ETV Bharat / state

নির্ধারিত সময়ে শেষ হবে কি মাঝেরহাটে নতুন ব্রিজের কাজ ?

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ । তবে যে গতিতে ব্রিজ নির্মাণের কাজ চলছে তাতে আগামী 5-6 মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে আশ্বস্ত করছেন নির্মাণকারী ইঞ্জিনিয়ারদের একাংশ । কিন্তু ব্যবসায়ীদের আশঙ্কা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে না ।

author img

By

Published : Jun 2, 2019, 3:08 PM IST

Updated : Jun 2, 2019, 3:28 PM IST

চলছে ব্রিজ তৈরির কাজ

কলকাতা, 2 জুন: গত বছরের 4 সেপ্টেম্বর ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ । এরপর রাজ্যের তরফে মন্ত্রী অরূপ বিশ্বাস আশ্বাস দিয়েছিলেন 2020-এর মধ্যে নতুন ব্রিজ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে । কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের আশঙ্কা যে গতিতে ব্রিজের কাজ চলছে তাতে আগামী বছর ব্রিজের কাজ সম্পূর্ণ নাও হতে পারে । এমনিতেই ব্রিজটি ভাঙার পর থেকেই সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা । তাই ব্রিজ তৈরিতে আরও দেরি হলে আরও ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে তাঁদের ।

ব্রিজটি ভেঙে পড়ার পর যানজট সমস্যার সমাধানে তড়িঘড়ি ব্রিজের 100 মিটারের মধ্যেই বিকল্প হিসেবে বেইলি ব্রিজ তৈরি করা হয়েছিল । কিন্তু ওই ব্রিজের উপর দিয়ে ছোট ও মাঝারি গাড়ি চলাচল করলেও ভারী মালবাহী গাড়ি চলাচলের অনুমতি নেই । উল্লেখ্য, কলকাতার সঙ্গে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকার মধ্যে একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল মাঝেরহাট ব্রিজ । কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারগামী মালবাহী গাড়িগুলি এই ব্রিজ দিয়েই মূলত যাতায়াত করত ।

ভিডিয়োয় দেখুন

বেহালা বাজারের ব্যবসায়ী অমিতাভ ব্যানার্জি বলেন, "বেইলি ব্রিজ দিয়ে পণ্যবাহী গাড়ি যেতে পারছে না । সেগুলোকে ঘুরে যেতে হচ্ছে । তাতে ব্যবসার কিছুটা ক্ষতি হচ্ছে । "

এলাকার পৌরপ্রধান জুঁই বিশ্বাস বলেন, "মাঝেরহাট ব্রিজের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে । আমি যা শুনেছি তাতে নতুন ব্রিজটি আগের থেকে দ্বিগুন বেশি ওজন বহন করতে পারবে ।" ব্রিজ তৈরির কাজ কি এই বছরই সম্পূর্ণ হয়ে যাবে ? উত্তরে জুঁই বিশ্বাস বলেন, "এই বছর নয় । মন্ত্রী বলেছিলেন সামনের বছরের জানুয়ারির মধ্যে ব্রিজ তৈরি হয়ে যাবে । বাকিটা সরকারই বলতে পারবে । আশা করছি সামনের বছরের শুরুর দিকেই ব্রিজ চালু হয়ে যাবে । "

majerhat bridge
চলছে মাঝেরহাট ব্রিজ নির্মাণের কাজ

অন্যদিকে, নিউ আলিপুরের বাসিন্দা গৌতম গুহ বলেন, "বেইলি ব্রিজ হওয়ার ফলে কিছুটা সুরাহা হলেও এখনও সকালে অফিস যাওয়ার সময় যানজট এড়াতে বাড়তি এক ঘণ্টা সময় হাতে নিয়ে বেরোই । একমাত্র সুরাহা নতুন মাঝেরহাট ব্রিজ । এখানকার মানুষের জীবন স্বাভাবিক ছন্দে ফিরবে তখনই যখন পুরনো মাঝেরহাট ব্রিজের জায়গায় চালু হবে নতুন মাঝেরহাট ব্রিজ । "

majerhat bridge
চলছে মাঝেরহাট ব্রিজ নির্মাণের কাজ

নতুন সেতু তৈরির কাজ কীরকম এগোচ্ছে তা সরজমিনে খতিয়ে দেখতে পৌঁছে যান ETV ভারতের প্রতিনিধি । ইঞ্জিয়াররা জানান, দ্রুত গতিতে এগোচ্ছে ব্রিজ নির্মাণের কাজ । তাঁদের দাবি, আগামী 5-6 মাসের মধ্যেই নতুন ব্রিজ তৈরির কাজ সম্পূর্ণ হবে ।

কলকাতা, 2 জুন: গত বছরের 4 সেপ্টেম্বর ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ । এরপর রাজ্যের তরফে মন্ত্রী অরূপ বিশ্বাস আশ্বাস দিয়েছিলেন 2020-এর মধ্যে নতুন ব্রিজ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে । কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের আশঙ্কা যে গতিতে ব্রিজের কাজ চলছে তাতে আগামী বছর ব্রিজের কাজ সম্পূর্ণ নাও হতে পারে । এমনিতেই ব্রিজটি ভাঙার পর থেকেই সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা । তাই ব্রিজ তৈরিতে আরও দেরি হলে আরও ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে তাঁদের ।

ব্রিজটি ভেঙে পড়ার পর যানজট সমস্যার সমাধানে তড়িঘড়ি ব্রিজের 100 মিটারের মধ্যেই বিকল্প হিসেবে বেইলি ব্রিজ তৈরি করা হয়েছিল । কিন্তু ওই ব্রিজের উপর দিয়ে ছোট ও মাঝারি গাড়ি চলাচল করলেও ভারী মালবাহী গাড়ি চলাচলের অনুমতি নেই । উল্লেখ্য, কলকাতার সঙ্গে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকার মধ্যে একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল মাঝেরহাট ব্রিজ । কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারগামী মালবাহী গাড়িগুলি এই ব্রিজ দিয়েই মূলত যাতায়াত করত ।

ভিডিয়োয় দেখুন

বেহালা বাজারের ব্যবসায়ী অমিতাভ ব্যানার্জি বলেন, "বেইলি ব্রিজ দিয়ে পণ্যবাহী গাড়ি যেতে পারছে না । সেগুলোকে ঘুরে যেতে হচ্ছে । তাতে ব্যবসার কিছুটা ক্ষতি হচ্ছে । "

এলাকার পৌরপ্রধান জুঁই বিশ্বাস বলেন, "মাঝেরহাট ব্রিজের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে । আমি যা শুনেছি তাতে নতুন ব্রিজটি আগের থেকে দ্বিগুন বেশি ওজন বহন করতে পারবে ।" ব্রিজ তৈরির কাজ কি এই বছরই সম্পূর্ণ হয়ে যাবে ? উত্তরে জুঁই বিশ্বাস বলেন, "এই বছর নয় । মন্ত্রী বলেছিলেন সামনের বছরের জানুয়ারির মধ্যে ব্রিজ তৈরি হয়ে যাবে । বাকিটা সরকারই বলতে পারবে । আশা করছি সামনের বছরের শুরুর দিকেই ব্রিজ চালু হয়ে যাবে । "

majerhat bridge
চলছে মাঝেরহাট ব্রিজ নির্মাণের কাজ

অন্যদিকে, নিউ আলিপুরের বাসিন্দা গৌতম গুহ বলেন, "বেইলি ব্রিজ হওয়ার ফলে কিছুটা সুরাহা হলেও এখনও সকালে অফিস যাওয়ার সময় যানজট এড়াতে বাড়তি এক ঘণ্টা সময় হাতে নিয়ে বেরোই । একমাত্র সুরাহা নতুন মাঝেরহাট ব্রিজ । এখানকার মানুষের জীবন স্বাভাবিক ছন্দে ফিরবে তখনই যখন পুরনো মাঝেরহাট ব্রিজের জায়গায় চালু হবে নতুন মাঝেরহাট ব্রিজ । "

majerhat bridge
চলছে মাঝেরহাট ব্রিজ নির্মাণের কাজ

নতুন সেতু তৈরির কাজ কীরকম এগোচ্ছে তা সরজমিনে খতিয়ে দেখতে পৌঁছে যান ETV ভারতের প্রতিনিধি । ইঞ্জিয়াররা জানান, দ্রুত গতিতে এগোচ্ছে ব্রিজ নির্মাণের কাজ । তাঁদের দাবি, আগামী 5-6 মাসের মধ্যেই নতুন ব্রিজ তৈরির কাজ সম্পূর্ণ হবে ।

Intro:গতবছর সেপ্টেম্বর মাসের 4 তারিকে মাঝেরহাট সেতু ভেঙে পরে। নিউ অলিপুরের যানজটের সমস্যা লাঘব করার জন্য বিকল্প ব্যবস্থাও করা হয় তড়িঘড়ি।

এরপরেই রাজ্য সরকারের তরফে জানান হয় যে পুরোনো ব্রিজের জায়গায় এক বছরের মধ্যেই তৈরি করা হবে একটি নতুন ব্রিজ। যদিও পি ডাবলু ডির রিপোর্টে বলা হয়েছিল যে ভেঙে পড়া অংশটি ছাড়া বাকি অংশটি নিরাপদ এবং একটি নতুন ব্রিজ তৈরি করতে সময় যেমন লাগবে তেমন খরচাও হবে প্রচুর। তাই দফায় দফায় প্রশাসনিক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে পুরোনো ব্রিগের বাকি অংশ ভেঙে ফেলে তার জায়গায় নির্মাণ করা হবে একটি নতুন ব্রিজ। যা হবে আগের চেয়ে অনেক বেশি মজবুত ও যার ভার বহন ক্ষমতা হবে অনেক বেশি।




Body:স্বাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য মাঝেরহাট ব্রিজের 100 মিটারের মধ্যে বানানো হয় বেইলি ব্রিজ। যদিও এই বেইলি ব্রিজের উপর দিয়ে কোনও বড় লরি বা মালবাহি গাড়ি যাতায়াত করতে পারে না, তবে ছোট ও মাঝারি গাড়িগুলিকে এই ব্রিজ দিয়ে চলাচল করান হয়।

গোটা দক্ষিণ 24 পরগনার সঙ্গে সংযোগ সূত্র হল এই মাঝেরহাট সেতু। শুধু তাই নয় নামখানা, কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারগামী মালবাহী গাড়িগুলি এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। বেহালা বাজারে এক ব্যবসায়ী অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, "ব্রিজটি ভেঙে পড়ার পর বেহালার ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। বেহালার ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা একটা বিশাল ধাক্কা। যদিও বেইলি ব্রিজ হওয়ার ফলে সাধারণ মানুষের অনেকটা সুরাহা হয়েছে। মাজেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর একদিকে টালিগঞ্জ অন্যদিকে চিড়িয়াখানা পর্যন্ত যে যানজোট হচ্ছিল সেটা অনেকটাই এড়ানো গেলেও ব্যবসায়ীদের ক্ষেত্রে তেমন একটা সুরাহা হয়নি। কারণ বেইলি ব্রিজের উপর দিয়ে কোন বড় গাড়ি বা মালবাহী লরি যাতায়াত করার অনুমতি নেই।"

এলাকার পৌরোমাতা জুঁই বিশ্বাস হলেন, "নতুন সেতু তৈরির কাজ বেশ অনেকটাই এগিয়েছে, সেতুর বিভিন্ন অংশকে জোড়ার কাজ চলছে এখন। মন্ত্রী অরূপ বিশ্বাস যেমনটা জানিয়েছিলেন যে আগামী বছর জানুয়ারি মাসের মধ্যে সেতুটি তৈরির কাজ সম্পূর্ণ হবে। এই নতুন ব্রিজটি আগের চেয়েও দ্বিগুন বেশি ওজন বহন করতে পারবে।" তবে তিনি স্বীকার করেন যে বেইলি ব্রিজ দিয়ে ছোট গাড়িগুলি যাতায়াত করলেও যানজটের সমস্যা এখনও সম্পূর্ণভাবে কাটেনি।

নিউ অলিপুরের বাসিন্দা গৌতম গুহ বলেন, "বেইলি ব্রিজ হওয়ার ফলে কিছুটা সুরাহা হলেও, এখনও সকালে অফিস যাওয়ার সময় যানজট এড়াতে বাড়তি এক ঘন্টা সময় হাতে নিয়ে বেরোই। একমাত্র সুরাহা নতুন মাঝেরহাট ব্রিজ। এখানকার মানুষের জীবন স্বাভাবিক ছন্দে ফিরবে তখনই যখন পুরনো মাঝেরহাট ব্রিজের জায়গায় চালু হবে নতুন মাঝেরহাট ব্রিজ। অফিস যাওয়ার সময় এখনও নিউ আলিপুর থেকে চেতলা পৌছতে বেশ অনেকটা সময় লেগে যায়।"




Conclusion:মাঝেরহাট ব্রিজ এ পৌঁছে যায় ইটিভি ভারতের প্রতিনিধি। নতুন সেতু তৈরির কাজ এগোচ্ছে। এখানে কিছু ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে জানা যায় যে ব্রিজ নির্মাণের কাজ দ্রুত এগোছে, আশা করা যায় আর আগামী 5 থেকে 6 মাসের অপেক্ষা এর পরে পুরনো ব্রিজ এর জায়গায় মাথা তুলে দাঁড়াবে আরও মজবুত একটি নতুন মাঝেরহাট ব্রিজ।





Last Updated : Jun 2, 2019, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.