কলকাতা, 2 জুন: গত বছরের 4 সেপ্টেম্বর ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ । এরপর রাজ্যের তরফে মন্ত্রী অরূপ বিশ্বাস আশ্বাস দিয়েছিলেন 2020-এর মধ্যে নতুন ব্রিজ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে । কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের আশঙ্কা যে গতিতে ব্রিজের কাজ চলছে তাতে আগামী বছর ব্রিজের কাজ সম্পূর্ণ নাও হতে পারে । এমনিতেই ব্রিজটি ভাঙার পর থেকেই সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা । তাই ব্রিজ তৈরিতে আরও দেরি হলে আরও ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে তাঁদের ।
ব্রিজটি ভেঙে পড়ার পর যানজট সমস্যার সমাধানে তড়িঘড়ি ব্রিজের 100 মিটারের মধ্যেই বিকল্প হিসেবে বেইলি ব্রিজ তৈরি করা হয়েছিল । কিন্তু ওই ব্রিজের উপর দিয়ে ছোট ও মাঝারি গাড়ি চলাচল করলেও ভারী মালবাহী গাড়ি চলাচলের অনুমতি নেই । উল্লেখ্য, কলকাতার সঙ্গে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকার মধ্যে একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল মাঝেরহাট ব্রিজ । কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারগামী মালবাহী গাড়িগুলি এই ব্রিজ দিয়েই মূলত যাতায়াত করত ।
বেহালা বাজারের ব্যবসায়ী অমিতাভ ব্যানার্জি বলেন, "বেইলি ব্রিজ দিয়ে পণ্যবাহী গাড়ি যেতে পারছে না । সেগুলোকে ঘুরে যেতে হচ্ছে । তাতে ব্যবসার কিছুটা ক্ষতি হচ্ছে । "
এলাকার পৌরপ্রধান জুঁই বিশ্বাস বলেন, "মাঝেরহাট ব্রিজের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে । আমি যা শুনেছি তাতে নতুন ব্রিজটি আগের থেকে দ্বিগুন বেশি ওজন বহন করতে পারবে ।" ব্রিজ তৈরির কাজ কি এই বছরই সম্পূর্ণ হয়ে যাবে ? উত্তরে জুঁই বিশ্বাস বলেন, "এই বছর নয় । মন্ত্রী বলেছিলেন সামনের বছরের জানুয়ারির মধ্যে ব্রিজ তৈরি হয়ে যাবে । বাকিটা সরকারই বলতে পারবে । আশা করছি সামনের বছরের শুরুর দিকেই ব্রিজ চালু হয়ে যাবে । "
অন্যদিকে, নিউ আলিপুরের বাসিন্দা গৌতম গুহ বলেন, "বেইলি ব্রিজ হওয়ার ফলে কিছুটা সুরাহা হলেও এখনও সকালে অফিস যাওয়ার সময় যানজট এড়াতে বাড়তি এক ঘণ্টা সময় হাতে নিয়ে বেরোই । একমাত্র সুরাহা নতুন মাঝেরহাট ব্রিজ । এখানকার মানুষের জীবন স্বাভাবিক ছন্দে ফিরবে তখনই যখন পুরনো মাঝেরহাট ব্রিজের জায়গায় চালু হবে নতুন মাঝেরহাট ব্রিজ । "
নতুন সেতু তৈরির কাজ কীরকম এগোচ্ছে তা সরজমিনে খতিয়ে দেখতে পৌঁছে যান ETV ভারতের প্রতিনিধি । ইঞ্জিয়াররা জানান, দ্রুত গতিতে এগোচ্ছে ব্রিজ নির্মাণের কাজ । তাঁদের দাবি, আগামী 5-6 মাসের মধ্যেই নতুন ব্রিজ তৈরির কাজ সম্পূর্ণ হবে ।