিয়োগকারী খোঁজার বিষয়ে অনুরোধ জানালেন জেট কর্মকর্তারা ।

জেটলি
author img

By

Published : Apr 21, 2019, 10:49 AM IST

কলকাতা, 21 এপ্রিল : সংস্থায় তালা প্রায় পড়েই গেছে । মাথার ওপর কয়েক হাজার কোটি টাকার দেনা । হাজার হাজার কর্মচারীর ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেছে । এই অবস্থায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করে কর্মচারীদের বকেয়া বেতন মেটানো ও জেটের জন্য নতুন বিনিয়োগকারী খোঁজার বিষয়ে অনুরোধ জানালেন জেট কর্মকর্তারা । চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে জেটের নিলাম প্রক্রিয়ার বিষয়টি মীমাংসার আশ্বাস দেন জেটলি ।

গতকাল অরুণ জেটলির সঙ্গে সাক্ষাৎ করেন জেট এয়ারওয়েজ়ের CEO বিনয় দুবে, CFO অমিত অগরওয়াল। বৈঠকে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের অর্থমন্ত্রী সুধীর মুংগাতিওয়ার । 16 এপ্রিল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জেটের বোর্ডের বৈঠকে । সেই মত জেটের শেষ উড়ান ছাড়ে 18 তারিখ । তারপরেই জেটে কর্মরত প্রায় ২০০০০ কর্মী তাঁদের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে ।

এদিকে কলকাতা বিমানবন্দরে ৫ হাজারের বেশি জেট কর্মীরাও তাঁদের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে । এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লিখিত চিঠি দিয়েছেন বলে জানান BJP নেতা শমীক ভট্টাচার্য । তিনি বলেন, "জেট এয়ারওয়েজ় একটা বেসরকারি কম্পানি । তাই কেন্দ্রীয় সরকার সরাসরি কিছু করতে পারবে না । কম্পানির সমস্ত কর্মীরা আমাদের কাছে এসেছিলেন । তাই মানবিক ভাবে এই বিষয়টি দেখা দরকার । সেই বিষয়টি নিয়ে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছি ।"

কলকাতা, 21 এপ্রিল : সংস্থায় তালা প্রায় পড়েই গেছে । মাথার ওপর কয়েক হাজার কোটি টাকার দেনা । হাজার হাজার কর্মচারীর ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেছে । এই অবস্থায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করে কর্মচারীদের বকেয়া বেতন মেটানো ও জেটের জন্য নতুন বিনিয়োগকারী খোঁজার বিষয়ে অনুরোধ জানালেন জেট কর্মকর্তারা । চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে জেটের নিলাম প্রক্রিয়ার বিষয়টি মীমাংসার আশ্বাস দেন জেটলি ।

গতকাল অরুণ জেটলির সঙ্গে সাক্ষাৎ করেন জেট এয়ারওয়েজ়ের CEO বিনয় দুবে, CFO অমিত অগরওয়াল। বৈঠকে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের অর্থমন্ত্রী সুধীর মুংগাতিওয়ার । 16 এপ্রিল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জেটের বোর্ডের বৈঠকে । সেই মত জেটের শেষ উড়ান ছাড়ে 18 তারিখ । তারপরেই জেটে কর্মরত প্রায় ২০০০০ কর্মী তাঁদের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে ।

এদিকে কলকাতা বিমানবন্দরে ৫ হাজারের বেশি জেট কর্মীরাও তাঁদের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে । এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লিখিত চিঠি দিয়েছেন বলে জানান BJP নেতা শমীক ভট্টাচার্য । তিনি বলেন, "জেট এয়ারওয়েজ় একটা বেসরকারি কম্পানি । তাই কেন্দ্রীয় সরকার সরাসরি কিছু করতে পারবে না । কম্পানির সমস্ত কর্মীরা আমাদের কাছে এসেছিলেন । তাই মানবিক ভাবে এই বিষয়টি দেখা দরকার । সেই বিষয়টি নিয়ে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছি ।"

Intro:
20-04-19



সুজয় ঘোষ, কলকাতা




কলকাতাঃ জেট এয়ারওয়েজ বন্ধো হয়ে যাওয়ার। কলকাতা বিমান বন্দরে এর ৫ হাজারের বেশী কর্মী তারা চরম বিপর্যয়ের সম্মূখিন। তার বেকার হয়ে পড়েছেন।
জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিখিত চিঠি দিয়েছি। যাতে তাদের কথা বিবেচণা করা হয়। প্রধানমন্ত্রী বিষয়টি হস্তক্ষেপ করেন। আজ রাজ্য দপ্তরে সাংবাদিকদের বৈঠকে এই কথা বলেন বলেন বিজেপির প্রাক্তণ বিধায়ক ও দমদমের প্রার্থী শমীক ভট্টাচার্য।


শমীক ভট্টাচার্যের বক্তব্য, জেটএয়ারওয়েজ একটা বেসরকারি কম্পানি। তাই কেন্দ্রীয় সরকার সরাসরি কিছু করতে পারবে না। এই কম্পানির সমস্ত কর্মীরা আমাদের কাছে এসেছিলেন। তাই মানবিক ভাবে এই বিষটি দেখা দরকার। সেই বিষয়টি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেই আবেদন জানিয়েছি। এই সমস্ত কর্মীদস্র জন্যে কিছু ব্যবস্থা নেওয়া।



এদিন সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, জেটএয়ারওয়েজ কম্পানির বন্ধো হওয়ার পর দমদমের বিভিন্ন জায়গায় মিথ্যা অপপ্রচার চলেছে। এমনকী দমদম বিমানবন্দরে অনেক নেতা মন্ত্রী বলছে এটা মোদীর চক্রান্ত। একটা পাইভেট কম্পানি বন্ধো হলেও সেখানেও প্রধানমন্ত্রী উপর দোষ চাপানো হচ্ছে। কাল আমার সঙ্গে এই কম্পানির প্রতিনিধিরা দেখা করেছে। তাই মানবিক দিকটা দেখাই আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই চিঠি লিখেছি। কোনও ভাবে প্রধানমন্ত্রী যদি কিছু ব্যবস্থা করে তা হলে এই মানুষগুলো বাচবে।
Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.