কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে ফের তেলাঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণাণের নাম সুপারিশ করলসুপ্রিম কোর্টের কলেজিয়াম। ১০ জানুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এ কে সিকরি, বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এন ভি রামানা ও বিচারপতি অরুণ মিশ্রের কলেজিয়াম টি বি রাধাকৃষ্ণাণের নাম সুপারিশ করে। কিন্তু, কেন্দ্রীয় সরকারের তরফে সেই সুপারিশ পুনর্বিবেচনার জন্য কলেজিয়ামের কাছে ফেরত পাঠানো হয়। যদিও কলেজিয়াম জানায়, সমস্ত দিক খতিয়ে দেখেই তারা নাম সুপারিশ করেছিল। ফলে সিদ্ধান্ত পরিবর্তনের কোনও প্রশ্ন নেই।
গত বছরের ডিসেম্বরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন দেবাশিস করগুপ্ত। তারপর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। চলতি মাসের শেষের দিকেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেওয়ার কথা শোনা যাচ্ছিল টি বি রাধাকৃষ্ণাণের। সুপ্রিম কোর্টের কলেজিয়াম ফের তাঁর নাম প্রস্তাব করায় এবার শুধু রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা।