ETV Bharat / state

আপার প্রাইমারির ভেরিফিকেশনে ডাক না পেয়ে হাইকোর্টে প্রশিক্ষণপ্রাপ্তরা - প্রশিক্ষণপ্রাপ্তরা ডাক পাননি

আপার প্রাইমারি থার্ড ফেজ় ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হয়নি প্রশিক্ষণপ্রাপ্তদের । আজ বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীরা ।

কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি )
author img

By

Published : Jun 11, 2019, 10:43 PM IST

কলকাতা, 11 জুন : আপার প্রাইমারির থার্ড ফেজ় ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য ডাকা হয়নি প্রশিক্ষণপ্রাপ্তদের । আজ প্রায় 80 জন চাকরিপ্রার্থী এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন । বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে । আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আছে ।

আজ প্রশিক্ষণপ্রাপ্ত ও বেশি নম্বর পাওয়া চাকরিপ্রার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন । মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম জানান, একাধিক প্রার্থী যাদের প্রশিক্ষণ নেই তাঁদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডেকেছে স্কুল সার্ভিস কমিশন । অথচ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী যেমন, বাংলা বিষয়ের ঝুমা ব্যানার্জি, রূপা মণ্ডল, মহম্মদ আজিজুর রহমান, ভূগোলের আনিসুর রহমান, মমতা গায়েনকে ডাকা হয়নি । ডাকা হয়নি ইতিহাসের পলাশ মণ্ডল ও আরিফ মহম্মদ শেখ, ইংরেজির সোমা চৌধুরি, বিশ্বজিৎ ভূইঞাঁ, সঙ্গীতা মাইতিকে । বায়ো-সায়েন্সের পিন্টু কুমার নন্দীও ডাক পাননি ।

ফিরদৌস শামিম বলেন, "NCTE (ন্যাশানাল কাউন্সিল ফর টিচার এডুকেশন)-র গাইড লাইন অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্তদের আগে সুযোগ দিতে হবে । কিন্ত এখানে সেই নিয়ম মানা হয়নি । শুধু তাই নয় । এই ধরনের একাধিক মামলায় হাইকোর্টও বার বার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের পক্ষেই রায় দিয়েছে । তারপরও স্কুল সার্ভিস কমিশন তাদের ভুল সংশোধন করতে সক্ষম হয়নি ।"

কলকাতা, 11 জুন : আপার প্রাইমারির থার্ড ফেজ় ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য ডাকা হয়নি প্রশিক্ষণপ্রাপ্তদের । আজ প্রায় 80 জন চাকরিপ্রার্থী এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন । বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে । আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আছে ।

আজ প্রশিক্ষণপ্রাপ্ত ও বেশি নম্বর পাওয়া চাকরিপ্রার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন । মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম জানান, একাধিক প্রার্থী যাদের প্রশিক্ষণ নেই তাঁদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডেকেছে স্কুল সার্ভিস কমিশন । অথচ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী যেমন, বাংলা বিষয়ের ঝুমা ব্যানার্জি, রূপা মণ্ডল, মহম্মদ আজিজুর রহমান, ভূগোলের আনিসুর রহমান, মমতা গায়েনকে ডাকা হয়নি । ডাকা হয়নি ইতিহাসের পলাশ মণ্ডল ও আরিফ মহম্মদ শেখ, ইংরেজির সোমা চৌধুরি, বিশ্বজিৎ ভূইঞাঁ, সঙ্গীতা মাইতিকে । বায়ো-সায়েন্সের পিন্টু কুমার নন্দীও ডাক পাননি ।

ফিরদৌস শামিম বলেন, "NCTE (ন্যাশানাল কাউন্সিল ফর টিচার এডুকেশন)-র গাইড লাইন অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্তদের আগে সুযোগ দিতে হবে । কিন্ত এখানে সেই নিয়ম মানা হয়নি । শুধু তাই নয় । এই ধরনের একাধিক মামলায় হাইকোর্টও বার বার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের পক্ষেই রায় দিয়েছে । তারপরও স্কুল সার্ভিস কমিশন তাদের ভুল সংশোধন করতে সক্ষম হয়নি ।"

Intro:আবার প্রশিক্ষণপ্রাপ্ত দের ক বঞ্চিত করে প্রশিক্ষণনেই জাদের তাদের ডাকা হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য Body:
মানস নস্কর---

আপার প্রাইমারীর থার্ড ফেজ ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাক পাননি,হাইকোর্টের দ্বারস্থ একাধিক বিষয়ে র প্রার্থীরা

কলকাতা ১১জুনঃ
প্রশিক্ষণপ্রাপ্ত ও বেশি নম্বর থাকার সত্তেও আপার প্রাইমারীর থার্ড ফেজ ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাক পাননি।অথচ প্রশিক্ষণ নেই এবং কম নম্বর পাওয়া প্রার্থীদের ডেকেছে স্কুল সার্ভিস কমিশন। এর বিরুদ্ধে আজ প্রায় ৮০ জন চাকরি প্রার্থী ইংরেজি, ইতিহাস, ভুগোল, বাংলা, বায়ো সায়েন্স ও পিউর সায়েন্সের প্রার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন।মামলা দায়ের হয়েছে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর সিংগল বেঞ্চে। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে।

মামলাকারিদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম জানালেন, "সন্দিপ গিরি,অরুণ সরকার, আয়েশা খাতুন সহ একাধিক প্রার্থী যাদের প্রশিক্ষণ নেই তাদেরক ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডেকেছে স্কুল সার্ভিস কমিশন। অথচ বাংলার- ঝুমা ব্যানার্জি, রুপা মন্ডল,মহঃআজিজুর রহমান, ভুগোলের আনিসুর রহমান, মমতা গাইনকে ডাকা হয়নি। ইতিহাসের পলাশ মণ্ডল ও আরিফ মহঃ শেখ। ইংরেজির সোমা চৌধুরী, বিশ্বজিৎ ভুইয়া, সঙ্গীতা মাইতি। বায়ো সায়েন্সের পিন্টু কুমার নন্দী ডাক পাননি।"
আইনজীবী আরো জানালেন, "NCTEর গাইড লাইন অনুয়ায়ী প্রশিক্ষণ প্রাপ্তদের আগে সুযোগদিতে হবে।কিন্ত এখেনে সেই নিয়োম মানা হয়নি। শুধুতাই নয়,এই ধরনের একাধিক মামলায় হাইকোর্টও বার বার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের পক্ষেই রায় দিয়েছে। তারপরও স্কুল সার্ভিস কমিশন তাদের ভুল সংশোধন করতে সক্ষম হয়নি।"

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.